কলকাতা: ফের জনসাধারণের জন্য ছাড়া হচ্ছে ওয়ান ডে বিশ্বকাপের টিকিট। আজ, শুক্রবার, রাত ৮টায় অনলাইনে কেনা যাবে টিকিট। আইসিসি থেকে জানানো হয়েছে, আরও ৪ লক্ষ টিকিট সাধারণ মানুষের জন্য বিক্রি করা হবে। তবে বুকিং করতে বসে কী করবেন আর কী করবেন না, তা নিয়ে নির্দেশিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।


ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, একজন ব্যক্তি ভারতের কোনও ম্যাচের সর্বোচ্চ ২টি টিকিট কাটতে পারবেন। তবে ভারত ছাড়া অন্য কোনও দেশের ম্যাচের ক্ষেত্রে একজন সর্বোচ্চ ৪টি টিকিট কাটতে পারবেন। 


বলা হয়েছে, আসন নির্বাচনের পাতায় গিয়ে দ্রুত বেছে নিতে। যাতে কোনও সময় নষ্ট না হয়। কীভাবে টাকা মেটাবেন, সেটাও আগে থেকে ঠিক করে রাখতে বলা হয়েছে। অর্থাৎ, ডেবিট কার্ড হোক বা ক্রেডিট কার্ড, বা কোনও UPI, আগে থেকে ঠিক করে রাখুন কীভাবে টিকিটের দাম দেবেন। যাতে সময় নষ্ট না হয়। প্রয়োজনে আগে থেকে সমস্ত বিবরণ সেভ করে রাখা যেতে পারে। সেই সঙ্গে বলা হয়েছে, পছন্দের আসন না পেলে সময় নষ্ট না করে বিকল্প সিট বেছে নিতে হবে।


টিকিট কাটতে ক্লিক করুন এই লিঙ্কে


ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই প্রবল চাহিদা। নিমেশে সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। অনেকেই অভিযোগ করছেন যে, অনলাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পাননি।


এই পরিস্থিতিতে সাধারণ ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে বড় পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বুধবার ঘোষণা করা হয়েছিল, বিশ্বকাপের জন্য আরও ৪ লক্ষ টিকিট বিক্রি করা হবে। ৮ সেপ্টেম্বর রাত ৮টায় পাওয়া যাবে আরও ৪ লক্ষ টিকিট।


বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্য সংস্থাগুলির সঙ্গে আলোচনা করার পর নতুন করে আরও চার লক্ষ টিকিট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বেশি সমর্থককে মাঠে বসে এই প্রতিযোগিতা দেখার সুযোগ করে দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত। শুধু ভারত নয়, গোটা বিশ্বের সমর্থকেরাই টিকিট কাটতে পারবেন।


 



বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার, অর্থাৎ ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে আবার টিকিট বিক্রি শুরু হবে। ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে নির্দিষ্ট বিকল্পে গিয়ে নির্বাচন করলেই আবার নতুন করে টিকিট কাটতে পারবেন সমর্থকেরা। তবে কোন ম্যাচের জন্যে কত সংখ্যক টিকিট ছাড়া হবে তা খোলসা করে জানায়নি বোর্ড। 


আরও পড়ুন: ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্তিনাকে জেতাল মেসির ম্যাজিক ফ্রি-কিক, ভিডিও ভাইরাল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial