WB Bypoll 2021 Result Live : ৪ কেন্দ্রে ৭৬ শতাংশের বেশি ভোট তৃণমূলের, 'মানুষের জয়', বললেন মমতা

West Bengal Assembly Bypoll Result 2021 Live Updates: ফল ঘোষণা রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের।

abp ananda Last Updated: 02 Nov 2021 03:50 PM
WB By Poll: উদয়ন গুহ বিশাল ব্যবধানে জয়ের পরই অশান্তি কোচবিহারে

উদয়ন গুহ বিশাল ব্যবধানে জয়ের পরই অশান্তি কোচবিহারে। মাথাভাঙায় বিজেপির তিনটি পার্টি অফিস দখলের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসক দলের দাবি, অফিসগুলি তাদেরই ছিল। পুনরুদ্ধার হয়েছে।

WB By-poll 2021: উপনির্বাচনে চারে চার তৃণমূল, দিনহাটা-শান্তিপুর হাতছাড়া বিজেপির

বিপুল ভোটে দিনহাটা-শান্তিপুর-গোসাবা-খড়দায় জয়ী তৃণমূল । দিনহাটায় ১ লক্ষ ৬৪ হাজার ৮৮টি ভোটে জয়ী উদয়ন গুহ। খড়দায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়। গোসাবায় ১ লক্ষ ৪৩ হাজার ৫১ ভোটে জয়ী সুব্রত মণ্ডল। শান্তিপুরে ৬৪ হাজার ৬৭৫ ভোটে জয়ী ব্রজকিশোর গোস্বামী। দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বুথেও বিজেপির হার। 

WB By Poll: খড়দায় প্রায় ৩গুণ ব্যবধান বাড়িয়ে ৯৩ হাজার ভোটে জয়ী শোভনদেব

খড়দায় প্রায় ৩গুণ ব্যবধান বাড়িয়ে ৯৩ হাজার ভোটে জয়ী শোভনদেব। গোসাবায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি ব্যবধানে এগিয়ে তৃণমূলপ্রার্থী। শান্তিপুরেও অনেক এগিয়ে ব্রজকিশোর। ভোট বাড়িয়ে জয়।

WB By-poll 2021 : উপনির্বাচনে চারে চার তৃণমূল, দিনহাটা-শান্তিপুর হাতছাড়া বিজেপির

উপনির্বাচনে চারে চার তৃণমূল, দিনহাটা-শান্তিপুর হাতছাড়া বিজেপির। বিপুল ভোটে দিনহাটা-শান্তিপুর-গোসাবা-খড়দায় জয়ী তৃণমূল. দিনহাটায় ১ লক্ষ ৬৪ হাজার ৮৮টি ভোটে জয়ী উদয়ন গুহ। খড়দায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়। গোসাবায় ১ লক্ষ ৪৩ হাজার ৫১ ভোটে জয়ী সুব্রত মণ্ডল। শান্তিপুরে ৬৪ হাজার ৬৭৫ ভোটে জয়ী ব্রজকিশোর গোস্বামী। দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বুথেও বিজেপির হার

WB By-poll 2021: দিনহাটায় 'ছাপ্পা ভোটের' অভিযোগ বিজেপির রাজ্য সভাপতিরও

উপনির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "দিনহাটার যে ফলাফল, তা বলে দিচ্ছে, ওখানে কী হয়েছে। একটা উপনির্বাচনে ১ লক্ষ ৪০ হাজার ভোটে এগিয়ে। সবাই বোঝে, কেউ বোকা নয়। আমরা আগেও বলেছিলাম, যে ধরনের বাতাবরণ, যেখানে ভোট হচ্ছে শুধু সেখানে নয়, গোটা রাজ্যেই এটা হচ্ছে। এটা ভোটের জন্য উপযুক্ত পরিবেশ নয়। আমরা আগেও দেখেছি উপনির্বাচনে সন্ত্রাস হয়েছে। যেখানে ভোট হচ্ছে না, সেখানে পশ্চিম মেদিনীপুর, নানুর--সেখানে ৬০০ ভোটে হেরেছি, সেখানেও অনেক বিজেপি কর্মী আজ পর্যন্ত ঘরে ঢুকতে পারছে না। গণতন্ত্র বিপন্ন। এই মুহূর্তে পুর নির্বাচনের পরিবেশ নেই। রাজ্য সরকার নির্বাচন করবে, তবে সব শক্তি দিয়ে আমরা ঝাপাব। শহর এলাকায় হিংসা কম হবে আশা করি। তবে এই সরকারকে বিশ্বাস করা যাচ্ছে না।"  

