News Live: আগামী ৭ অগাস্ট প্রকাশিত হতে পারে রাজ্য জয়েন্টের ফল, জানাল বোর্ড

News Live Blog Update: ২০দিনের মধ্যে ফের খুন, কোন্নগরে তৃণমূল নেতার মৃত্যু! ভাঙড়, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের পর হুগলিতে তৃণমূল নেতা খুন!  কোন্নগরে ভর সন্ধেয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কোপ

ABP Ananda Last Updated: 31 Jul 2025 02:16 PM

প্রেক্ষাপট

'CAA-তে আবেদন করলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার'বনগাঁয় বিজেপির CAA-ক্যাম্প, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের'নাগরিকত্বের জন্য আবেদন করলেই বাংলাদেশি''মিলবে না কোনও সরকারি সুযোগ-সুবিধে'হুঁশিয়ারি বনগাঁর তৃণমূল চেয়ারম্যান গোপাল শেঠের-----------সিএএ তে আবেদন করলে লক্ষীর ভান্ডার...More

WB Live Update: হুগলির আরামবাগের চারটি পঞ্চায়েত এলাকার প্রায় ৮ টি গ্রাম জলের তলায়

কদিকে টানা বৃষ্টি অন্যদিকে ডিভিসির ছাড়া জল, জোড়া ফলায় এবার ভাসলো হুগলির আরামবাগের চারটি পঞ্চায়েত এলাকার প্রায় ৮ টি গ্রাম। জল ঢুকেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতরে। অনেক দোকান ও একতলা বাড়িতে উঠেছে জল। কোথাও হাঁটু, তো আবার কোথাও কোমড় সমান জল পেরিয়ে চলছে যাতায়াত। এমনকি জল ঢুকে বিপদজনক মাটির একাধিক বাড়ি। ফসল নষ্টের আশঙ্কা চাষীদের।