WB Bypoll 2021 Live : খড়দায় ফের 'ভুয়ো' ভোটার, আইডিয়াল অ্যাকাডেমির সামনে ধুন্ধুমার
West Bengal Assembly Bypoll 2021 Live Updates: উত্তর ২৪ পরগনার খড়দা (Khardah), দক্ষিণ ২৪ পরগনার গোসাবা (Gosaba), নদিয়ার শান্তিপুর (Shantipur) ও কোচবিহারের দিনহাটায় (Dinhata) আজ উপনির্বাচন।
হুমকির মুখে, বিজেপির পোলিং এজেন্ট ছেলেকে ঘরেই তালাবন্দি করে রাখলেন মা! শান্তিপুরের আজকের ঘটনা মনে করাল, ছ’মাস আগের নন্দীগ্রামকে! সেদিনও ভয়ে-আতঙ্কে তৃণমূলের পোলিং এজেন্ট ছেলেকে বাড়ি থেকে বেরোতে দেননি মা! যদিও আজ নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
কাল আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। শেষ মুহূর্তে জনসভার স্থান পরিবর্তনের নির্দেশ পুলিশের। রবীন্দ্র ভবনের সামনে থেকে আস্তাবল ময়দানে সভা সরানোর নির্দেশ। করোনাকালে বেশি জনসমাগমের আশঙ্কাপ্রকাশ করে নির্দেশ ত্রিপুরা পুলিশের। আগে রবীন্দ্র ভবনের সামনেই সভার অনুমতি দেয় পুলিশ। রবীন্দ্র ভবনের সামনেই সভা করতে অনড় তৃণমূল।
রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ ফের হাজারের কাছাকাছি। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৯৮০ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণের হার। কলকাতায় ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ২৭২, ৪ জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১৪৮, মৃত ৫।
মূল্য চোকাতে হবে বিজেপিকে। কাজল সিনহার ছেলেকে মারধরের ঘটনায় হুঁশিয়ারি তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
ভোট শুরু হওয়ার একঘণ্টার মধ্যেই বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের যুগবেড়িয়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা। তৃণমূল কর্মীদের অভিযোগ, প্রতীক লাগানো গাড়িতে চড়ে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী। এই অভিযোগে যুগবেড়িয়া এলাকায় বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বুথের বাইরে বেআইনি জমায়েত করে ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূলই, পাল্টা অভিযোগ বিজেপি প্রার্থীর।
খড়দার মুড়াগাছায় জাল ভোটার ধরতে গাড়ি থেকে নেমে ধাওয়া করেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলে ভোট দিতে আসেন কয়েকজন জাল ভোটার। একজনকে ধরে ফেলেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে ভয়ে পালাচ্ছিলেন, দাবি অভিযুক্তের
ভোটের শেষলগ্নে কেন্দ্রীয় বাহিনীকে ‘শাসানি’ তৃণমূল নেতার। মানুষকে ভয় দেখাবেন না। শীতলকুচিকাণ্ডের পর মানুষের মনে ভয় রয়েছে। ভোটারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। দিনহাটার সাহেবগঞ্জে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে বললেন পার্থপ্রতিম রায়
অন্য়ের ভোটার কার্ড নিয়ে ভোট দিতে আসার অভিযোগ। অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী জয় সাহা। খড়দায় আইডিয়াল অ্যাকাডেমির সামনে উত্তেজনা। পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র এলাকা।
দিনহাটায় ভোটে উত্তেজনা। দু’জায়গায় তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। ভোট অবাধ হচ্ছে না, কোথায় ২৭ কোম্পানি বাহিনী? প্রশ্ন অশোক মণ্ডলের
দিনহাটার লালবাহাদুর শাস্ত্রী বিদ্যালয়ের ২৩২ নম্বর বুথে সশস্ত্র দেহরক্ষী নিয়ে ভোটের লাইনে দাঁড়ানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। নির্বাচনী বিধিভঙ্গ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী, অভিযোগ তৃণমূল প্রার্থী উদয়ন গুহর। এর আগে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন নিশীথ প্রামাণিক। >>
ভোট চলাকালীন খড়দা স্টেশন রোডে আক্রান্ত প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। মাথা ফাটে প্রাক্তন সিপিএম বিধায়কের
খড়দার মুড়াগাছায় জাল ভোটার ধরতে গাড়ি থেকে নেমে ধাওয়া করেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলে ভোট দিতে আসেন কয়েকজন জাল ভোটার। একজনকে ধরে ফেলেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে ভয়ে পালাচ্ছিলেন, দাবি অভিযুক্তের।
বুথে দাঁড়িয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুললেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। নালিশ জানালেন আইসি-র কাছে।
দিনহাটা হাইস্কুলে ভোট দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। কিছুক্ষণের জন্য ভোটদান প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি, তাঁর পোলিং এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, বহিরাগতদের এনে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
খড়দা বিধানসভার লেনিনগড়ে ২১৯ ও ২৩৩ নম্বর বুথের মধ্যে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের পোস্টার। জবাব এড়ালেন প্রিসাইডিং অফিসার। পরে পুলিশ কর্মীরাই ওইসব পোস্টার খুলে দেন।
ভোটের আগের রাতে শান্তিপুরের ফুলিয়ায় ২৫০ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্ট অমিত সরকারের বাড়িতে হামলা, আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কাঁটাতার পেরিয়ে, বিএসএফকে পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে এলেন ছিটমহলের বাসিন্দারা। এই সুযোগে অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
উপনির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলেও তৃণমূলের ক্যাম্প অফিসে বসে পান খেলেন দিনহাটার বাম প্রার্থী। সাহেবগঞ্জের ছবি। বিভিন্ন বুথে ঘুরে এদিন তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তোলেন দিনহাটার ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ। পরে সাহেবগঞ্জের ৮৫ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিসে বসে পান খান। সৌজন্য দেখাতেই ক্যাম্প অফিসে যাওয়া, দাবি ফরওয়ার্ড ব্লক প্রার্থীর।
দিনহাটার লালবাহাদুর শাস্ত্রী বিদ্যালয়ের ২৩২ নম্বর বুথে সশস্ত্র দেহরক্ষী নিয়ে ভোটের লাইনে দাঁড়ানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। নির্বাচনী বিধিভঙ্গ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী, অভিযোগ তৃণমূল প্রার্থী উদয়ন গুহর। এর আগে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন নিশীথ প্রামাণিক।
স্বামীর মৃত্যুতে গোসাবায় উপনির্বাচন। ভোট দিতে এসে তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন বিধায়ক জয়ন্ত নস্করের স্ত্রী অনিতা নস্কর। জয়ন্ত নস্করের ভালবাসাই তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। এদিন ছেলে বাপ্পাদিত্যকে নিয়ে হরিণখালির ২২ নম্বর বুথে ভোট দেন প্রয়াত বিধায়কের স্ত্রী
শান্তিপুরে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে ছেলেকে তালাবন্দি করে রাখলেন মা।পোলিং এজেন্টের দাবি, মাকেও হুমকি দেওয়া হয়। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি
বুথে দাঁড়িয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুললেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। নালিশ জানালেন আইসি-র কাছে। এদিন টোব্যাকো রিসার্চ সেন্টার বুথে যান উদয়ন গুহ। তৃণমূলের পোলিং এজেন্ট অভিযোগ করেন, টোটোয় চড়ে আসা ভোটারদের বুথের কাছে নামতে বাধা দিচ্ছে রাজ্য পুলিশ। তাঁকেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলের পোলিং এজেন্ট।
ভোটের আগের রাতে শান্তিপুরের ফুলিয়ায় ২৫০ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্ট অমিত সরকারের বাড়িতে হামলা, আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
খড়দার মুড়াগাছায় জাল ভোটার ধরতে গাড়ি থেকে নেমে ধাওয়া করেন বিজেপি প্রার্থী। তাঁর দাবি, শশীভূষণ জুনিয়র বেসিক স্কুলে ভোট দিতে আসেন কয়েকজন জাল ভোটার। একজনকে ধরে ফেলেন বলে দাবি করেন বিজেপি প্রার্থী। সংবাদমাধ্যমের ক্যামেরা দেখে ভয়ে পালাচ্ছিলেন, দাবি অভিযুক্তের।
দিনহাটার রুইয়ের কুঠি প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহর সামনেই জ্যাঠাকে নিয়ে গিয়ে ভোট দেওয়ালেন ভাইপো। ভাইপোর সাফাই, হাঁটতে না পারায় জ্যাঠাকে সাহায্য করেছেন তিনি।
ভোট চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন দিনহাটার ৯০ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার। ওই বুথে বন্ধ ভোটদান প্রক্রিয়া।
ভোট চলাকালীন খড়দা স্টেশন রোডে আক্রান্ত প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। মাথা ফাটে প্রাক্তন সিপিএম বিধায়কের।
শান্তিপুরে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে ছেলেকে তালাবন্দি করে রাখেন মা।পোলিং এজেন্টের দাবি, রাতে তৃণমূল কর্মীরা বাড়িতে এসে তাঁকে হুমকি দেয়। সকালে বিজেপি প্রার্থী গিয়ে পোলিং এজেন্টকে মুক্ত করেন। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। তাঁর অভিযোগ, বিভিন্ন বুথ অন্ধকার করে রাখা হয়েছে। ইভিএমে বিজেপি প্রার্থীর নাম দেখা যাচ্ছে না। এমন অভিযোগ করতেই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছেন বিরোধী প্রার্থী।
খড়দার কল্যাণগড় বিদ্যাপীঠে তৃণমূল এজেন্টের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ঝামেলা। প্রার্থীর নামাঙ্কিত ব্যাচ পরে বুথে ঢুকতে গিয়ে বাধা তৃণমূল এজেন্টকে। বিভিন্ন বুথে ডবল ডোজ ভ্যাকসিন নেওয়া নেই এমন ভোটারদের ফিরিয়ে দিচ্ছে। অভিযোগ খড়দার তৃণমূল প্রার্থী এবং স্থানীয় কো-অর্ডিনেটরের।
দিনহাটার একাধিক বুথের বাইরে বেআইনি জমায়েত তৃণমূল কর্মীদের। বিজেপির অভিযোগ পেয়ে ভিড় হঠায় পুলিশ।
ডাবল ডোজ ভ্যাকসিন না থাকলে ভোটারদের বুথে ঢুকতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ তুললেন খড়দার তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
খড়দার সূর্যসেন হাইস্কুলে বুথের ১০০ মিটারের মধ্যে তৃণমূলের পতাকা। সেক্টর অফিসারের নির্দেশে পতাকা খুলে ফেলেন তৃণমূল কর্মীরা। অন্যদিকে, এই বুথের সামনে বহিরাগত যুবককে ঘোরাফেরা করতে দেখে সরিয়ে দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
ভোট দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল।
তৃণমূল কর্মীদের অভিযোগ, প্রতীক লাগানো গাড়িতে চড়ে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী। এই অভিযোগে যুগবেড়িয়া এলাকায় বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বুথের বাইরে বেআইনি জমায়েত করে ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূলই, পাল্টা অভিযোগ বিজেপি প্রার্থীর।
ভোট শুরু হওয়ার একঘণ্টার মধ্যেই তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে খড়দার বিজেপি প্রার্থী জয় সাহা। যুগবেড়িয়া এলাকায় বিজেপি প্রার্থীকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।
জেতার জন্য লড়ছি। কিন্তু যেভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছিল, চিন্তায় আছি কতটা শান্তিতে ভোট হবে। দিনের শুরুতে আশঙ্কা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
উপনির্বাচনের আগের রাতে গোসাবার চণ্ডীর মোড় এলাকায় দলীয় কর্মীদের নিয়ে লিফলেট বিলির অভিযোগ উঠল গোসাবার বিজেপি প্রার্থী পলাশ রানার বিরুদ্ধে। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। রাতে ঘটনাস্থলে যায় গোসাবা থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, নির্বাচনী বিধি ভঙ্গ করেছে বিজেপি। শাসকদলের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস চালানোর পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী।
চার আসনে উপ নির্বাচন। দিনহাটা, খড়দা, গোসাবায় ত্রিমুখী লড়াই। শান্তিপুর উপনির্বাচনে লড়াই চতুর্মুখী। ভোট চলবে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত।
প্রেক্ষাপট
রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By Election 2021)।মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন হয়েছে। উৎসবের মধ্যে বাংলায় আরও এক ভোটযুদ্ধ। উত্তর ২৪ পরগনার খড়দা (Khardah), দক্ষিণ ২৪ পরগনার গোসাবা (Gosaba), নদিয়ার শান্তিপুর (Shantipur) ও কোচবিহারের দিনহাটায় (Dinhata) উপনির্বাচন। শুধু শান্তিপুরে লড়াই চতুর্মুখী, বাকি তিন কেন্দ্র ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। বিধানসভা ভোটে ৪ কেন্দ্রের স্কোরশিট ছিল ২-২। একঝলকে দেখে নেওয়া যাক চার কেন্দ্র ও সেখানকার প্রার্থীদের সম্পর্কে-
দিনহাটা-
দিনহাটায় গড়রক্ষার লড়াইয়ে বিজেপির বাজি অশোক মণ্ডল। আসন ছিনিয়ে নিতে তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। ফরওয়ার্ড ব্লকের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রউফ।
- দিনহাটা বিধানসভা কেন্দ্রে মোট বুথ ৪১৭টি।
- মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৯৮ হাজার ৮০।
- ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
- ডিসিআরসি তৈরি হয়েছে দিনহাটা কলেজে।
- আরও পড়ুন- মনোনয়ন পর্ব থেকেই চলছে সংঘাত, ভোটের মুখে তীব্র সংঘাত, উপনির্বাচনে বাড়তি নজর দিনহাটায়
খড়দা-
- খড়দা বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩৫।
- মোট ভোটার ২ লক্ষ ৩২ হাজার ৩৪৮ জন।
- খড়দায় মোট ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
- ডিসিআরসি নিউ ব্যারাকপুরের এপিসি কলেজে।
- আরও পড়ুন- লড়াইয়ের মঞ্চে মন্ত্রিসভার সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়, নজরে খড়দা বিধানসভা
শান্তিপুর-
এখানেই একমাত্র লড়াই চর্তুমুখী। তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। লড়ছেন বাম ও কংগ্রেস প্রার্থীও।
- শান্তিপুর কেন্দ্রে মোট বুথ ৩৫৭।
- এই কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৫৪ হাজার ৮৯৩।
- নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
- ডিসিআরসি হয়েছে রানাঘাট কলেজে।
গোসাবা-
জল-জঙ্গল ঘেঁষা গোসাবাতেও লড়াই ত্রিমুখী। আসন ধরে রাখতে তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডল। বিজেপির প্রার্থী পলাশ রানা ও আরএসপি হয়ে লড়ছেন অনিলচন্দ্র মণ্ডল।
- গোসাবা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩০।
- মোট ভোটার ২ লক্ষ ৩০ হাজার।
- এই কেন্দ্রের জন্য ২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -