West Bengal LIVE: ইসলামপুরে শ্যুটআউট, খুন তৃণমূল নেতা

West Bengal News Update : রাজ্যের প্রতি জেলার গুরুত্বপূর্ণ খবর একনজরে দেখতে চোখ রাখুন

ABP Ananda Last Updated: 13 Jul 2024 11:54 PM

প্রেক্ষাপট

কলকাতা : আজ ৪টি বিধানসভা উপ নির্বাচনের ফল ঘোষণা। ৪ কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ৩৫। মানিকতলা কেন্দ্রের ভোট গণনা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্য়ালয়ে। ৩টি কাউন্টিং হলে ২০ রাউন্ড করে গণনা হবে।...More

West Bengal News Live Updates: এনআরএস হাসপাতালে চিকিৎসা করাতে এসে দালালের ফাঁদে পড়ে আড়াই হাজার টাকা খোয়ানোর অভিযোগ !

NRS হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে এসে দালালের ফাঁদে পড়ে আড়াই হাজার টাকা খোয়ানোর অভিযোগ করলেন এক ব্যক্তি। ছেলের জন্য রক্তের খোঁজে হাসপাতালে আলাপ হওয়া ওই দালালকে ফোন করেন ঝাড়গ্রামের বাসিন্দা সনাতন কারক। অভিযোগ আড়াই হাজার টাকা দিলেও মেলেনি কোনও রক্ত। ঘটনার তদন্তে মুচিপাড়া থানা।