WB By-poll 2021 : বিধানসভা উপনির্বাচনে চার কেন্দ্রে জয়ী তৃণমূল, ট্যুইটে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা মমতার

বিধানসভা উপনির্বাচনে চার কেন্দ্রে জয়ী তৃণমূল। ট্যুইট করে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, এটা সাধারণ মানুষের জয়। বাংলা সব সময় উন্নয়ন এবং একতাকেই বেছে নয়। কুত্সা এবং ঘৃণার রাজনীতিকে নয়। সাধারণ মানুষের আশীর্বাদ পেয়ে আমরা বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

WB By Poll : বিজেপিকে শুভ দীপাবলি জানালেন অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশে ট্যুইটে লেখেন, আক্ষরিক অর্থেই শব্দবাজি হীন দীপাবলি!!  বিজেপিকে শুভ দীপাবলির শুভেচ্ছা! 

WB By-poll 2021 : ট্যুইট করে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী মমতা

বিধানসভা উপনির্বাচনে চার কেন্দ্রে জয়ী তৃণমূল। ট্যুইট করে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, এটা সাধারণ মানুষের জয়। বাংলা সব সময় উন্নয়ন এবং একতাকেই বেছে নয়। কুত্সা এবং ঘৃণার রাজনীতিকে নয়। সাধারণ মানুষের আশীর্বাদ পেয়ে আমরা বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।

WB By Poll : ভোটে ভরাডুবির পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনের রাস্তা শুনশান

ভোটে ভরাডুবির পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনের রাস্তা শুনশান। 

WB By-poll 2021 : আক্ষরিক অর্থেই শব্দবাজি-হীন দীপাবলি: অভিষেক বন্দ্যোপাধ্যায়

আক্ষরিক অর্থেই শব্দবাজি-হীন দীপাবলি। বিজেপিকে জানাই দীপাবলির শুভেচ্ছা। ৪ কেন্দ্রে বিপুল ভোটে জয়ের পরে ট্যুইট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

WB Bypoll 2021 : বিপুল ভোটে দিনহাটা-শান্তিপুর-গোসাবা-খড়দায় জয়ী তৃণমূল

  • উপনির্বাচনে চারে চার তৃণমূল, দিনহাটা-শান্তিপুর হাতছাড়া

  • বিপুল ভোটে দিনহাটা-শান্তিপুর-গোসাবা-খড়দায় জয়ী তৃণমূল

  • দিনহাটায় ১ লক্ষ ৬৪ হাজার ৮৮টি ভোটে জয়ী উদয়ন গুহ 

  • খড়দায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়

  • গোসাবায় ১ লক্ষ ৪৩ হাজার ভোটে জয়ী সুব্রত মণ্ডল

  • শান্তিপুরে ৬৩ হাজার ৮৯২ ভোটে জয়ী ব্রজকিশোর গোস্বামী

WB Poll 2021 : খড়দায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়

খড়দায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।  খড়দায় দশম রাউন্ডের শেষে সিপিএমকে পিছনে ফেলে এগিয়ে গেল বিজেপি। 

WB By-poll 2021 : খড়দায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়

খড়দায় ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।  খড়দায় দশম রাউন্ডের শেষে সিপিএমকে পিছনে ফেলে এগিয়ে গেল বিজেপি

West Bengal By Poll 2021 : চারে চার তৃণমূল। মানুষের জয়, বললেন মমতা

খড়দায় ৭৬ হাজারের বেশি ভোটে এগিয়ে শোভনদেব। গোসাবায় ১ লক্ষ ৩০ হাজারের বেশি ব্যবধানে এগিয়ে তৃণমূলপ্রার্থী। শান্তিপুরেও অনেক এগিয়ে ব্রজকিশোর।

WB By poll TMC Win : বিধানসভা উপনির্বাচনে চার কেন্দ্রে জয়ী তৃণমূল, ট্যুইট করে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিধানসভা উপনির্বাচনে চার কেন্দ্রে জয়ী তৃণমূল। ট্যুইট করে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, এটা সাধারণ মানুষের জয়। বাংলা সব সময় উন্নয়ন এবং একতাকেই বেছে নয়। কুত্সা এবং ঘৃণার রাজনীতিকে নয়। সাধারণ মানুষের আশীর্বাদ পেয়ে আমরা বাংলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি

