West Bengal Live: কাকদ্বীপে কালীমূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা, মায়ের মূর্তি প্রিজন ভ্য়ানে তুলে নিয়ে গেল পুলিশ
WB News Live Update: রাজ্য থেকে জেলা, আপনার শহর ও আপনার এলাকার গুরুত্বপূর্ণ খবর এখন এক ক্লিকেই আপনার হাতের নাগালে - - -
ABP Ananda Last Updated: 22 Oct 2025 11:28 PM
প্রেক্ষাপট
উলুবেড়িয়ায় চিকিৎসক নিগ্রহ। প্রতিবাদে বিজেপি। পাঁচলায় এসপি অফিসের সামনে বিক্ষোভে তুলকালাম।SIR শুরুর আগেই বড় পদক্ষেপ কমিশনের। রাজ্যের অন্তত ৬০০ অনিচছুক BLO-কে শোকজ। কেন কাজ করতে রাজি নন, জানাতে হবে কারণ।...More
উলুবেড়িয়ায় চিকিৎসক নিগ্রহ। প্রতিবাদে বিজেপি। পাঁচলায় এসপি অফিসের সামনে বিক্ষোভে তুলকালাম।SIR শুরুর আগেই বড় পদক্ষেপ কমিশনের। রাজ্যের অন্তত ৬০০ অনিচছুক BLO-কে শোকজ। কেন কাজ করতে রাজি নন, জানাতে হবে কারণ। বিবেচনা করতে পাল্টা আবেদন BLO-দের। বাংলায় এসআইআর-এর প্রস্তুতির মধ্যেই আজ দিল্লিতে বৈঠক। আজ ও কাল সিইওদের সঙ্গে বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ। দিল্লি গেলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল।SIR জল্পনার মধ্যেই বিজেপির সিএএ শিবিরের প্রস্তুতি। রাজ্য জুড়ে ৭০০ শিবিরের ভাবনা। সল্টলেকে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে BL সন্তোষ, সুনীল বনশলরা। সীমান্তবর্তী জেলাগুলিতে বিশেষ নজর। উলুবেড়িয়ার হাসপাতালে চিকিৎসক নিগ্রহকাণ্ডে গ্রেফতার আরও এক। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার শেখ সম্রাট নামে স্থানীয় যুবক। ঘটনায় গ্রেফতারি বেড়ে তিন। আর জি কর কাণ্ডের বছর ঘুরতেই ফের আক্রান্ত মহিলা চিকিৎসক। সিভিকের পর অভিযুক্ত হোমগার্ড। স্বাস্থ্য দফতরে রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের। দফায় দফায় বৈঠক। দুর্গাপুরকাণ্ডে ধৃত চার জনের ২৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত। আজই হোয়াটসঅ্যাপ চ্যাট পরীক্ষা। ২৪ অক্টোবর নির্যাতিতার সহপাঠী সহ ধৃতদের প্যারেড করানোর নির্দেশ আদালতের। নিয়োগ দুর্নীতিতে ফের ইডি হাজিরা চন্দ্রনাথ সিংহের। ৫ বছরের আয়কর রিটার্ন, ২০১৬-র পর থেকে কেনা সম্পত্তির নথি নিয়ে ইডি দফতরে কারামন্ত্রী। নথি যাচাই ও জিজ্ঞাসাবাদ। মধ্যরাতে বাজি ফাটানোয় কোচবিহারে এসপির বিরুদ্ধে মারধরের অভিযোগ। প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ। বাজি পোড়ানো ও অবরোধে গ্রেফতার ১০। ৩ জনের জামিন। ৫ জনের পুলিশ, ২ জনের জেল হেফাজত। ফের উত্তপ্ত ভাঙড়। মিছিল থেকে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ ISF-এর বিরুদ্ধে। আহত ৩ তৃণমূলকর্মী। দাবি শাসক দলের। নাটক বন্ধ হোক। পাল্টা দাবি ISF-এর। নেশাগ্রস্ত অবস্থায় দুই প্রতিবেশীর বচসার জেরে মারপিট। মহেশতলায় যুবক খুন। এলাকায় উত্তেজনা। গ্রেফতার অভিযুক্ত দুই ভাই। সাতসকালে চলন্ত বাসে অগ্নিকাণ্ড। দ্বিতীয় হুগলি সেতুর ওপর বাসে আগুন। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। ভস্মীভূত বাস। হতাহতের খবর নেই। ফের বাজি থেকে অগ্নিকাণ্ড। খানাকুলে বিজেপির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর আত্মীয়র বাড়িতে বাজি থেকে আগুন। ভস্মীভূত ২টি বাড়ি। তৃণমূল নেতা-কর্মীদের তৎপরতায় নিভল আগুন।বাজিতে ভস্মীভূত ২ বাড়িরাষ্ট্রপতির সবরিমালা সফরে হেলিপ্যাড বিপত্তি। কংক্রিটে ঢুকে গেল চাকা। শেষ মুহূর্তে তৈরির জেরেই বিপত্তি, অনুমান তদন্তকারীদের। উদ্বেগ প্রকাশ করে পোস্ট মুখ্যমন্ত্রীর। রাশিয়া থেকে তেল কেনা কমাচ্ছে ভারত। মোদির সঙ্গে ফোনে কথোপকথনের পর ট্রাম্পের দাবি ঘিরে জল্পনা। উল্লেখ নেই মোদির পোস্টে। সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা প্রধামন্ত্রীর। হিন্দি সিরিয়ালে বিল গেটসের ক্যামিও। সমৃতি ইরানির সঙ্গে কিউ কি সাস ভি কভি বহু থি টু-এর বিশেষ পর্বে ভিডিও কলে দেখা যাবে আমেরিকান ধনকুবেরকে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
News Live: বীরভূমের মহম্মদবাজারে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই আক্রান্ত নার্স
বীরভূমের মহম্মদবাজারে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই আক্রান্ত নার্স
স্বাস্থ্যকেন্দ্রে দুষ্কৃতী হামলা, পাথর দিয়ে নার্সের মাথায় আঘাত
দুষ্কৃতী হামলায় গুরুতর আহত নার্স, মাথায় ২২টি সেলাই