WB News Live: ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে মারধরের মুখে বিজেপির সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ
News Live Update: রাজ্য, জেলা, শহরের বিভিন্ন প্রান্তের নানা খবরের এক ঝলক---
ABP Ananda Last Updated: 06 Oct 2025 02:48 PM
প্রেক্ষাপট
বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মৃত বেড়ে ১২, নিখোঁজ বহু। উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির। সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী।নাগাড়ে বৃষ্টিতে ভূমিধস। জলের তোড়ে ভাসছে সেতু, নদীতে ভেঙে পড়ছে বাড়ি, ফুঁসছে...More
বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মৃত বেড়ে ১২, নিখোঁজ বহু। উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির। সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী।নাগাড়ে বৃষ্টিতে ভূমিধস। জলের তোড়ে ভাসছে সেতু, নদীতে ভেঙে পড়ছে বাড়ি, ফুঁসছে তিস্তা-বালাসন নদী। আপার দুধিয়ায় ভেসে গেল ১১টি হোমস্টে।চিত্রা ও শ্বেতিঝোরার মধ্যে বহু জায়গায় ধস, বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। বন্ধ দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তা। ধস ১১০ নম্বর জাতীয় সড়কেও। বানভাসি নাগরাকাটা।প্রবল বৃষ্টিতে ব্যাহত রেল পরিষেবা, ট্র্যাকে জল। বাতিল উত্তর পূর্ব রেলের একাধিক ট্রেন। বহু ট্রেনের রুট বদল। উত্তরবঙ্গে বিপর্যয়। আধিকারিকদের সঙ্গে বৈঠক। কাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পর্যটকরা যেখানে আছেন, সেখানেই থাকুন। উদ্ধার করবে পুলিশ। আশ্বাস মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। আনন্দের সময় নয়। কার্নিভাল স্থগিত রেখে আজই উত্তরবঙ্গে যাওয়া উচিত ছিল মুখ্যমন্ত্রীর। আক্রমণ শমীক ভট্টাচার্যের। যা করার করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা কুণালের। উত্তরবঙ্গে বিপর্যয়। উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। মৃতদের প্রতি শোকবার্তা। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বার্তা নরেন্দ্র মোদির। সোশালে বার্তা রাষ্ট্রপতিরও। শুধু মানুষ নয়, দুর্যোগে বিপন্ন বন্যপ্রাণ। মালবাজারে গন্ডারের মৃত্যু। কোথাও ভেসে যাচ্ছে গন্ডার, কোথাও সাঁতরে ডাঙায় ওঠার চেষ্টা বন্যপ্রাণীদের। জলমগ্ন একাধিক অভয়ারণ্য। ভারী বৃষ্টি, ধসের জের। বন্ধ দার্জিলিঙের সব পর্যটন কেন্দ্র। পর্যটকদের হোটেলে থাকতে আর্জি প্রশাসনের। বিকল্প রুটে পাহাড় থেকে সমতলে ফেরানোর বন্দোবস্ত। দুর্যোগের মধ্যেই শঙ্কার বার্তা হাওয়া অফিসের। উত্তরবঙ্গে কালও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। পূর্বাভাস আবহাওয়া দফতরের। পুজো কার্নিভালের দিনই পথে বিজেপির সংগঠন খোলা হাওয়া। প্রতিবাদ মিছিল থেকে কটাক্ষ শুভেনদু অধিকারীর। শুভেনদু স্লোগান- খেলা-মেলার সরকার, আর নেই দরকার। ১৫ মিনিটের নিখুঁত অপারেশন। পাঁচ দুষকৃতী মিলে খুন বরানগরের স্বর্ণ ব্যবসায়ীকে। উদ্ধার লঙ্কার গুঁড়োর প্যাকেট, ভারী লোহার বস্তু। খবর পুলিশ সূত্রে। বরানগর থানা থেকে এক কিলোমিটার দূরেই নৃশংস হত্য়াকাণ্ড। অধরা দুষ্কৃতীরা। আতঙ্কে স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে জোড়া খুন! বাড়িতে উদ্ধার মা ও ৭ বছরের সন্তানের রক্তাক্ত দেহ। স্বামী-শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ। আটক কয়েকজন। নিউটাউনের গেস্ট হাউসে শ্যামনগরের যুবকের রহস্যমৃত্যু। দেহের পাশে উদ্ধার ঘুমের ওষুধের স্ট্রিপ। আত্মঘাতী যুবক, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বিহারে পর এবার কি বাংলায় এসআইআর? প্রস্তুতি খতিয়ে দেখতে লক্ষ্মীপুজোর পরেই কলকাতায় কমিশনের বিশেষ টিম। বুধবার ভিডিও কনফারেন্সের পর জেলা সফর। মধ্যপ্রদেশ-রাজস্থানে কাফ সিরাপ খেয়ে ১৬ শিশুর মৃত্যুতে কড়া পদক্ষেপ। ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে FIR। গ্রেফতার এক চিকিৎসক।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB News Live Update: 'উত্তরবঙ্গে বন্যা-ধস-মৃত্যুমিছিল, কার্নিভালে নাচছিলেন মুখ্যমন্ত্রী', মমতাকে আক্রমণ শুভেন্দুর
উত্তরবঙ্গে বন্যা-ধস-মৃত্যুমিছিল, কার্নিভালে নাচছিলেন মুখ্যমন্ত্রী'
'দুর্গতদের ত্রাণ দিতে গিয়েছিলেন বিজেপির বিধায়ক-সাংসদরা'
'ত্রাণ দেওয়া বন্ধ করতে গুণ্ডাদের উস্কানি দিয়েছেন মুখ্যমন্ত্রী', আক্রমণ শুভেন্দু অধিকারীর