সামশেরগঞ্জ : ভোটকেন্দ্রের একশো মিটারের মধ্যে, সামশেরগঞ্জে তৃণমূলের বুথ অফিসের সামনে নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। কোথায় ভোট দিতে হবে? মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে, বুথমুখী ভোটারদের রাস্তায় দাঁড় করিয়ে নকল ভোটযন্ত্রে হাতেকলমে তা দেখিয়ে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। নকল ইভিএমে জ্বলজ্বল করছে একজনেরই নাম। আমিরুল ইসলাম। এই ঘটনায় বিধিভঙ্গের অভিযোগ তুলছে বিরোধীরা। যদিও, অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। এই ঘটনায়, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। 


অন্যদিকে সামসেরগঞ্জেরই  দোগাছি গ্রাম পঞ্চায়েতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে। ভোটারদের কাছে গিয়ে জোড়া ফুল ও লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দেওয়ার কথা বলছেন তৃণমূল প্রার্থী, অভিযোগ বিজেপির। যদিও প্রার্থী আমিরুল ইসলাম এবিপি আনন্দকে জানান, তাঁরা এমনকিছুই করছেন না। শুধুমাত্র ভোটারদের সঙ্গে সৌজন্য বিনিময় করছে। উল্টে তাঁর অভিযোগ, 'দেখলেনই তো আমাদের কর্মীদের বাড়িতেই হামলা চালানো হচ্ছে। ' সামশেরগঞ্জের ঘনশ্যামপুরে গতকাল রাতে কংগ্রেস প্রার্থী জইদুর রহমানের নেতৃত্বে বিরুদ্ধে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা, বোমাবাজির অভিযোগ তুললেন তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলাম। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কংগ্রেস প্রার্থী।

আরও পড়ুন :


সকাল সকালই ইভিএম কারচুপির অভিযোগ প্রিয়ঙ্কার, বচসায় জড়ালেন পুলিশের সঙ্গেও




সামেশরগঞ্জে লড়াই  চতুর্মুখী।  তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিরুল ইসলাম, বিজেপির প্রার্থী মিলন ঘোষ। জইদুর রহমান লড়ছেন কংগ্রেসের হয়ে। সিপিএম প্রার্থী করেছে মোদাসসর হোসেনকে। বিধানসভা ভোটের মুখে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী ও জঙ্গিপুরের বাম প্রার্থীর মৃত্যুর কারণে দুই আসনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলছে।


বৃহস্পতিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট চলছে। মুর্শিদাবাদ জেলার দুই আসনের ভোটেও, নির্বাচন কমিশনের কমিশনের নজরে নিরাপত্তা। সব বুথেই আছে কেন্দ্রীয় বাহিনী। জঙ্গিপুরে বিধানসভা কেন্দ্রে রয়েছে ১৯ কোম্পানি বা প্রায় ১ হাজার ৪০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ১৮ কোম্পানি বা প্রায় ১ হাজার ৩০০ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে। দু’টি বিধানসভা কেন্দ্রের ৫০ শতাংশ বুথে আছে CC ক্যামেরা।