WB Bypoll 2021 Live : খড়দায় ফের 'ভুয়ো' ভোটার, আইডিয়াল অ্যাকাডেমির সামনে ধুন্ধুমার

West Bengal Assembly Bypoll 2021 Live Updates: উত্তর ২৪ পরগনার খড়দা (Khardah), দক্ষিণ ২৪ পরগনার গোসাবা (Gosaba), নদিয়ার শান্তিপুর (Shantipur) ও কোচবিহারের দিনহাটায় (Dinhata) আজ উপনির্বাচন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 30 Oct 2021 05:24 PM

প্রেক্ষাপট

রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By Election 2021)।মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন  হয়েছে। উৎসবের মধ্যে বাংলায় আরও এক ভোটযুদ্ধ। উত্তর ২৪ পরগনার খড়দা (Khardah), দক্ষিণ ২৪ পরগনার...More

West Bengal Bypoll: হুমকির মুখে, বিজেপির পোলিং এজেন্ট ছেলেকে ঘরেই তালাবন্দি করে রাখলেন মা!

হুমকির মুখে, বিজেপির পোলিং এজেন্ট ছেলেকে ঘরেই তালাবন্দি করে রাখলেন মা! শান্তিপুরের আজকের ঘটনা মনে করাল, ছ’মাস আগের নন্দীগ্রামকে! সেদিনও ভয়ে-আতঙ্কে তৃণমূলের পোলিং এজেন্ট ছেলেকে বাড়ি থেকে বেরোতে দেননি মা! যদিও আজ নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।