কলকাতা : কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশের পর বৃহস্পতিবার বিকেলেই, ১৮৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। অন্যদিকে, দিনকয়েক আগেই নতুন করে বিতর্কে জড়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Primary Education)। আদালতের (Calcutta High Court) নির্দেশে ২০১৪ টেট উত্তীর্ণ প্যানেলভুক্তদের ব্রেক আপ প্রকাশ করতে গিয়ে দেখা যায়, পূর্ণ মানের চেয়েও বেশি পেয়েছেন বহু ছাত্রছাত্রী । এই বিতর্কের আবহেই সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্ট ঘিরে নতুন করে সমস্যায় পড়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আসন্ন TET পরীক্ষার জন্য এক পরীক্ষার্থীর নাকি সিট পড়েছে পাকিস্তানের লাহোরের ইউনাভার্সিটি অফ পাঞ্জাবে। এই ইস্যুতেই এবার বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন।
কী বলছে WBBPE ?
আগামী ১১ ডিসেম্বর রবিবার, দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত হবে TET। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরুলিয়ার রমেশ মুদি (জনৈক গগন মুদির সন্তান) নামে একজনের জাল, সুপার ইমপোজ করা একটি অ্যাডমিট কার্ড বৈদ্যুতিন মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্ভবত TET-2022 পরীক্ষায় বিশৃঙ্খলা পাকানোর লক্ষ্যে এবং নির্দিষ্টভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও বৃহত্তর অর্থে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরকে কালিমালিপ্ত করার জন্য এমনটা করা হয়েছে। এই পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সতর্ক করে দিয়ে বলে, ভবিষ্যতে যদি এভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, একের পর এক ঘটনায় সমস্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Primary Education)। ২০১৪ টেট (TET) উত্তীর্ণ যাঁরা প্যানেলভুক্ত হয়েছিলেন তাঁদের প্রত্যেকের নম্বরের ব্রেক আপ প্রকাশ করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনে সম্প্রতি সংশ্লিষ্টদের নম্বরের ব্রেক আপ প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যাঁরা চাকরি পেয়েছেন, তাঁরা কোন কোন ক্ষেত্রে অর্থাৎ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক স্তর, ট্রেনিং, ইন্টারভিউতে কত নম্বর পেয়েছেন, তার বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়। উচ্চ মাধ্যমিকে ১০ শতাংশের মধ্যে ১০ পেয়েছেন, কেউ আবার ১০.৯ শতাংশ নম্বর পেয়েছেন। অর্থাৎ পূর্ণ মানের চেয়েও বেশি পেয়ে গিয়েছেন বহু ছাত্রছাত্রী। কিন্তু উচ্চ মাধ্যমিকের ইতিহাসে পুরো নম্বর বা পূর্ণ মানের চেয়ে বেশি নম্বর পাওয়ার রেকর্ড নেই। এই নম্বর নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। ভুল মেনে নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন ; প্রাইমারি টেটে কেমন হবে প্রশ্ন? নেগেটিভ মার্কিং থাকবে ? রইল খুঁটিনাটি