কলকাতা : জে পি নাড্ডার (JP Nadda) বঙ্গসফরের মধ্যেই ফের মাথাচাড়া দিল বঙ্গভঙ্গের দাবি! আবার বাংলা ভাগের দাবিতে সরব হলেন উত্তরবঙ্গের এক বিজেপি  (BJP) বিধায়ক। আলাদা রাঢ়বঙ্গের দাবিতে অনড় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও।


বাংলা ভাগের দাবি


বৃহস্পতিবার নিউটাউনের হোটেলে বিজেপির বিধায়ক-সাংসদদের সঙ্গে বৈঠক করেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেখানে ঢোকার মুখে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বাংলা ভাগের দাবি তোলেন।  তিনি বলেছেন, 'যেভাবে হোক রাজ্য ভাগ করে দেখাব, তরিকা ক্যায়া হ্যায় পাতা নেহি হ্যায়। বাংলা বুঝি না। আমরা আলাদা রাজ্য চাই। মুখ্যমন্ত্রী বলেছেন রক্ত দেবো কিন্তু বাংলা ভাগ হতে দেব না, ওঁনাকে বলব কোনও রোগীর প্রয়োজনে রক্ত বাঁচিয়ে রাখুন, আমরা ঠিক বঙ্গভঙ্গ করে নেবো।'


বিজেপিতেই বিরোধ


কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বাংলা ভাগের কথা বললেও অন্য সুর শোনা গিয়েছে দার্জিলিং বা রায়গঞ্জের বিজেপি সাংসদদের মুখে। দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত বলেছেন, 'ভারতীয় জনতা পার্টি সংকল্পে এরকম কিছু নেই। আমরা শুধু চাই পাহাড়ের সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান'। পাশাপাশি রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী বলেছেন, 'একেক নেতা একে রাজ্যের কথা বলছেন। আমরা অখণ্ড বঙ্গের পক্ষে। রাজ্য ভাগের পক্ষে নেই। আমার সামনে কেউ দাবি করেনি।'


বাংলা ভাগ ইস্যুতে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতেই বঙ্গ বিজেপির এই ফাটল প্রসঙ্গে আক্রমণ শানিয়েছে তৃণমূলও। সাংসদ সৌগত রায় বলেছেন, 'বিজেপির মনে আসলে কী রয়েছে, সেটা বেরিয়ে আসছে। মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, রক্ত দেব কিন্তু রাজ্য ভাগ হতে দেব না।'


বিজেপির বঙ্গভঙ্গের দাবি প্রথম নয়


অতীতে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণার দাবি করেছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। তাঁকে সমর্থন করেছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। উত্তরবঙ্গকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণার দাবি করেছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এবার জে পি নাড্ডার বাংলা সফরের মধ্যে ফের মাথাচাড়া দিল সেই বাংলা ভাগ-বিতর্ক। 


আরও পড়ুন- 'ক্ষমতার অপব্যবহার', আদালতে অভিযোগ রোদ্দুর রায়ের আইনজীবীর