West Bengal LIVE: ইসলামপুরে শ্যুটআউট, খুন তৃণমূল নেতা
West Bengal News Update : রাজ্যের প্রতি জেলার গুরুত্বপূর্ণ খবর একনজরে দেখতে চোখ রাখুন
NRS হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে এসে দালালের ফাঁদে পড়ে আড়াই হাজার টাকা খোয়ানোর অভিযোগ করলেন এক ব্যক্তি। ছেলের জন্য রক্তের খোঁজে হাসপাতালে আলাপ হওয়া ওই দালালকে ফোন করেন ঝাড়গ্রামের বাসিন্দা সনাতন কারক। অভিযোগ আড়াই হাজার টাকা দিলেও মেলেনি কোনও রক্ত। ঘটনার তদন্তে মুচিপাড়া থানা।
লোকসভা ভোটে যারা দলের সঙ্গে গদ্দারি করেছে, তারা ভাবছে- এবার নেতা হব, সে গুড়ে বালি। দল সব নজর রাখছে। বাঁকুড়ায় ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে কড়া বার্তা দিলেন তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি। দলীয় অন্তর্দ্বন্দ্ব নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
দীর্ঘদিন বাদে মতুয়া গড়ে কামব্যাক করল তৃণমূল। ২০১১-র ১৩ বছর পর ফের বনগাঁ লোকসভার অন্তর্গত বাগদায় ফুটল জোড়াফুল। ৩৩ হাজারের বেশি ভোটে জিতলেন মধুপর্ণা ঠাকুর। লোকসভা তৃণমূলের হয়ে পরাজিত হয়েছিলেন, এবার বিধানসভায় সাফল্যের মুখ দেখলেন রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী।
লোকসভার পর বিধানসভা নির্বাচনেও সবুজ ঝড়। ৪ বিধানসভা উপনির্বাচনেই জয় তৃণমূল কংগ্রেসের। প্রায় ৬৩ হাজার ভোটে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে হারিয়ে। মানিকতলায় জয়ী হয়েছেন প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। আর তারপরেই কল্যাণ চৌবের আবাসনে ৬৩টি রসগোল্লা পাঠালেন কুণাল ঘোষ।
জেলবন্দি প্রাক্তন মাওবাদী নেতার পিএইচডি-তে ভর্তি নিয়ে জট কাটছে। সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পিএইচডি-তে ভর্তির কাউন্সেলিং। বিজ্ঞপ্তি দিয়ে জানাল বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্ণব দাম সংক্রান্ত ৩টি বিষয় জানতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠিয়ে ৩টি বিষয়ে জানানো হয়েছে, জানালেন কারামন্ত্রী অখিল গিরি।
হাইকোর্টের নির্দেশে SSC-দুর্নীতিতে চাকরিহারা অঙ্কিতা অধিকারীকে দলীয় পদে বসাল তৃণমূল। কোচবিহারে তৃণমূলের জেলা সম্পাদক হলেন মেখলিগঞ্জের বিধায়ক ও প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। দলের নির্দেশ মেনে কাজ করব, প্রতিক্রিয়া অঙ্কিতার। SSC-দুর্নীতিতে প্রসঙ্গে খোঁচা দিয়েছে বিজেপি। বিজেপির বহু শীর্ষ নেতাই দুর্নীতিগ্রস্ত, পাল্টা দিয়েছে তৃণমূল।
ইসলামপুরে শ্যুটআউট, খুন তৃণমূল নেতা। জাতীয় সড়কের ধারে তৃণমূল নেতাকে গুলি করে খুন। কর্মীদের সঙ্গে কথা বলার সময় ২ তৃণমূল নেতাকে গুলি। ২ তৃণমূল নেতাকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি, নিহত ১। গুলিবিদ্ধ আরেক তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক। ২ তৃণমূল নেতাকে ঘিরে ধরে গুলি ৯-১০জন দুষ্কৃতীর, দাবি প্রত্যক্ষদর্শীদের।
ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুন। কর্মীদের সঙ্গে কথা বলার সময় ২ তৃণমূল নেতাকে গুলি। ২ তৃণমূল নেতাকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি, নিহত ১। গুলিবিদ্ধ আরেক তৃণমূল নেতার অবস্থা আশঙ্কাজনক। ৯-১০জন দুষ্কৃতী ২ তৃণমূল নেতাকে ঘিরে ধরে গুলি।
কাশীপুরে তোলা না দেওয়ায় প্রোমোটারের অফিসে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূলকর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানা ও তাঁর দলবলের। ইতিমধ্যেই রানার সঙ্গে তৃণমূল বিধায়ক অতীন ঘোষের একাধিক ছবি সামনে এসেছে। মূল অভিযুক্তর প্রশংসা করেও দায় এড়ালেন অতীন ঘোষ।
প্রভাবশালী পরিচয়ে সরকারি দফতরে গাড়ি ভাড়ার ব্যবস্থা করে দেওয়ার টোপে মুকুন্দপুরের বাসিন্দাকে আর্থিক প্রতারণা করার অভিযোগ উঠল। অভিযুক্তকে গ্রেফতার করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ। শুধু ধৃতের কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
