WB Bypoll 2021 Result Live : ৪ কেন্দ্রে ৭৬ শতাংশের বেশি ভোট তৃণমূলের, 'মানুষের জয়', বললেন মমতা

West Bengal Assembly Bypoll Result 2021 Live Updates: ফল ঘোষণা রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের।

abp ananda Last Updated: 02 Nov 2021 03:50 PM

প্রেক্ষাপট

কলকাতা : মঙ্গলবার ফল ঘোষণা রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের। উত্তর ২৪ পরগনার খড়দা, কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, এই চার কেন্দ্রের মধ্যে, গত বিধানসভা ভোটে...More

WB By Poll: উদয়ন গুহ বিশাল ব্যবধানে জয়ের পরই অশান্তি কোচবিহারে

উদয়ন গুহ বিশাল ব্যবধানে জয়ের পরই অশান্তি কোচবিহারে। মাথাভাঙায় বিজেপির তিনটি পার্টি অফিস দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসক দলের দাবি, অফিসগুলি তাদেরই ছিল। পুনরুদ্ধার হয়েছে।