Asansol and Ballygunge By Election Result Live: বালিগঞ্জ ও আসানসোলে বিপুল জয়ের পর কালীঘাট মন্দিরে পুজো দিলেন মমতা
Bypoll result live updates : বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা, দুটি কেন্দ্রেই লড়াই হয়েছে চতুর্মুখী
অগ্নিমিত্রার উল্টো সুর দিলীপ ঘোষের গলায়। সন্ত্রাসেক তত্ত্বেই অনড় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।
বিজেপির হাতছাড়া আসানসোল, মোদিকে ট্যুইট অগ্নিমিত্রার। ‘দুঃখিত, চেষ্টা করেছিলাম, কিন্তু আসনটি দিতে পারলাম না, বাংলায় গণতন্ত্রকে খুন করা হচ্ছে, আমার লড়াই চলবে,' হারের জন্য দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রীকে বিজেপি প্রার্থীর ট্যুইট।
কংগ্রেসের হার প্রত্যাশিত ছিল, কিন্তু ফল যে এমন তলানিতে নামবে সেটা বোঝা যায়নি। কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে হলে নতুন করে সংগঠনের বিষয়ে ভাবতে হবে, হারের পর প্রতিক্রিয়া কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যর।
বালিগঞ্জে বিজেপি প্রার্থী কেয়া ঘোষের জমানত বাজেয়াপ্ত হয়েছে। বিজেপির ভোটাররা ভোট দিতে আসেননি, তৃণমূলের সংখ্যালঘু ভোট ভাগ হয়ে বামেদের ভোটবাক্সে গিয়েছে, দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
‘যাদের বহিষ্কার করা হয়েছিল তাঁদের ফেরানোর কথা ভাবা উচিত’, ভোটে ভরাডুবির পর বিজেপির রাজ্য নেতৃত্বকে তোপ সৌমিত্র খাঁর।
২ কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর রাজ্য নেতৃত্বকে তোপ সৌমিত্র খাঁর। বললেন, 'অপরিণত রাজ্য নেতাদের নেতৃত্বে ভাল ফল আশা করা যায় না।'
নীতিগত ভাবে জয়ী হয়েছে বামেরাই। খুব দ্রুতই ২ নম্বর থেকে এক নম্বরে উঠে আসবে সিপিএম। হারের পর প্রতিক্রিয়া বালিগঞ্জের বাম প্রার্থী সায়রা শাহ হালিমের।
বালিগঞ্জ ও আসানসোলে বিপুল জয়ের পর কালীঘাট মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম, কংগ্রেস, বিজেপির কুৎসা, অপপ্রচারের জবাব দিয়েছে মানুষ। প্রতিক্রিয়া তৃণমূল নেত্রীর। ধন্যবাদ জানালেন ভোটারদের।
বালিগঞ্জ উপনির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ১৩ শতাংশ, কংগ্রেস পেয়েছে ৫ শতাংশ ভোট।
দ্বিতীয় স্থানে উঠে আসা সিপিএম পেয়েছে ৩০ শতাংশ ভোট।
বালিগঞ্জে ভোট শতাংশের হিসেবে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪২ শতাংশ।
বালিগঞ্জে জমানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপির। দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে গেছে বামেদের ঝুলিতে, দাবি সুকান্তর। বাংলার মাটিকেই চেনেনি বিজেপি, পাল্টা দেবাশিস কুমার।
বালিগঞ্জে জয়ী বাবুল সুপ্রিয়। হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে ২ নম্বরে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। একুশের ভোটের তুলনায় এক ধাপ নেমে তিন নম্বরে বিজেপি।
বালিগঞ্জে জয়ী বাবুল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২ নম্বরে বাম প্রার্থী সায়রা শাহ হালিম। তিন নম্বরে নামল বিজেপি। কংগ্রেসের সঙ্গে জামানত বাজেয়াপ্ত।
প্রথমবার আসানসোল লোকসভায় জয় তৃণমূলের। মমতাকে ধন্যবাদ শত্রুঘ্নর। রিগিং হয়েছে বলতে পারব না। নিজেদের দিকে তাকানো উচিত, দলকে বার্তা পদ্ম প্রার্থী অগ্নিমিত্রার।
আসানসোল, বালিগঞ্জের উপনির্বাচনে বিপুল জনমত, শুভেচ্ছা মমতার । ‘তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ, তৃণমূলের উপর আবারও আস্থা রাখার জন্য ভোটারদের স্যালুট, আমি এটিকেই মা-মাটি-মানুষের সেরা নববর্ষের উপহার বলে মনে করছি’ আসানসোল-বালিগঞ্জে সাফল্য নিয়ে ট্যুইট তৃণমূলনেত্রীর