West Bengal By Poll : লক্ষাধিক ভোটে এগিয়ে উদয়ন-সুব্রতরা, সংযত থাকতে নির্দেশ অভিষেকের

৪ কেন্দ্রেই লিড তৃণমূলের। দিনহাটা-গোসাবায় লক্ষাধিক ভোটে এগিয়ে উদয়ন-সুব্রতরা। সংযত থাকতে নির্দেশ অভিষেকের। 

West Bengal By-poll 2021 : পশ্চিমবঙ্গ ছাড়াও ১২ রাজ্য ১ কেন্দ্রশাসিত অঞ্চলের ২৫ আসনে ভোট

  • অসমের  ৫ আসনে এগিয়ে এনডিএ

  • মধ্যপ্রদেশের ৩ আসনে এগিয়ে বিজেপি

  • রাজস্থানের ২ আসনে এগিয়ে কংগ্রেস

  • তেলেঙ্গনায় ১ আসনে এগিয়ে বিজেপি

  • বিহারে ১  আসনে এগিয়ে আরজেডি, ১ তে জেডিইউ এগিয়ে

  • মহারাষ্টের ১ আসনে এগিয়ে কংগ্রেস

  • হিমাচলে ২ আসনে এগিয়ে কংগ্রেস

  • হিমাচলে ১ আসনে এগিয়ে বিজেপি

West Bengal By-poll 2021 : দিনহাটা-গোসাবায় লক্ষাধিক ভোটে এগিয়ে উদয়ন-সুব্রতরা

  • দিনহাটায় বারো রাউন্ডের শেষে ১ লক্ষ ১ হাজার ৫০৯ ভোটে এগিয়ে তৃণমূল ।

  • গোসাবায় চোদ্দ রাউন্ডের শেষে ১ লক্ষ ২৪ হাজার ২৪৯ ভোটে এগিয়ে তৃণমূল



 

WB By- Poll : 'প্রক্সি ভোট হয়েছে তাতে অন্যরকম কিছু হওয়া সম্ভব ছিল না', দাবি খড়দার বিজেপি প্রার্থীর

৩০ তারিখেই বোঝা গেছিল এই ফল হবে। যেভাবে প্রক্সি ভোট হয়েছে তাতে অন্যরকম কিছু হওয়া সম্ভব ছিল না। তবে সেদিনই বিজেপির নৈতিক জয় হয়ে গেছে। দাবি খড়দার বিজেপি প্রার্থী জয় সাহার।  ‘আমি তো বলেছিলাম কেউ এজেন্ট বসাতে না পারলে আমাকে জানাবেন। আমি নিজে ব্যবস্থা করব। জানাননি কেন ? ’ পাল্টা সৌগত রায়।

West Bengal Bypoll Result 2021: 'কোথাও যেন কোনও গণ্ডগোল না হয়' ... অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা

কোথাও যেন কোনও গণ্ডগোল না হয়। কাল রাতেই ফোন করে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।  আমাদের জেতা আসন। ব্যবধান কত হয় সেটাই দেখার। বললেন খড়দার তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

West Bengal Bypoll Result 2021
কোথাও যেন কোনও গণ্ডগোল না হয়। কাল রাতেই ফোন করে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের জেতা আসন। ব্যবধান কত হয় সেটাই দেখার। বললেন খড়দার তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
WB By-Poll 2021 : গোসাবায় সপ্তম রাউন্ডের শেষে ৬৮ হাজার ৬৭২ হাজার ভোটে এগিয়ে তৃণমূল

  • খড়দায় তৃতীয় রাউন্ডের শেষে ১২ হাজার ৮২৫ ভোটে এগিয়ে তৃণমূল

  • খড়দায় দ্বিতীয় রাউন্ডের শেষে  বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে সিপিএম

  • গোসাবায় সপ্তম রাউন্ডের শেষে ৬৮ হাজার ৬৭২ হাজার ভোটে এগিয়ে তৃণমূল

WB By Poll : খড়দায় দ্বিতীয় রাউন্ডের শেষে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে সিপিএম

খড়দায় দ্বিতীয় রাউন্ডের শেষে  বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে সিপিএম। উত্তর ২৪ পরগনার খড়দা বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে ২৮ হাজার ১৮০ ভোটে জেতেন তৃণমূল প্রার্থী কাজল সিন্হা। তবে ফল ঘোষণার আগেই মৃত্যু হয় জয়ী তৃণমূল প্রার্থীর।  এবার সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থী জয় সাহা।   এবং সিপিএমের হয়ে লড়েছেন দেবজ্যোতি দাস। 

