News Live: আগামী ৭ অগাস্ট প্রকাশিত হতে পারে রাজ্য জয়েন্টের ফল, জানাল বোর্ড
News Live Blog Update: ২০দিনের মধ্যে ফের খুন, কোন্নগরে তৃণমূল নেতার মৃত্যু! ভাঙড়, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের পর হুগলিতে তৃণমূল নেতা খুন! কোন্নগরে ভর সন্ধেয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কোপ
ABP Ananda Last Updated: 31 Jul 2025 02:16 PM
প্রেক্ষাপট
'CAA-তে আবেদন করলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার'বনগাঁয় বিজেপির CAA-ক্যাম্প, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের'নাগরিকত্বের জন্য আবেদন করলেই বাংলাদেশি''মিলবে না কোনও সরকারি সুযোগ-সুবিধে'হুঁশিয়ারি বনগাঁর তৃণমূল চেয়ারম্যান গোপাল শেঠের-----------সিএএ তে আবেদন করলে লক্ষীর ভান্ডার...More
'CAA-তে আবেদন করলে মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার'বনগাঁয় বিজেপির CAA-ক্যাম্প, পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের'নাগরিকত্বের জন্য আবেদন করলেই বাংলাদেশি''মিলবে না কোনও সরকারি সুযোগ-সুবিধে'হুঁশিয়ারি বনগাঁর তৃণমূল চেয়ারম্যান গোপাল শেঠের-----------সিএএ তে আবেদন করলে লক্ষীর ভান্ডার পাবেনা,স্বাস্থ্য সাথী পাবে না , যারা নাগরিকত্বের জন্য আবেদন করছেন তারা বাংলাদেশী এবং তার পরিপ্রেক্ষিতেই সমস্ত সরকারি সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন। হুঁশিয়ারি বনগাঁর শাসক দলের চেয়ারম্যান গোপাল শেঠের। ২০দিনের মধ্যে ফের খুন, কোন্নগরে তৃণমূল নেতার মৃত্যু! ভাঙড়, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের পর হুগলিতে তৃণমূল নেতা খুন! কোন্নগরে ভর সন্ধেয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কোপ অফিসের সামনেই গ্যাসের ডিস্ট্রিবিউটর তৃণমূল নেতা খুনঅফিস থেকে বাইক নিয়ে বেরোতেই ২ দুষ্কৃতীর হামলা: সূত্র তৃণমূল নেতার চোখ, ঘাড়, হাতে এলোপাথাড়ি কোপকব্জি থেকে হাত বাদ, এসএসকেএমে আনার পরে মৃত্যুকেন খুন তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী? আততায়ীরা কারা?কানাইপুর পঞ্চায়েত সদস্য তৃণমূল নেতা খুনে এখনও ধোঁয়াশা'খুনের পরে হাঁটতে হাঁটতেই দিল্লি রোডের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা'কোন্নগরে তৃণমূল নেতা খুনে এমনই দাবি স্থানীয়দের কল্যাণী AIIMS-এ প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কল্যাণী থেকে সোজা দক্ষিণেশ্বরে এসে মা ভবতারিনীকে পুজো দিলেন রাষ্ট্রপতি। রাজ্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত চন্দ্রিমা ভট্টাচার্য। উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
WB Live Update: হুগলির আরামবাগের চারটি পঞ্চায়েত এলাকার প্রায় ৮ টি গ্রাম জলের তলায়
কদিকে টানা বৃষ্টি অন্যদিকে ডিভিসির ছাড়া জল, জোড়া ফলায় এবার ভাসলো হুগলির আরামবাগের চারটি পঞ্চায়েত এলাকার প্রায় ৮ টি গ্রাম। জল ঢুকেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভেতরে। অনেক দোকান ও একতলা বাড়িতে উঠেছে জল। কোথাও হাঁটু, তো আবার কোথাও কোমড় সমান জল পেরিয়ে চলছে যাতায়াত। এমনকি জল ঢুকে বিপদজনক মাটির একাধিক বাড়ি। ফসল নষ্টের আশঙ্কা চাষীদের।