কলকাতা: বাবার কেরিয়ারের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে যে শহর, সেখানেই উচ্চশিক্ষার জন্য পাড়ি দিলেন সানা গঙ্গোপাধ্যায়। ইউনিভার্সিটি কলেজ লন্ডনে (UCL) তাঁর ক্লাস শুরু হল। সানার সঙ্গেই লন্ডনে গিয়েছেন সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। স্ত্রী ডোনা ও মেয়ের সানার সঙ্গে তোলা সেলফি শেয়ার করলেন জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক।


আইপিএল চলছে। করোনার ধাক্কায় যে টুর্নামেন্ট ভারতে শুরু হয়েও বন্ধ হয়ে গিয়েছিল। শেষাংশ আয়োজিত হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। টুর্নামেন্ট দেখতে মরুদেশে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ। তারপরই তিনি পাড়ি জমিয়েছেন লন্ডনে।


লন্ডন থেকে এবিপি লাইভকে ডোনা জানালেন, উচ্চশিক্ষার জন্য সানা গত বছরই রেজিস্ট্রেশন করিয়েছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনে। তবে করোনা পরিস্থিতিতে প্রথম বছর তাঁর সম্পূর্ণ ক্লাস হয়েছে অনলাইনে। কলকাতা থেকেই নিয়মিত ক্লাসে যোগ দিয়েছেন সানা। তবে ইংল্যান্ডে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই জীবনের স্বাভাবিকত্ব ফিরছে। এবার সশরীরে ক্লাস শুরু হচ্ছে সানার।


মেয়ের এই সফরে পাশে থাকতে চান সৌরভ ও ডোনাও। সানার সঙ্গে তাঁরাও গিয়েছেন। স্বাভাবিকভাবেই খুশি সৌরভ ও ডোনা। মেয়ের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেন তাঁরা। ক্যাপশনে লেখেন, 'দারুণ অভিজ্ঞতা। সানা ওর বিশ্ববিদ্যালয়ে। ইউসিএল'।


মেয়ের নতুন সফরের আগে রোমাঞ্চিত মা ডোনা। লন্ডন থেকে এবিপি লাইভকে জানালেন, কতটা উচ্ছ্বসিত তিনি। বললেন, 'অর্থনীতি নিয়ে পড়াশোনা করছে ও। অনেক দিন থেকেই ঠিক ছিল যে, ও ইংল্যান্ডে পড়াশোনা করবে। করোনা পরিস্থিতির জন্য সব কিছু স্থগিত ছিল। ক্লাস হচ্ছিল অনলাইনে। অবশেষে আমাদের সকলের স্বপ্নপূরণ হল। এবার বিশ্ববিদ্যালয়েই ওর ক্লাস শুরু হল।'


ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মব্যস্ততা থেকে দিন কয়েকের ছুটি। সৌরভ রয়েছেন ছুটির মেজাজে। লন্ডনে নতুন অ্যাপার্টমেন্ট নিয়েছেন তিনি। ১৯৯৬ সালে এই শহরেই তাঁর ঐতিহাসিক টেস্ট অভিষেক। পরে অধিনায়ক হিসাবে ন্যাটওয়েস্ট ট্রফি জয়। লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে ওড়ানো। কেরিয়ারের একের পর এক কোহিনূর ছড়িয়ে রয়েছে ইংল্যান্ডে। সেখানে মেয়েকে ভর্তি করাতে গিয়ে সকালে রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়ছেন সৌরভ। সেই ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।



পরে আরও একটি ছবি শেয়ার করেন সৌরভ। সূর্যাস্তের সময়কার ছবি। ক্যাপশনে লেখেন, 'বিকেলে সূর্যাস্তের মুহূর্তটা অসাধারণ। আবহাওয়াও মনোরম।' ছবিটা লন্ডনে সৌরভের নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে তোলা। ক্লিন শেভড, পরনে সোয়েটার। ছবির পিছনে থেকে উঁকি মারছে টেমস নদী আর সূর্যাস্তের মুহূর্ত।


টেমস নদীর ধারেই সৌরভের ফ্ল্যাট রয়েছে। বর্তমানে সেখানেই সপরিবারে রয়েছেন দাদা। মহালয়ার আগে ৪ অক্টোবর কলকাতায় ফিরবেন বোর্ড প্রেসিডেন্ট। পুজোর মাঝেই ফের আইপিএল ফাইনাল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতায় ফিরেই দাদাগিরির শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন মহারাজ।