WB Bypoll 2021 : দিনহাটায় সপ্তম রাউন্ডের শেষে ৫৪ হাজার ০৩৩ ভোটে এগিয়ে তৃণমূল

  • দিনহাটায় সপ্তম রাউন্ডের শেষে ৫৪ হাজার ০৩৩ ভোটে এগিয়ে তৃণমূল

  •  শান্তিপুরে দ্বিতীয় রাউন্ডের শেষে প্রায় ৭ হাজার ভোটে এগিয়ে তৃণমূল

WB Bypoll Result 2021: ৪ কেন্দ্রেই গণনায় লিড তৃণমূলের, দিনহাটা, গোসাবায় লাফিয়ে বাড়ছে ব্যবধান

  • দিনহাটায় ষষ্ঠ রাউন্ডের শেষে ৪৬ হাজার ৯২৯ ভোটে এগিয়ে তৃণমূল

  • শান্তিপুরে প্রথম রাউন্ডের শেষে ৬ হাজার ৩৩৫ ভোটে এগিয়ে তৃণমূল

  • খড়দায় দ্বিতীয় রাউন্ডের শেষে ৯ হাজার ৬৫৪ ভোটে এগিয়ে তৃণমূল

  • গোসাবায় ৩২ হাজার ৪৬৬ হাজার ভোটে এগিয়ে তৃণমূল

WB Bypoll 2021 : শান্তিপুরে ৬ হাজার ৩৩৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী


শান্তিপুরে ৬ হাজার ৩৩৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী । প্রথম রাউন্ডের শেষে এগিয়ে ব্রজকিশোর গোস্বামী

WB Bypoll Result 2021 : এক ঘণ্টা দেরিতে গণনা শুরু শান্তিপুরে

নদিয়ার শান্তিপুর কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তাঁর বিধায়ক পদ ছেড়ে দিয়ে সাংসদ পদ রেখে দেন।  সেই কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হয়।  এবার এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী।  বিজেপির হয়ে লড়ছেন নিরঞ্জন বিশ্বাস।  কংগ্রেসের প্রার্থী রাজু পাল।  সিপিএমের হয়ে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌমেন মাহাতো।

WB Bypoll 2021 Result Live : দিনহাটায় তৃতীয় রাউন্ডের শেষে ২১ হাজারেরও বেশ ভোটে এগিয়ে তৃণমূল

গত বিধানসভা ভোটে কোচবিহারের দিনহাটা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি সাংসদ পদ রেখে দেন।  সেকারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে।  এবার দিনহাটায় বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। উদয়ন গুহ লড়ছেন তৃণমূলের টিকিটে।  এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ।  

WB Bypoll 2021 Result Live : গোসাবায় ভোট হয়নি, ছাপ্পাভোট হয়েছে, অভিযোগ গোসাবার বিজেপি প্রার্থীর

গোসাবায় ভোট হয়নি, ছাপ্পাভোট হয়েছে। ভোট গণনা শুরুর পরই এই অভিযোগ তুললেন গোসাবার বিজেপি প্রার্থী পলাশ রানা।  

West Bengal Bypoll Result 2021 : গোসাবায় ৯,১১০ ভোটে এগিয়ে তৃণমূলের সুব্রত মণ্ডল

দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। কিন্তু, পরে তাঁর মৃত্যু হওয়ায়, এই কেন্দ্রে উপনির্বাচন হয়। এবার এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডল। বিজেপির টিকিটে লড়ছেন পলাশ রানা। আরএসপি প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন গোসাবা কেন্দ্রে।  

WB Bypoll Result 2021: দিনহাটায় প্রথম রাউন্ডের শেষে পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূল

আজ ৪ কেন্দ্রে উপনির্বাচনের ফল। খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটায় প্রেস্টিজ ফাইট। গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা।

WB Bypoll Result 2021 : নজরে দিনহাটা

কোচবিহারের দিনহাটা কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে মাত্র ৫৭ ভোটে হারান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি সাংসদ পদেই থেকে যান।

WB Bypoll Result 2021 : নজরে শান্তিপুর

নদিয়ার শান্তিপুর কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তাঁর বিধায়ক পদ ছেড়ে দিয়ে সাংসদ পদেই থেকে যান।  সেই কারণে এই কেন্দ্রে উপনির্বাচন হয়।  এবার এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী।  বিজেপির হয়ে লড়ছেন নিরঞ্জন বিশ্বাস।  কংগ্রেস প্রার্থী রাজু পাল এই কেন্দ্রের প্রার্থী।  সিপিএমের হয়ে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌমেন মাহাতো।  

West Bengal Bypoll Result 2021 : খড়দায় ২২ টেবিলে ১৬ রাউন্ড গণনা

উত্তর ২৪ পরগনার খড়দা বিধানসভা কেন্দ্র গত বিধানসভা নির্বাচনে ২৮ হাজার ১৮০ ভোটে জেতেন তৃণমূল প্রার্থী কাজল সিন্হা। তবে ফল ঘোষণার আগেই মৃত্যু হয় তাঁর। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে গত নির্বাচনে ২৩ হাজার ৭০৯ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। কিন্তু, পরে তাঁর মৃত্যু হওয়ায়, এই কেন্দ্রে উপনির্বাচন হয়। 

WB Bypoll Result 2021 : গত বিধানসভা ভোটে কোচবিহারের দিনহাটা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক

গত বিধানসভা ভোটে কোচবিহারের দিনহাটা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি সাংসদ পদেই থেকে যান। সেকারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে।  এবার দিনহাটায় বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। উদয়ন গুহ লড়ছেন তৃণমূলের টিকিটে।  এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ।  

WB Bypoll Result 2021 : গত বিধানসভা ভোটে কোচবিহারের দিনহাটা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক

গত বিধানসভা ভোটে কোচবিহারের দিনহাটা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি সাংসদ পদেই থেকে যান। সেকারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে।  এবার দিনহাটায় বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। উদয়ন গুহ লড়ছেন তৃণমূলের টিকিটে।  এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুর রউফ।  

প্রেক্ষাপট

কলকাতা : মঙ্গলবার ফল ঘোষণা রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের। উত্তর ২৪ পরগনার খড়দা, কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, এই চার কেন্দ্রের মধ্যে, গত বিধানসভা ভোটে ২টিতে জিতেছিল তৃণমূল, ২টিতে জিতেছিল বিজেপি। 

এবার উপনির্বাচনে কী হবে? খড়দার ভোট গণনা হবে নিউ ব্যারাকপুরের এপিসি কলেজে। ২২টি টেবলে ১৬ রাউন্ড গণনা হবে। গত বিধানসভা নির্বাচনে  খড়দা কেন্দ্রে ২৮ হাজার ১৮০ ভোটে জেতেন তৃণমূল প্রার্থী কাজল সিন্হা। তবে ফল ঘোষণার আগেই মৃত্যু হয় জয়ী তৃণমূল প্রার্থী কাজল সিন্হার। এবার সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। 


বিজেপির হয়ে জয় সাহা এবং সিপিএম হয়ে লড়েছেন দেবজ্যোতি দাস।  ভোট গণনার চূড়ান্ত প্রস্তুতি চলছে দিনহাটাতেও। ভোট গণনা হবে দিনহাটা কলেজে। ২২টি টেবলে হবে ১৯ রাউন্ড গণনা। গত বিধানসভা ভোটে দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহকে মাত্র ৫৭ ভোটে হারান বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তবে বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি সাংসদ পদেই থেকে যান।

সেকারণেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। ফল ঘোষণার আগে সমানতালে চলছে তরজা। দিনহাটার মতো শান্তিপুরেও বিজেপি প্রার্থী করেছিল সাংসদ জগন্নাথ সরকারকে। তিনি ১৫ হাজার ৮৭৮ ভোটে জেতেন। তবে নিশীথ প্রামাণিকের মতো জগন্নাথ সরকারও বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ পদে থেকে যান। তাই শান্তিপুর কেন্দ্রে উপনির্বাচন করাতে হয়েছে। 

শান্তিপুর কেন্দ্রের ভোট গণনা হবে রানাঘাট কলেজে। ২১টি টেবলে ১৭ রাউন্ড গণনা হবে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে ২৩ হাজার ৭০৯ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। কিন্তু, পরে তাঁর মৃত্যু হওয়ায়, এই কেন্দ্রে উপনির্বাচন হয়। 


ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজে গোসাবার উপনির্বাচনের ভোট গণনা হবে। ২৫টি টেবলে ১৬ রাউন্ড গণনা হবে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.