WB Budget 2024 LIVE: ২০২৪-’২৫ অর্থবর্ষে ৩ লক্ষ ৬৬ হাজার ১১৬ কোটি টাকা বরাদ্দ রাজ্যের
West Bengal Budget 2024 Live Updates: পশ্চিমবঙ্গ সরকারের বাজেট, প্রতি মুহূর্তের আপডেট জানুন সরাসরি।
২০২৪-’২৫ অর্থবর্ষের জন্য ৩ লক্ষ ৬৬ হাজার ১১৬ কোটি টাকা বরাদ্দ রাজ্যের, জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য।
সরকারি দফতরে শূন্যপদ নিয়োগে জরুরি ভিত্তিতে ব্যবস্থা। ৫ লাখ চাকরির ঘোষণা।
রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা ১০ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ।
এক লাখ ৫০ হাজারেরও বেশি সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ , গ্রিন পুলিশের জন্য আরও একহাজার টাকা বৃদ্ধি।
আলুচাষিদের সহায়তা, শস্য বিমার প্রিমিয়াম সরকার সম্পূর্ণ ভাবে বহন করবে। অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ তার জন্য।
কেন্দ্র আমাদের ন্য়ায্য় অধিকারকে প্রত্য়াখ্য়ান করেছে। ১০০ দিনের কাজের টাকা আটকে রেখে প্রধানমন্ত্রী রাজ্য়ের জনগণকে প্রাপ্য় অর্থ থেকে বঞ্চিত করেছেন: চন্দ্রিমা।
বিধানসভা বাজেট পেশের আগে রাজ্য সঙ্গীত, পাল্টা জাতীয় সঙ্গীত বিজেপি-র। জাতীয় সঙ্গীতকে অপমান করার অভিযোগে বিজেপি-কে আক্রমণে মুখ্যমন্ত্রী।
১০০ দিনের প্রকল্পে রাজ্যের পাওনা দিচ্ছে না কেন্দ্র। বাংলায় বেকারত্বের হার দেশের চেয়ে ৩ শতাংশ কম: চন্দ্রিমা।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে ১২০০। ভোটের মুখে রাজ্য বাজেটে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। লক্ষ্মীর ভাণ্ডারের নতুন ভাতা এপ্রিল থেকে কার্যকর, হাতে মিলবে মে মাসে।
'বছরে ২ মাসের জন্য মৎস্যজীবীদের মাসে ৫ হাজার টাকা ভাতা', ঘোষণা রাজ্যের বাজেটে।
'কেন বাজেট পড়তে দেওয়া হচ্ছে না, তাহলে কী ভয় পাচ্ছেন? বাজেট পেশ করতে না দিলে সাংবাদিক বৈঠক করতে দেব না',
হইচই বন্ধ না করায় বিজেপি বিধায়কদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ।
বিধানসভায় বাজেট পেশ করার সময় বিজেপির তীব্র প্রতিবাদ। এটা পার্টি অফিস নয়, এটা বিধানসভা, বিজেপি-কে আক্রমণে মুখ্যমন্ত্রী। "এরা বাংলার ভাল চায় না", বিজেপিকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী। "চোর সরকার নিপাত যাক", জয় শ্রীরাম স্লোগান তুলে বিজেপির হইচই।
সিভিক ভলান্টিয়ার, ভিলেজ, গ্রিন পুলিশের ভাতা বাড়ল হাজার টাকা। বছরে ৫০ দিনের কাজ, রাজ্য সরকারের নতুন প্রকল্প 'কর্মশ্রী'। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন প্রকল্প 'কর্মশ্রী'।
আরও ৪ শতাংশ হারে বাড়ল মহার্ঘভাতা। রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর। বিধানসভার বাজেট অধিবেশনে মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা হল।
'বাংলায় বেকারত্বের হার দেশের চেয়ে ৩ শতাংশ কম', বললেন চন্দ্রিমা।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০। জনজাতি মহিলাদের জন্য ভাতা হাজার থেকে বেড়ে ১২০০। বাংলায় বেকারত্বের হার দেশের চেয়ে ৩ শতাংশ কম: চন্দ্রিমা।
সামনে লোকসভা নির্বাচন। তার আগে বৃহস্পতিবার রাজ্যের বাজেট। বিধানসভায় বাজেট পেশ করতে চলেছেন চন্দ্রিমা ভচট্টাচার্য।
প্রেক্ষাপট
কলকাতা: সামনে লোকসভা নির্বাচন। তার আগে রাজ্য বিধানসভায় বাজেট পেশ (WB Budget 2024)। বাজেট পেশ করতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তিনিই বাজেট পেশ করতে চলেছেন। এই বাজেট অধিবেশনে থাকতেই দিল্লিযাত্রা বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা নির্বাচনের আগে, রাজ্যবাসীর জন্য কী উপহার আনতে চলেছে মমতা সরকার, সেদিকে তাকিয়ে সকলে। (West Bengal Budget 2024 Live Updates)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -