News Live: বান্ধবীর বাড়িতে টাকার পাহাড় থেকে শিক্ষা দুর্নীতি, বাড়ি ফিরে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

News Live Updates: দেশের, রাজ্যের, শহরের ও জেলার বিভিন্ন প্রান্তের নানা খবরের এক ঝলক এক নজরে- - - -

Advertisement

ABP Ananda Last Updated: 12 Nov 2025 02:54 PM

প্রেক্ষাপট

১। দিল্লি-বিস্ফোরণের নেপথ্যে পুলওয়ামা-ফরিদাবাদ মডিউল? গাড়িতে বিস্ফোরক নিয়ে লালকেল্লার সামনে ৩ ঘণ্টা অপেক্ষা। তারপরেই ট্রাফিক সিগনালে বিস্ফোরণ। বিস্ফোরক নিয়েই অপেক্ষা!২। অনন্তনাগে পরিচয়, ফরিদাবাদে এসেই টেরর মডিউলের মাথা উমর। স্টেথো ছেড়ে কীভাবে...More

WB News Live: 'জীবন তো শেষ হয়ে যায়নি, কর্মযজ্ঞে ফিরে যাব', জামিনে বাড়ি ফিরে আর কী বললেন পার্থ চট্টোপাধ্যায়?

বান্ধবীর বাড়িতে টাকার পাহাড় থেকে শিক্ষা দুর্নীতি, মুখ খুললেন পার্থ
তৃণমূল থেকে মমতা-অভিষেক, জামিনে মুক্তির পরেই অকপট পার্থ
'জীবন তো শেষ হয়ে যায়নি, কর্মযজ্ঞে ফিরে যাব'
'দল নয়, দল আমার সঙ্গে না থাকলেও আমি দলের সঙ্গে আছি'
'বলতে দাও বলে ৩ বছর ধরে চিৎকার করেছি, কেউ আসেনি'
'আমার কাছে ৩ বছর ধরে কেউ আসেনি, বিধানসভায় গিয়ে কী করব?'
কারাবাস থেকে মুক্তির পরেই এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রাক্তন শিক্ষামন্ত্রী
'আগে শক্তি পুনরুদ্ধার করি, বেহালা মানুষের কাছে এমাসেই যাব'
মানুষের কাছে গিয়ে বলব, আমি তোমাদেরই লোক: পার্থ চট্টোপাধ্যায়
বান্ধবী অর্পিতার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার নিয়েও মুখ খুললেন পার্থ
'টাকা তো আমার বাড়ি থেকে পায়নি, বান্ধবীর কাছ থেকে পেয়েছে, ওই বলবে'
'কারও ২টো বউ থাকতে পারে, আমার বউ নেই, বান্ধবী থাকতে পারে না?'
'হাঁটুর বয়সী যারা বিদ্রুপ করেছিল, তাদের প্রতি সহানুভূতি হয়, সবটাই জানি'
বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা, সোনা উদ্ধার নিয়ে দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রীর
আমার আনুগত্যই আমার পতনের জন্য দায়ী: পার্থ চট্টোপাধ্যায়
'কারাগারে যাওয়ার আগে বলেছিলাম মমতা যতক্ষণ আছে, ততক্ষণ মমতাই আমার নেতা'
'অভিষেক অটোমেটিক চয়েস, আজ যারা পিছনে ঘুরছে, তারা কিন্তু সেদিন ছিল না'
আমি দাঁড়িয়ে আছি, আমিই জেল খেটেছি: পার্থ চট্টোপাধ্যায়

© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.