Bengali News Live: অভয়ার মাকে মার পুলিশের, জাতীয় পতাকা মাড়িয়েছে, এজন্য মেরে জেলে যেতে আপত্তি নেই, হুঙ্কার দিন্দার!

Bengali News Live Updates: দেশ, রাজ্য, জেলার বিভিন্ন প্রান্তের নানা গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক - - - -

ABP Ananda Last Updated: 11 Aug 2025 09:59 PM

প্রেক্ষাপট

এবার হাসপাতালের রিপোর্ট নিয়ে প্রশ্ন অভয়ার বাবার। প্রথমে নিহত চিকিৎসকের মাকে মারধরের উল্লেখ, পরে রিপোর্টে দুর্ঘটনার তত্ত্ব। অভিযোগ তুলে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি। রাজ্য সরকারের চাপে অভয়ার মা-কে ভর্তি নেয়নি মেডিকা হাসপাতাল।...More

Bengal News Live: কারখানায় কাজ করার সময় মৃত্যু শ্রমিকের

দুর্গাপুরের কাকসায় বেসরকারি কারখানায় রাতে শিফটে কাজ চলাকালীন ক্রেন এর তার ছিড়ে পড়ে একজন শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয় ও আরো দুই শ্রমিক আহত হয় যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক ,বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে দুজনকে।