কলকাতা: বাংলার (West Bengal) আকাশ থেকে কাটছে না দুর্যোগের মেঘ। আগামী সপ্তাহে ফের ঘূর্ণিঝড়ের (Cyclone) আশঙ্কার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। মৌসম ভবনের তরফে জানান হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ১৯ মার্চ সকালে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সুষ্পষ্ট নিম্নচাপ বলয় তৈরি হবে। আগামী কয়েকদিনে শক্তিশালী হবে নিম্নচাপ। 



এরপর ২১ মার্চ উত্তর আন্দামানের কাছে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। ২৩ মার্চ বাংলাদেশ ও মায়ানমার উপকূলের কাছে পৌঁছতে পারে ঘূর্ণিঝড়, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস সূত্রে খবর, ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে এই ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে।                               


 



এদিকে, রাজ্যে ফের বাড়ছে গরম। একদিনে প্রায় এক দিনে ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। আগামী ৭২ ঘন্টায় আরও ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। রাজ্যে এখন বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই-ই। বসন্তকাল হলেও সকালে শীতের আমেজ সম্পূর্ণ উধাও। বরং দিনের বেলায় রোদের দাপট অনেকটাই। বসন্তে যেন কার্যত অকাল গ্রীষ্ম। 


দিনের বেলায় রোদের দাপট অনেকটাই। বসন্তে যেন কার্যত অকাল গ্রীষ্ম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৭  ডিগ্রি সেলসিয়াস। এই সর্বনিম্ন তাপমাত্রা রাতারাতি প্রায় ৩ ডিগ্রি বেড়ে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস হবে আগামী দিনে, এমনটাই পূর্বাভাস।