সুনীত হালদার, হাওড়া: প্রাথমিক স্কুলে (Primary School) চাকরি (Job) দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উদয়নারায়ণপুরের (Udaynarayanpur) এক বিজেপি (BJP) নেতার বিরুদ্ধে। সুমিতরঞ্জন কাড়ার নামে ওই বিজেপি নেতা গত বিধানসভা নির্বাচনে উদয়নারায়ণপুরের বিজেপির প্রার্থী ছিলেন। বারবার দরবার করেও চাকরিপ্রার্থীরা হাতে চাকরি অথবা টাকা না পেয়ে রবিবার দুপুরে বিক্ষোভ দেখায় উদয়নারায়ণপুরের সোনাতলায়। 


তারা উদয়নারায়নপুর আমতা রোড অবরোধ করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদয়নারায়ণপুরের বিজেপি নেতা সুমিতরঞ্জন কাড়ার স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং কারিগরি শিক্ষা ইনস্টিটিউট চালান। এলাকার বেশ কিছু বেকার যুবক-যুবতীর থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রাথমিক স্কুলে তাদের চাকরি দেবে বলে টোপ দেন বলে অভিযোগ। 


আরও পড়ুন, মেডিকেল কলেজের ছাদে নামবে হেলিকপ্টার! নয়া সেন্টার তৈরি হচ্ছে শতাব্দীপ্রাচীন বিল্ডিং ভেঙে


এও বলা হয়, ২০১৫-১৬ সাল থেকে ওইসব যুবকরা তাঁকে নগদে তিন থেকে ছয় লক্ষ টাকা দেয় বলে অভিযোগ। কিন্তু বার বার বলা সত্ত্বেও চাকরি না পাওয়ায় ওইসব যুবক যুবতীরা টাকা ফেরত চান। সুমিতরঞ্জন কাড়ার তাঁদের টাকা চেকে ফেরত দেন। কিন্তু পরে সেই চেক বাউন্স করে। এরপর ওইসব যুবক-যুবতীরা আজ হাতে পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হন।                                                                                             


তারা বেশ কিছুক্ষণ উদয়নারায়নপুর আমতা রোড অবরোধ করেন। যদিও অভিযুক্ত ওই নেতা তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন প্রাথমিকে চাকরি দেওয়ার নামে কারও থেকে তিনি টাকা নেননি। তাঁর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে তৃণমূল চক্রান্ত করেছে।