সৌভিক মজুমদার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: রাজ্য বার অ্যাসোসিয়েশনে পর এবার রাজ্য বার কাউন্সিল। কালা দিবস পালন নিয়ে রাজ্য বার কাউন্সিল কার্যত দু’ভাগ হয়ে গেল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে আপত্তির কথা জানালেন রাজ্য বার কাউন্সিলের কার্যকরী কমিটির ৩ সদস্য।



কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট নিয়ে রাজ্য বার অ্যাসোসিয়েশনে ফাটলটা দেখা দিয়েছিল। এবার, আইনজীবীদের কালা দিবস পালন নিয়ে কার্যত দু’ভাগ হয়ে গেল রাজ্য বার কাউন্সিল। সোমবার, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন আইনজীবীদের একাংশ। দরজা বন্ধ রেখে অন্যান্য আইনজীবী, বিচারপ্রার্থী ও কর্মীদের ঢুকতে দেওযা হয়নি বলে অভিযোগ ওঠে।                                           


 
ওই ঘটনায়, স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আইনজীবীরা কেন প্রতিবাদ করতে পারবেন না? আইনজীবীদের বক্তব্য না শুনে কেন রুল জারি হবে? এই প্রশ্ন তুলে সোমবার কালা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বার কাউন্সিল।                                              


আরও পড়ুন, ভুয়ো কল লেটার নিয়ে নিয়োগের ইন্টারভিউতে, পর্ষদের অফিসেই চাকরিপ্রার্থী-মিডলম্যান গ্রেফতার


এবার, এই কালা দিবস পালন নিয়ে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে আপত্তির কথা জানালেন রাজ্য বার কাউন্সিলের কার্যকরী কমিটির ৩ সদস্য। তাঁদের অভিযোগ, কালা দিবস পালনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়নি। রাজ্য বার কাউন্সিলের সব সদস্যকে না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারম্যান। এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের অধিকার রাজ্য বার কাউন্সিলের নেই।                                              


রাজ্য বার কাউন্সিলের নাম ব্যবহার করে স্বেচ্ছাচারিতা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। এদিকে, হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলার প্রতিবাদে শনিবার কলকাতায় মিছিলে করলেন, বিজেপিপন্থী আইনজীবী, চিকিৎসক, অভিনেতারা-সহ বিশিষ্টরা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত কালো রংয়ের মাস্ক পরে মিছিল করা হয়।