বিধানসভা উপনির্বাচনেও চার কেন্দ্রের কোথাও ছাপ ফেলতে পারল না সিপিএম ও কংগ্রেস। বাগদায় NOTA-র কাছাকাছি ভোট পেল কংগ্রেস। ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। মহম্মদ সেলিম এই অভিযোগ তুললেও, সাংগঠনিক দুর্বলতার কথা মেনে নিলেন প্রদীপ ভট্টাচার্য।
কোথাও সালিশি মাতব্বরি। কোথাও আবার তোলা না পেয়ে তাণ্ডব, গুন্ডাগিরি। চোপড়া, আড়িয়াদহ থেকে কাশীপুর। দিকে দিকে দুষ্কৃতী-দৌরাত্ম্য। নাম জড়াচ্ছে শাসক নেতাদের। তৃণমূলের একাধিক সাংসদ-বিধায়কের পাশে পাশে দেখা গিয়েছে আড়িয়াদহের জয়ন্ত সিংহের একাধিক ছবি। ঠিক তেমনই আবার কাশীপুরে প্রোমোটারের ওপর হামলায় মূল অভিযুক্ত তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল ওরফে রানার ছবি দেখা যাচ্ছে কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে।
জয়ের পরেই তালা ভেঙে বড়মার ঘরে ঢুকলেন মধুপর্ণা। ১৩ বছর পরে বাগদা দখলের পরে বড়মার ঘর পুনর্দখল। এপ্রিলে 'বড়মার' ঘর দখল শান্তনুর, জুলাইয়ে পুনর্দখল মমতা-মধুপর্ণার।
১৩ বছর পর ঠাকুরনগরের মতুয়া বাড়ির প্রেস্টিজ ফাইটে জয় তৃণমূলের। দফায় দফায় বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান তৃণমূলের। প্রথমে গণণা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পরে গণনা কেন্দ্র থেকে বেরনোর সময়েও পরাজিত বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান দেন শাসক দলের কর্মীরা।
আড়িয়াদহে জয়ন্ত সিংহের প্রাসাদোপম বাড়িটিকে এবার অবৈধ ঘোষণা করল কামারহাটি পুরসভা।
কলকাতায় গর্ত খুঁড়তেই বেরোল দেহ। কাশী বোস লেনে গর্ত খুঁড়তেই মিলল দেহ। পুরসভার কাজ চলার সময় গর্ত খুঁড়তেই মহিলার দেহ উদ্ধার হয়েছে বলে খবর।
পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, হাইকোর্টের নির্দেশে ফের ময়নাতদন্ত। ঢোলাঘাট থেকে এল মৃতদেহ, এসএসকেএমে দ্বিতীয়বার ময়নাতদন্ত। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহ তুলে ফের ময়নাতদন্ত। নিহতের বাবার উপস্থিতিতে এসএসকেএমে দ্বিতীয়বার ময়নাতদন্ত। জুডিশিয়ার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসএসকেএমে ফের ময়নাতদন্ত।
ফের কলকাতায় অগ্নিকাণ্ড, এবার সল্টলেকে। সিটি সেন্টার ওয়ানের সামনে রেস্তোরাঁয় আগুন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন।
এবার কাশীপুরে তোলাবাজদের তাণ্ডবের শিকার প্রোমোটার। মধ্যরাতে কাশীপুরে প্রোমোটারের অফিসে ঢুকে তৃণমূলকর্মীর তাণ্ডব। মধ্যরাতে হামলা, প্রোমোটারকে এলোপাথাড়ি মার, অফিস ভেঙে চুরমার। খবর সম্প্রচারের পরেই ২জন গ্রেফতার। গ্রেফতার জীতেন কুমার পাল, কানওয়ালজিৎ ওরফে কানু। মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা এখনও অধরা। কাশীপুরে প্রোমোটারের থেকে ৫ লক্ষ টাকা চেয়ে 'চাপ'। টাকা না দেওয়ায় প্রোমোটারের অফিসে ঢুকে হামলার অভিযোগ। অফিসে ঢুকে চড়াও হয়ে প্রোমোটারকে বেধড়ক মারধর। মারধরে জড়িত মূল অভিযুক্তর অভিজিৎ মণ্ডল ওরফে রানা। এই ব্যক্তি জয়ন্ত সিংহ এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়েছিল অভিযুক্ত রানা, দাবি আক্রান্তের।
চা খেয়ে দাম না দেওয়ার অভিযোগ এবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের ব্লক প্রশাসনের বিরুদ্ধে। বকেয়া প্রায় ১৪ হাজার টাকা পেতে গেলে দেখাতে হবে দোকানের জায়গার দলিল, বিডিওর নাকি এমনই নিদান। অভিযোগ করছেন প্রৌঢ় চা দোকানদার। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিডিওর দাবি, অতিরিক্ত দাম ধরে বিল করায় এই বিপত্তি। পদক্ষেপের আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির। কটাক্ষ বিরোধী শিবিরের।
উপনির্বাচনে ৪ বিধানসভাতেই জয় তৃণমূলের, অভিনন্দন মমতার। চক্রান্ত সত্ত্বেও মানুষ ভোট দিয়েছেন, ধন্যবাদ জানালেন তৃণমূলনেত্রী।
কাশীপুরে প্রোমোটারের উপরে হামলা, ২ অভিযুক্ত গ্রেফতার। গ্রেফতার জীতেন কুমার পাল, কানওয়ালজিৎ ওরফে কানু। মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা এখনও অধরা!
এবার কাশীপুরে তোলাবাজদের তাণ্ডবের শিকার প্রোমোটার। মধ্যরাতে কাশীপুরে প্রোমোটারের অফিসে ঢুকে তাণ্ডব।
আড়িয়াদহে জয়ন্ত সিংহের প্রাসাদোপম বাড়িটিকে এবার অবৈধ ঘোষণা করল কামারহাটি পুরসভা।
পুলিশের মারে মৃত্যুর অভিযোগ, হাইকোর্টের নির্দেশে ফের ময়নাতদন্ত। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য ঢোলাঘাট থেকে মৃতদেহ এল এসএসকেএমে।
মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। পরাজিত বিজেপির কল্যাণ চৌবে। আর আজ গণনার মধ্যেই দেখা গেল সংঘাতের ছবি। সব শেষে অবশ্য সৌজন্যের ছবি ধরা পড়ল ক্যামেরায়। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবকে হাতজোড় করে নমস্কার করলেন সুপ্তি পাণ্ডে।
লোকসভার পরে বিধানসভার উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি। মানিকতলায় হার, ৩ জেতা আসনও হাতছাড়া বিজেপির । মানিকতলায় ৬২ হাজার ৩১২ ভোটে জয়ী তৃণমূল।
লোকসভার পরে বিধানসভার উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি। মানিকতলায় হার, ৩ জেতা আসনও হাতছাড়া বিজেপির
রানাঘাট দক্ষিণে ৩৮ হাজারের বেশি ভোটে জয়ী মুকুটমণি অধিকারী।
বাগদায় ৩০ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর।
উপনির্বাচনের লড়াইয়ে রায়গঞ্জে জয়ী তৃণমূল, বাকি ৩ কেন্দ্রেই এগিয়ে
বাগদায় নবম রাউন্ডের শেষে ২০ হাজার ৮৮৪ ভোটে এগিয়ে তৃণমূল।
বাগদায় গণনা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাসকে দেখেই জয় বাংলা স্লোগান তৃণমূলের।
মানিকতলা: ষষ্ঠ রাউন্ডের শেষে ২০ হাজার ৮১৮ ভোটে এগিয়ে তৃণমূল । রায়গঞ্জ: ষষ্ঠ রাউন্ডের শেষে ৩১ হাজার ২৮৭ ভোটে এগিয়ে তৃণমূল ।বাগদা: সপ্তম রাউন্ডের শেষে ১৪ হাজার ৫৫৩ ভোটে এগিয়ে তৃণমূল । রানাঘাট দক্ষিণ: পঞ্চম রাউন্ডের শেষে ১৩ হাজার ৪০২ ভোটে এগিয়ে তৃণমূল ।
উপনির্বাচনের লড়াইয়ে ৪ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল। মানিকতলায় তৃতীয় রাউন্ডের শেষে ১৩ হাজার ১৪৮ ভোটে এগিয়ে তৃণমূল।
বাগদায় তৃতীয় রাউন্ডের শেষে প্রায় ৩ হাজার ভোটে এগিয়ে তৃণমূল । রায়গঞ্জে তৃতীয় রাউন্ডের শেষে ১৬ হাজার ৯৫ ভোটে এগিয়ে তৃণমূল।রানাঘাট দক্ষিণে তৃতীয় রাউন্ডের শেষে ৮ হাজার ৫৩৭ ভোটে এগিয়ে তৃণমূল ।
মানিকতলায় প্রথম রাউন্ডের শেষে এগিয়ে তৃণমূল। ২ হাজার ২৫১ ভোটে এগিয়ে তৃণমূলের সুপ্তি পাণ্ডে। প্রথম রাউন্ডে মানিকতলায় সুপ্তি পাণ্ডের প্রাপ্তি ৩ হাজার ১৮০ ভোট। প্রথম রাউন্ডের শেষে ৯২৯ ভোট পেলেন বিজেপির কল্যাণ চৌবে।
আজ কার দখলে '৪'? রানাঘাট দক্ষিণে এগিয়ে বিজেপির মনোজ কুমার বিশ্বাস। রানাঘাট দক্ষিণে দ্বিতীয় স্থানে মুকুটমণি অধিকারী।
রায়গঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
সকাল থেকে বাগদায় কাউন্টিং সেন্টারে হাজির শান্তনু ঠাকুর। কাউন্টিং সেন্টারের ২০০ মিটারের মধ্য়ে বসে থাকায় শান্তনু ঠাকুরকে সরিয়ে দিল রাজ্য পুলিশ। বাগদা উপনির্বাচনের কাউন্টিং সেন্টার হেলেঞ্চা হাইস্কুলে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর সঙ্গে আছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল।
এসএসসি দুর্নীতিতে চাকরিহারা অঙ্কিতা অধিকারীকে পদে বসাল তৃণমূল। হাইকোর্টের নির্দেশে চাকরিহারা, মেখলিগঞ্জের বিধায়ক-কন্যাকে পদ দিল তৃণমূল। কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক হলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। দলের নির্দেশ অনুযায়ী কাজ করব, জেলা তৃণমূলের সম্পাদকের পদ পেয়ে মন্তব্য অঙ্কিতার।
রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে রানাঘাট কলেজে। ৩টি হলের মধ্যে ২টিতে ১১ রাউন্ড করে এবং আরেকটি হলে ১০ রাউন্ড গণনা হবে। রায়গঞ্জে পলিটেকনিক কলেজে হবে রায়গঞ্জ বিধানসভার ভোট গণনা। ২টি হলে ১০ রাউন্ড করে গণনা হবে। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের গণনা হবে হেলেঞ্চা হাই সকলুলে। ২ টি হলে ১৩ রাউন্ড করে গণনা হবে।
আজ ৪টি বিধানসভা উপ নির্বাচনের ফল ঘোষণা। ৪ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৩৫। মানিকতলা কেন্দ্রের ভোট গণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে। ৩টি কাউন্টিং হলে ২০ রাউন্ড করে গণনা হবে।
প্রেক্ষাপট
কলকাতা : আজ ৪টি বিধানসভা উপ নির্বাচনের ফল ঘোষণা। ৪ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৩৫। মানিকতলা কেন্দ্রের ভোট গণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে। ৩টি কাউন্টিং হলে ২০ রাউন্ড করে গণনা হবে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে রানাঘাট কলেজে। ৩টি হলের মধ্যে ২টিতে ১১ রাউন্ড করে এবং আরেকটি হলে ১০ রাউন্ড গণনা হবে। রায়গঞ্জে পলিটেকনিক কলেজে হবে রায়গঞ্জ বিধানসভার ভোট গণনা। ২টি হলে ১০ রাউন্ড করে গণনা হবে। উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রের গণনা হবে হেলেঞ্চা হাই স্কুলে। ২ টি হলে ১৩ রাউন্ড করে গণনা হবে।
ছেলেধরা গুজবে আসানসোলে ধুন্ধুমার, আক্রান্ত পুলিশও। পুলিশের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগে হামলা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি উত্তেজিত জনতার। জখম এক সিভিক ভলান্টিয়ার ও কয়েকজন পুলিশকর্মী। পুলিশের ৫টি গাড়ি ভাঙচুর, আটক ৩জন।
পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার আশঙ্কায় নিজেকেই অপহরণের নাটক ষষ্ঠ শ্রেণির ছাত্রের! দিনহাটায় স্কুল পড়ুয়াকে অপহরণের অভিযোগ নিয়ে এমনই দাবি পুলিশের।
এসএসসি দুর্নীতিতে চাকরিহারা অঙ্কিতা অধিকারীকে পদে বসাল তৃণমূল। হাইকোর্টের নির্দেশে চাকরিহারা, মেখলিগঞ্জের বিধায়ক-কন্যাকে পদ দিল তৃণমূল। কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক হলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা। দলের নির্দেশ অনুযায়ী কাজ করব, জেলা তৃণমূলের সম্পাদকের পদ পেয়ে মন্তব্য অঙ্কিতার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -