২০২৫ শিক্ষাবর্ষের জন্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং টিচার্স ডায়েরি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। তাতে একগুচ্ছ নিয়মের উল্লেখ করা হয়েছে ক্লাসের সময়, প্রার্থনা সময়, শিক্ষকদের হাজিরার সময় নিয়ে। এছাড়াও পরীক্ষা, সারা বছরে কতদিন ক্লাস হবে, কতদিন ছুটি, পরীক্ষার জন্য কত সময় বরাদ্দ থাকবে , তা নিয়েও কয়েক দফা নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নোটিস অনুসারে, এখন থেকে সব শিক্ষক শিক্ষিকাদের স্কুলে পৌঁছতে হবে সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে । তারপর সময় মেনে করতে হবে প্রার্থনা। তা শুরু করতে হবে ১০টা ৪০ মিনিটে। এর থেকে দেরি করা যাবে না। প্রতিদিন ৮ টি করে পিরিওড হবে। টিফিনের আগে ৪ টি ও পরে ৪ টি পিরিওড হবে। টিফিনের আগের ক্লাসগুলি ৪০ মিনিট করে , পরের ক্লাসগুলি ৩৫ মিনিট করে হবে। আর পুরো স্কুলের সময় সকাল ১০ টা ৪০ থেকে ৪টে ৩০ পর্যন্ত। ক্লাস সিক্স থেকে এইটের স্টুডেন্টদের জন্য এক বছরে অন্ততপক্ষে হাজার ঘণ্টা ক্লাস করাতে হবে।
সকাল ১০ টা ৩৫ এর মধ্যেই প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক ও অশিক্ষক কর্মীদের স্কুলে আসতে হবে। সকাল ১০ টা ৪০ মিনিটের পর যদি কেউ পৌঁছান, তাহলে ‘লেট মার্ক’ দেওয়া হবে। বেলা সওয়া ১১টা ১৫ র পরে ঢুকলে তাঁদের অনুপস্থিত হিসেবে ধরা হবে। শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কেউই স্কুল থেকে বিকেল সাড়ে ৪টের আগে বেরোতে পারবেন না। প্রধানশিক্ষককে একটি রেজিস্টার রাখতে হবে, তাতে প্রতি শিক্ষক ও অশিক্ষক দের ঢোকা ও বেরোনোর সময় , সই-সহ নথিভুক্ত থাকবে। পড়ুয়ারা যাতে ক্লাসে উত্তীর্ণ হওয়ার পর সরকারি বই স্কুলে ফেরত দেন, তাও দেখতে হবে প্রধান শিক্ষককে।
এছাড়াও সব শিক্ষক ও অশিক্ষক কর্মীদের স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হবে। স্বাধীনতা দিবস , প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ আবশ্যক। এছাড়া নির্দেশিকায় বলা হয়েছে যে, পড়ুয়ারা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। সেইসঙ্গে শিক্ষকদেরও অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন ক্লাস চলাকালীন মোবাইল ফোন ব্যবহার না করেন।
আরও পড়ুন : চাকরির যোগ কন্যার, লাভের পর লাভ সিংহর, আপনার ২০২৫ কেমন ? ( সিংহ থেকে বৃশ্চিক )