West Bengal By Election 2024 : নৈহাটিতে চলছে ভোট, ভাটপাড়ায় চলল গুলি, বিক্ষিপ্ত অশান্তির খবর জেলায় জেলায়

কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও  বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন আজ ।

ABP Ananda Last Updated: 13 Nov 2024 02:14 PM
By Election News Live : বিধানসভা উপনির্বাচনে প্রথম ৬ ঘণ্টায় ৬ কেন্দ্রে ভোট পড়ল ৪৬%

নির্বাচন কমিশনের হিসাব অনুসারে বিধানসভা উপনির্বাচনে প্রথম ৬ ঘণ্টায় ৬ কেন্দ্রে ভোট পড়ল ৪৬%
সিতাইয়ে ভোট পড়েছে ৪৫%
মাদারিহাটে ভোট পড়েছে ৪৬%
নৈহাটিতে ভোট পড়েছে ৪০%
হাড়োয়াতে ভোট পড়েছে ৪৭%
মেদিনীপুরে ভোট পড়েছে ৪৬%
তালডাংরায় ভোট পড়েছে ৪৮%

WB News Live : মাদারিহাটে বুথে বিজেপিকে বসতে বাধা দেওয়ার অভিযোগ

মাদারিহাটে বুথে বিজেপিকে বসতে বাধা দেওয়ার অভিযোগ
খবর পেয়েই রায়পাড়ার বুথে বিজেপি প্রার্থী, পুলিশের সঙ্গে বচসা

Byelection News : তৃণমূলের বিরুদ্ধে ইভিএম-এর বোতামে টেপ লাগানোর অভিযোগ

ইভিএম-এর ১-২নং বোতামে টেপ লাগিয়ে প্রার্থীর নাম ও প্রতীক চিহ্ন ঢেকে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ইভিএম-এর বোতামে টেপ লাগানোর অভিযোগ । অভিযোগ সিতাইয়ের বিজেপি প্রার্থী দীপক কুমারের । অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পোলিং এজেন্ট । 'ইভিএমে টেপ লাগানো ছিল না'। জেলা প্রশাসন থেকে খোঁজ নিয়ে জানাল নির্বাচন কমিশন । 

By Election Poll Percentage : উপনির্বাচনে প্রথম ৪ ঘণ্টায় ৬ কেন্দ্রে ভোট পড়ল ৩০ শতাংশ

নির্বাচন কমিশনের হিসাব অনুসারে বিধানসভা উপনির্বাচনে প্রথম ৪ ঘণ্টায় ৬ কেন্দ্রে ভোট পড়ল ৩০ শতাংশ।
সিতাইয়ে ভোট পড়েছে ২৯%
মাদারিহাটে ভোট পড়েছে ৩২%
নৈহাটিতে ভোট পড়েছে ২৫%
হাড়োয়াতে ভোট পড়েছে ৩১%
মেদিনীপুরে ভোট পড়েছে ৩০%
তালডাংরায় ভোট পড়েছে ৩২%

By Election News Live : হাড়োয়ায় ফের আক্রান্ত ISF, এজেন্টকে মার।

হাড়োয়ায় ফের আক্রান্ত ISF, এজেন্টকে মার। বুথের মধ্যেই ISF এজেন্টের উপরে হামলার অভিযোগ। 'দেগঙ্গার হাদিবপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুথে হামলা'। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ISF-এর 

WB News Live : মাদারিহাটে বুথে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, গাড়ি ভাঙচুর

মাদারিহাটে বুথে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, গাড়ি ভাঙচুর
বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর
চা-বাগানের শ্রমিকদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী
সারা বছর কেন দেখা মেলে না? অভিযোগ চা-বাগানকর্মীদের

Bhatpara Shootout : গুলিকাণ্ডের পিছনে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব? চাঞ্চল্যকর অভিযোগ মৃতের পরিবারের

নৈহাটিতে ভোট চলাকালীন, পাশের ভাটপাড়ায় গুলি। তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি নিহত। ছোড়া হল বোমা, আহত বেশ কয়েকজন। চায়ের দোকানে ঢুকে গুলি-বোমা বেপরোয়া দুষ্কৃতীদের। গুলিকাণ্ডের পিছনে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব? চাঞ্চল্যকর অভিযোগ মৃতের পরিবারের। 

Jagaddal Firing : গুলিতে নিহত তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ

নৈহাটিতে চলছে ভোট, ভাটপাড়ায় চলল গুলি। গুলিতে নিহত তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি অশোক সাউ। 

WB News Live : হুমকির অভিযোগ, হাড়োয়ায় বিভিন্ন জায়গায় আটকে ISF এজেন্টরা

শাসক দলের বিরুদ্ধে হুমকির অভিযোগ। ভোট শুরুর ২ ঘণ্টা বাদে হাড়োয়ায় বিভিন্ন জায়গায় আটকে আইএসএফ এজেন্টরা। আইএসএফ রাজ্য সভাপতির আর্জিতে মিলল পুলিশি পাহারা। 

West Bengal Bypoll 2024 : নৈহাটিতে চলছে ভোট, ভাটপাড়ায় চলল গুলি

নৈহাটিতে চলছে ভোট, ভাটপাড়ায় চলল গুলি। গুলিতে জখম তৃণমূলের ওয়ার্ড সভাপতি অশোক সাউ। জখম ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি। দোকানে ঢুকে গুলি চালায় বেপরোয়া দুষ্কৃতীরা। এলোপাথাড়ি বোমাও ছোড়ার অভিযোগ স্থানীয়দের

WB News Live : রাতের অন্ধকারে পুলিশ নেতাদের তুলে নিয়ে যাচ্ছে, চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির

রাতের অন্ধকারে পুলিশ এসে তাঁদের নেতাদের তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ বিজেপির। মেদিনীপুর শহরের ১ নং মন্ডলের সাধারণ সম্পাদক বিনোদ হাতি কে পুলিশ সকালে তুলে নিয়ে যায় বলে অভিযোগ

WB News Live : ভোট বলে বন্ধ বড়মা দর্শন! কিন্তু পুজো দিলেন তৃণমূল প্রার্থী I বেরোতেই ভক্তদের তীব্র বিক্ষোভ

ভোট বলে বন্ধ বড়মা দর্শন! কিন্তু পুজো দিলেন তৃণমূল প্রার্থী I বেরোতেই ভক্তদের তীব্র বিক্ষোভ

WB News Live : তালডাংরায় ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যেই তৃণমূল প্রার্থীর ছবি দেওয়া স্লিপ বিলি !

তালডাংরা বিধানসভার পাঁচমুড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের ১২১ নম্বর বুথ। ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যেই তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর ছবি দেওয়া স্লিপ বিলি করতে দেখা যায় দলীয় কর্মীদের। ক্যামেরা দেখে এলাকা ছাড়েন তাঁরা। বুথের ১০০ মিটারের মধ্যে স্লিপ বিলি করা হচ্ছিল না, বলে দাবি করেন তৃণমূল কর্মীরা।

WB News Live : মেদিনীপুরে পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতা, কর্মীদের ধরপাকড়ের অভিযোগ

মেদিনীপুরে পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতা, কর্মীদের ধরপাকড়ের অভিযোগ উঠল। বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের অভিযোগ, আজ সকালে ক্যাম্প অফিস থেকে তুলে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর শহর ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বিনোদ হাতিকে। এছাড়াও মেদিনীপুর বিধানসভা এলাকা থেকে একাধিক বিজেপি নেতা, কর্মীকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী। 

WB News Live : নৈহাটিতে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নৈহাটিতে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

WB News Live : 'গ্রামীণ এলাকায় ধরপাকড় চালাচ্ছে পুলিশ', হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর 

মেদিনীপুরে উপনির্বাচনের আগে ধরপাকড়ের অভিযোগ শুভেন্দু অধিকারীর। পুলিশের বিরুদ্ধে বেআইনি ধরপাকড়ের অভিযোগ বিরোধী দলনেতার
'গ্রামীণ এলাকায় ধরপাকড় চালাচ্ছে পুলিশ', হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর 

WB Election News : কোন কেন্দ্রে কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে ?

আলিপুরদুয়ারের মাদারিহাটেও ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। 
উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৩ কোম্পানি
এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্রে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।
মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তালডাংরা বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ২২ কোম্পানি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।

WB By Election 2024 : ৬ কেন্দ্রে উপনির্বাচন, মোতায়েন ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

মাদারিহাট, সিতাই, মেদিনীপুর, তালডাংরা, নৈহাটি, হাড়োয়া। আজ ৬ কেন্দ্রে উপনির্বাচন। মোতায়েন ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চলছে নাকা চেকিং। 

WB Bypoll 2024 Live : বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে বাইক বাহিনী' অভিযোগ শুভেন্দু অধিকারীর

ভোটের আগের রাতে সিতাইয়ে বাইক বাহিনীর দৌরাত্ম্যের অভিযোগ
'বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে বাইক বাহিনী'
এক্স হ্যান্ডলে ভিডিও পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারীর

WB Bypoll 2024 Live : বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে বাইক বাহিনী' অভিযোগ শুভেন্দু অধিকারীর

ভোটের আগের রাতে সিতাইয়ে বাইক বাহিনীর দৌরাত্ম্যের অভিযোগ
'বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে বাইক বাহিনী'
এক্স হ্যান্ডলে ভিডিও পোস্ট করে অভিযোগ শুভেন্দু অধিকারীর

প্রেক্ষাপট

আজ ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। মোতায়েন থাকছে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও  বাঁকুড়া এই পাঁচটি জেলার ৬টি কেন্দ্রে উপ নির্বাচন হবে। এরমধ্য়ে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে মোতায়েন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আলিপুরদুয়ারের মাদারিহাটেও ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীই মোতায়েন রয়েছে। 


উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রে ১৩ কোম্পানি এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্র ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং তালডাংরা বিধানসভা কেন্দ্রে সর্বোচ্চ ২২ কোম্পানি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এই ছয় আসনের বিধায়কেরা গত লোকসভা নির্বাচনে সাংসদ হয়েছেন। তবে তাঁদের মধ্যে বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হন। হাড়োয়াতে উপনির্বাচন হলেও বসিরহাট লোকসভা আসনে এই দফায় ভোটগ্রহণ হচ্ছে না।


যে ৬টি বিধানসভা আসনে ভোট হচ্ছে তার মধ্য়ে গতবার ৫টিতে জিতেছিল তৃণমূল। মাদারিহাট ছিল বিজেপির দখলে। বাংলা ছাড়াও আজ একাধিক রাজ্য়ে উপ নির্বাচন রয়েছে। ১০টি রাজ্য়ের ৩১টি বিধানসভা আসনে উপ নির্বাচন হচ্ছে। সবচেয়ে বেশি রাজস্থানে ৭টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে তারপরই রয়েছে বাংলা।


অসমের ৫টি, বিহারের ৪টি, কর্ণাটকের ৩টি, মধ্য়প্রদেশের ২টি এবং ছত্তীসগঢ়, গুজরাত, কেরল এবং মেঘালয়ের একটি করে বিধানসভা আসনে ভোট হচ্ছে। কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রেও ভোট হচ্ছে। রাহুল গাঁধী রায়বরেলি এবং ওয়েনাড দুটি আসনেই জয়ী হন। তারপর রায়বরেলি রেখে ওয়েনাড ছেড়ে দেন তিনি। এই আসনে লড়ছেন প্রিয়ঙ্কা গাঁধী। এবারই প্রথমবার ভোটের লড়াইয়ে তিনি। বিজেপি এবং সিপিআই প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন প্রিয়ঙ্কা।


আজই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আজ ৪৩টি আসনে ভোটগ্রহণ হচ্ছে।  এখানে সরাসরি লড়াই বিজেপি নেতৃত্বাধীন NDA-র সঙ্গে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চার INDIA-র সঙ্গে।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.