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়
প্রায় ২০ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়
আসানসোলে লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
প্রায় ৩ লক্ষ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা
আসানসোল, বালিগঞ্জের উপনির্বাচনে বিপুল জনমত, তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ, ভোটারদের স্যালুট, ট্যুইটে প্রতিক্রিয়া মমতার।
ফলপ্রকাশের আগেই আসানসোলে অগ্নিমিত্রাকে ঘিরে উত্তেজনা, গণনাকেন্দ্রের বাইরে স্লোগান তৃণমূলকর্মীদের। কনভয়ে ঢিল। অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন।
আসানসোলে ২ লক্ষ ৮০ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। ক্রমেই পিছোচ্ছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
আসানসোলে ১ লক্ষ ৯২ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা । আসানসোলে ২ নম্বরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল । কুলটি বাদে আসানসোলের সব বিধানসভাতেই এগিয়ে তৃণমূল।
দলের সাফল্যে মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘আসানসোল এবং বালিগঞ্জের মানুষকে আমার ধন্যবাদ। দমন এবং বিদ্বেষের রাজনীতিমুক্ত ভারতের লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা আশীর্বাদ আর ভালোবাসা দিয়েছেন। আমরাও প্রতিশ্রুতি রক্ষার প্রতিজ্ঞা করছি। আপনাদের ভালো সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আরও ভালো করাই আমাদের লক্ষ্য। '
বালিগঞ্জের ৬৪, ৬৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে সিপিএম। ৬৪ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফলাফল নিয়ে কী জানালেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম?
‘তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্য ধন্যবা, তৃণমূলের উপর আস্থা রাখার জন্য ভোটারদের স্যালুট’। আসানসোল-বালিগঞ্জে সাফল্য নিয়ে ট্যুইট তৃণমূলনেত্রীর।
‘তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্য ধন্যবা, তৃণমূলের উপর আস্থা রাখার জন্য ভোটারদের স্যালুট’। আসানসোল-বালিগঞ্জে সাফল্য নিয়ে ট্যুইট তৃণমূলনেত্রীর।
১৮ রাউন্ডের শেষে তৃণমূল পেয়েছে ৪৮ হাজার ১০৯ টি ভোট
১৮ রাউন্ডের শেষে বিজেপি পেয়েছে ১২ হাজার ৩৫টি ভোট
১৮ রাউন্ডের শেষে সিপিএম পেয়েছে ৩০ হাজার ১৯০টি ভোট
১৮ রাউন্ডের শেষে কংগ্রেস পেয়েছে ৫ হাজার ১১৪টি ভোট
বালিগঞ্জে ১৬ রাউন্ডের গণনা শেষ । ১৪ হাজার ৮৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। ২ নম্বরে উঠে এলেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। বালিগঞ্জে ১৬ রাউন্ডের শেষে ৩ নম্বরে বিজেপি। বালিগঞ্জে ১৬ রাউন্ডের শেষে ৪ নম্বরে কংগ্রেস
বালিগঞ্জে ১৫ রাউন্ডের গণনা শেষ । ১২ হাজার ১০৮ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় । ২ নম্বরে উঠে এলেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। বালিগঞ্জে ১৫ রাউন্ডের শেষে ৩ নম্বরে বিজেপি। বালিগঞ্জে ১৫ রাউন্ডের শেষে ৪ নম্বরে কংগ্রেস
বালিগঞ্জে ১৩ রাউন্ডের গণনা শেষ । ৯ হাজার ৩৪৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ।
আসানসোলে ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা । আসানসোলে ২ নম্বরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল । পাণ্ডবেশ্বর, বারাবনি, জামুড়িয়া, আসানসোল উত্তর, রানিগঞ্জ, কুলটিতে এগিয়ে তৃণমূল। শুধু আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপি।
আসানসোলে ৬২ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রঘ্ন সিন্হা । আসানসোলে ২ নম্বরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল
বালিগঞ্জে এগিয়ে তৃণমূল, ২ নম্বরে বাম, ৪ নম্বরে বিজেপি । আসানসোলে এগিয়ে তৃণমূল, ২ নম্বরে বিজেপি।
সপ্তম রাউন্ডের শেষে তৃণমূল পেয়েছে ২১হাজার ২১৩টি ভোট ।
সপ্তম রাউন্ডের শেষে বিজেপি পেয়েছে ১ হাজার ৮৮১টি ভোট ।
সপ্তম রাউন্ডের শেষে সিপিএম পেয়েছে ১২ হাজার ৬০০ টি ভোট ।
সপ্তম রাউন্ডের শেষে কংগ্রেস পেয়েছে ৩ হাজার ২৬৭টি ভোট ।
বালিগঞ্জে সপ্তম রাউন্ডের গণনা শেষ
৮ হাজার ৬১৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়
আসানসোল লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণার দিন স্থানীয় হনুমান মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হার স্ত্রী পুনম সিন্হা। হনুমান জয়ন্তীতে স্বামীর জন্য জয় প্রার্থনা করেছি। মন্তব্য তৃণমূল প্রার্থীর স্ত্রীর।
৩টি করে বিধানসভায় এগিয়ে তৃণমূল ও বিজেপি । রানিগঞ্জ, আসানসোল দক্ষিণ, কুলটিতে এগিয়ে বিজেপি। সানসোলের জামুড়িয়া, আসানসোল উত্তর, বারাবনিতে এগিয়ে তৃণমূল।
বালিগঞ্জে চতুর্থ রাউন্ডের গণনা শেষ । ৬ হাজার ২৯৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় । বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে চার নম্বরে বিজেপি । বালিগঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে দুই নম্বরে বাম প্রার্থী
৩টি করে বিধানসভায় এগিয়ে তৃণমূল ও বিজেপি । রানিগঞ্জ, আসানসোল দক্ষিণ, কুলটিতে এগিয়ে বিজেপি। আসানসোলের জামুড়িয়া বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল । আসানসোল দক্ষিণ, কুলটি কেন্দ্রে এগিয়ে বিজেপি।
বালিগঞ্জে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ । ৪ হাজারের বেশি ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয় ।
বালিগঞ্জে প্রথম রাউন্ডের গণনা শেষ, ২ হাজার ১৭০ ভোটে এগিয়ে বাবুল
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ভোটগণনা হবে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজে। ১৬টি টেবলে ১৯ রাউন্ড গণনা হবে। ভোটগণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা মোতায়েন রয়েছে। অবাঞ্ছিত ভিড় এড়াতে রাস্তার সামনে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ।
বালিগঞ্জের ভোটগণনা হবে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজে। আসানসোলের গণনা ইঞ্জিনিয়ারিং কলেজে। দুই কেন্দ্রেই সর্বোচ্চ ১৯ রাউন্ডের গণনা। কেন্দ্রের বাইরে কড়া নিরপত্তা।
অন্যদিকে, আসানসোল লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনের ভোটগণনা হবে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। ১১টি হলে ১৩৮টি টেবলে ১৪ থেকে ১৮ রাউন্ড গণনা হবে।
বালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের ভোটগণনা হবে ডেভিড হেয়ার ট্রেনিং কলেজে।
প্রেক্ষাপট
বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা, দুটি কেন্দ্রেই লড়াই হয়েছে চতুর্মুখী। আসানসোলে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই ছিল তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে। অন্যদিকে, বালিগঞ্জে তৃণমূলের বাজি বাবুল সুপ্রিয়। বিজেপির প্রার্থী কেয়া ঘোষ। সিপিএমের হয়ে দাঁড়ান নাসিরুদ্দিন শাহের ভাইঝি সায়রা শাহ হালিম। কংগ্রেসের প্রার্থী কামরুজ্জামান চৌধুরী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -