আবির দত্ত, কলকাতা : খাস কলকাতায় ( Kolkata News ) বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল বিজেপি ( BJP ) নেতার বাড়ির একাংশ। অভিযোগের তির স্থানীয় তৃণমূল বিধায়ক ( TMC MLA ) ও কাউন্সিলরের দিকে। গতকাল উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের ( Sunil Singh ) বাড়ির একতলায় দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয় পুরসভা।
সুনীল সিং বিজেপির ( BJP ) জেলা কমিটির সদস্য ও শ্যামপুকুর বিধানসভার প্রাক্তন আহ্বায়ক। বিজেপি নেতার অভিযোগ, ভোট-পরবর্তী হিংসা নিয়ে সরব হওয়াতেই তাঁর বাড়ি-দোকান ভাঙা হয়েছে। শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক শশী পাঁজা এ নিয়ে মন্তব্য করতে চাননি। ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করে ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়ের দাবি, বেআইনি বলেই পুরসভা ওই অংশ ভেঙে দিয়েছে।
সুনীল সিং-এর অভিযোগ, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বৃদ্ধ বাবা ডায়ালিসিসের রোগী। বাড়িতে বুলডোজার চালানোর আগে কোনও নোটিসও দেখানো হয়নি। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বিজেপি নেতার দাবি, সেখানে আরও অনেক দোকান-পাট আছে। সেই সব দোকানের উপর তো বুলডোজার চলেনি, তাহলে তিনি বিজেপি করেন বলেই কি এই ঘটনা ঘটল? পুলিশে অভিযোগ করেও লাভ হয়নি বলে ক্ষোভ বিজেপি নেতার ।
স্থানীয় এক যুব তৃণমূল নেতা জানিয়েছেন, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতার দাবি, পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি। এলাকায় অন্য দোকান রয়েছে। সেই ক্ষেত্রে তো কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তাহলে সুনীল সিংয়ের বাড়িতেই কেন চলল বুলডোজার ? BJP করেন বলেই ? প্রশ্ন তুলেছেন বিজেপির স্থানীয় এক নেতা।
২০২২ সালে ‘বুলডোজার রাজনীতি’ দেখা যায় উত্তরপ্রদেশে। যোগী আদিত্যনাথের সরকার বিক্ষোভকারীদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় । বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর যখন উত্তরপ্রদেশের একাধিক জায়গায় হিংসা ছড়ায়, তখনও সরকারের তরফে বুলডোজার চালানোর হুমকি দেওয়া হয়। অশান্তির আগুন ছড়িয়ে ছিল উত্তরপ্রদেশের সাহারানপুর,কানপুর, প্রয়াগরাজ সহ বিভিন্ন জায়গায়। সেইসময় হিংসা ছড়ানোর সঙ্গে যুক্ত বলে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের সম্পত্তি ধ্বংস করার কাজ শুরু করে যোগী সরকার, এমনটাই অভিযোগ উঠেছিল। যদিও শুধুমাত্র বেআইনিভাবে নির্মাণই ভাঙা হয় বলে দাবি করে যোগী প্রশাসন। বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।
আরো পড়ুন :