উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা: বিজেপির অধিবেশন বয়কট করা নিয়ে এবার ভিন্ন সুর শোনা গেল বিজেপি বিধায়কের গলাতেই। অধিবেশন বয়কট করা ভুল হয়েছে বলে মন্তব্য করলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। 


বিধানসভার অন্দরে বলতে না দেওয়ার অভিযোগে চলতি অধিবেশনে বারবার ওয়াকআউট করেছে বিজেপি। একাধিক দফতরের বাজেটের ওপর আলোচনায় অংশ নেয়নি। কিন্তু বিধানসভা আলোচনায় অংশ না নিয়ে, বারবার ওয়াকআউট করার এই সিদ্ধান্ত ঘিরে কি বিজেপির অন্দরেই মতভেদ রয়েছে? জল্পনা উস্কে দিলেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। চাকদার বিজেপি বিধায়ক বলছেন, "আমার ব্যক্তিগত অভিমত যেটা হচ্ছে যে এই যে স্বাস্থ্য দফতর নিয়ে যে আলোচনা বাজেটের ওপর হল বা শিক্ষা নিয়ে হল, সেই জায়গাটায় আমরা থাকতে পারলাম না। আমরা বয়কট করে বেরিয়ে এলাম। এটা মনে হয় আমাদের একটা ভুলই হয়েছে।''


২০০১ সাল থেকে টানা দশ বছর সিপিএমের বিধায়ক ছিলেন তিনি। শেষ বাম সরকারে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে বিজেপির প্রতীকে চাকদা থেকে জয়ী হন বঙ্কিম। বর্তমানে বিজেপির পরিষদীয় কাজকর্মে যথেষ্ট সক্রিয় তিনি। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত।ব সেই তাঁর গলাতেই দলের বারবার ওয়াকআউট করার সিদ্ধান্ত নিয়ে ভিন্ন সুর। বঙ্কিম ঘোষ বলেন, "সরকার যে ভূমিকা নেয় সেই ভূমিকার জন্য আমাদেরও, সরকার আমাদের ট্র্যাপে ফেলে দেয়। সেই ট্র্যাপে আমরা কখনও কখনও পা দিয়ে ফেলি। কিন্তু আমার মনে হয় আগামীদিনে এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আমার মনে হয় আগামীদিনে বিরোধী দলনেতাকে আমাদের যে বাজেটের সেশন টাইমটুকু এবং বিধানসভার যে টাইমটুকু আছে সেই টাইমটুকু রাজ্যের মানুষের জন্য আমাদের বলতে হবে।''                    


তবে বিধায়কের বক্তব্যকে বেসুরো মানতে নারাজ শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলছেন, "বলতে দেয় না, এক্সপাঞ্জ করে দেয়। বলতেই দেয় না এক্সপাঞ্জ করে দেয়। প্রত্যেকদিনই আমাদের লোকরা থাকে। বলতে দেয় নাকি কাউকে? বিরোধী দলনেতাকে ৯ মাস বাইরে রেখে বিধানসভা চলছে। ওটা যদি ভুল হয়, তাহলে প্রতিবাদটাও তো ভুল। ওটা যদি ঠিক হয়, প্রতিবাদটাও ঠিক।'' বঙ্কিম ঘোষের সঙ্গে কথা বলা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, "না প্রয়োজন নেই। উনি আমাদের ডেডিকেটেড। কালকেও ছিলেন বারুইপুরে।''