উজ্জ্বল মুখোপাধ্যায়, ধূপগুড়ি : এবার উত্তরবঙ্গেও (North Bengal) ফুটল ঘাসফুল। বিজেপির (BJP) হাতে থাকা ধূপগুড়ি আসনটি উপনির্বাচনে ছিনিয়ে নিল তৃণমূল (TMC)। শক্তঘাঁটি উত্তরবঙ্গেও কি তাহলে আলগা হচ্ছে গেরুয়া শিবিরের রাশ ? ২০২৪-এর লোকসভা ভোটের আগে এটা কি বিজেপির পক্ষে অশনি সংকেত ? উঠছে প্রশ্ন।
উত্তরবঙ্গে নিজেদের শক্তঘাঁটিতেই হারতে হল বিজেপিকে। উপনির্বাচনে এবার ধূপগুড়ি বিধানসভা (Dhupguri Bypoll) আসনটিও বিজেপির থেকে ছিনিয়ে নিল তৃণমূল। কাজে এল না পুলওয়ামায় শহিদ জওয়ানের স্ত্রীকে প্রার্থী করে জাতীয় আবেগকে উস্কে দেওয়ার বিজেপির রণকৌশল। অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানোর পরও রাজবংশী ভোট পুরোপুরি টানতে ব্যর্থ হল গেরুয়া শিবির।
আর তারপরই প্রশ্ন উঠে গেল, উত্তরবঙ্গের যে মাটিতে ২০১৯-এর লোকসভা ভোট (Lok Sabha Election) থেকে বিজেপি নিজের ভিত ক্রমশ শক্ত করছিল, তা কি এবার আলগা হতে বসেছে ? এর আগে ২০২২-এর ডিসেম্বরে রাজ্যের শতাধিক পুরসভার নির্বাচন ও মাস কয়েক আগে শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচন হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের অধীনে। তাতে একটি পুরসভাও দখল করতে পারেনি গেরুয়া শিবির। একাধিক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে জিতলেও, একটিও জেলা পরিষদ গঠন করতে পারেনি বিজেপি।
যদিও প্রথমে পুরসভা ও পরে পঞ্চায়েত ভোটে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও তৃণমূলের বিরুদ্ধে ব্য়াপক সন্ত্রাসের অভিযোগ বারবার তুলেছে বিজেপি। কিন্তু ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন হয় জাতীয় নির্বাচন কমিশনের অধীনে। ভোটের নিরাপত্তায় শুধু কেন্দ্রীয় বাহিনীই (Central force) মোতায়েন করা হয় ৩০ কোম্পানি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় ধুপগুড়ি। এতকিছু পরও নিজেদের আসন উপনির্বাচনে ধরে রাখতে পারল না গেরুয়া শিবির।
কিন্তু, গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ফল চমকে দিয়েছিল সকলকে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত, উত্তরবঙ্গের মোট আটটি আসনের মধ্যে সাতটিতেই জয়ী হয়েছিল গেরুয়া শিবির। তৃণমূল উত্তরবঙ্গ থেকে একটি আসনেও জিততে পারেনি। গত লোকসভা ভোটের ফলের নিরিখে জলপাইগুড়ি জেলার ৭টি বিধানসভা আসনের মধ্যে ৬টিতেই এগিয়ে ছিল বিজেপি। তারমধ্যে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর এগিয়ে থাকার ব্যবধান ছিল ১৭ হাজার ৭৬৬ ভোট। ২০২১-এর বিধানসভা ভোটে সেই ব্যবধান কমলেও ধূপগুড়িতে তৃণমূলের মিতালি রায়কে ৪ হাজার ৩৫৫ ভোটে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। যাঁর মৃত্যুতে উপনির্বাচন হল ধূপগুড়িতে! যেখানে ২০১৬-য় জেতা আসন পুনরুদ্ধার করল তৃণমূল।
আরও পড়ুন- অভিষেকের মহকুমা-ঘোষণা ফ্যাক্টর ? ধূপগুড়ি হারিয়ে উত্তর খুঁজছে বিজেপি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন