সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ডেঙ্গির (Dengue) সংক্রমণের ক্ষেত্রে বিপজ্জনক পুরসভার তালিকায় রয়েছে কোন্নগর (Konnagar) পুরসভার নাম। আর তাই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই নাগরিকদের পুর পরিষেবা দিতে পথে নামলেন চেয়ারম্যান। শুরু করে দিলেন ডেঙ্গি দমন অভিযান।
আগামী ২১ তারিখ কোন্নগর পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নেবেন স্বপন দাস। দলের পক্ষ থেকে ইতিমধ্যেই তাঁর নাম কোন্নগর পৌরসভার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে, এলাকার মানুষদের সুবিধা অসুবিধার দিকগুলো দেখাই যে তাঁর প্রধান এবং একমাত্র কাজ, সে কথা হাতে কলমে দেখিয়ে দিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই শুরু করে দিলেন ডেঙ্গি দমন অভিযান। বিশেষত, আগেও কোন্নগর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বপন বাবু। তাই তিনি খুব ভালো করেই জানেন যে, কোন কোন এলাকায় ডেঙ্গি সবথেকে বেশি ছড়ায়। আজ কোন্নগরের ৯ নম্বর ওয়ার্ডে টালি লাইন বস্তি এলাকায় মশা মারার তেল স্প্রে করা হয়। এরসঙ্গেই পুরসভার স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি অভিযান চালান তিনি। কারও ইতিমধ্যেই জ্বর দেখা দিয়েছে কিনা, সে খোঁজ খবরো নেন। এর পাশাপাশি মাইকে প্রচার চালিয়ে পুরসভার নাগরিকদের ডেঙ্গি সম্পর্কে সচেতনও করা হয়। ডেঙ্গির লার্ভা যাতে জন্মাতে না পারে, তার জন্য জল জমতে দেওয়ার নিষেধের পাশাপাশি জ্বর হলে রক্ত পরীক্ষা করার কথাও বারবার মাইকে প্রচার করা হয়।
আরও পড়ুন - Hooghly News: তৃণমূলকর্মীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে
এই প্রসঙ্গে খোদ কোন্নগর পুরসভার হবু চেয়ারম্যান স্বপন দাস বলছেন, 'এখনও পুরসভার দায়িত্ব আমরা নিইনি। কিন্তু এলাকার সাধারণ মানুষ ডেঙ্গি আক্রান্ত না হন, তার জন্য আগে থেকেই অভিযান শুরু করে দিয়েছি। বিশেষ করে বস্তি এলাকাগুলো, যেখানে অনেক মানুষ একসঙ্গে বসবাস করেন, সেখানে আমাদের প্রথম ডেঙ্গি অভিযান চালান হচ্ছে। গদি কবে পাব, তবে সাধারণ মানুষের জন্য কাজ করব, এমন ধারণায় আমরা বিশ্বাসী নই। তাই মানুষকে বাঁচাতে পুরসভার অন্যান্য কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছি কাজে।' পুরসভার চেয়ারম্যানের আগাম কাজে খুশি এলাকার নাগরিকরা। তাঁরা জানাচ্ছেন, এভাবেই যদি সারা বছর কাজ চলে, তাহলে এলাকার মানুষ ভালো থাকতে পারেন।