কৃষ্ণনগর: SIR ইস্যুতে ফের একবার অমিত শাহকে (Amit Shah) একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ''এসআইআর করে বাংলা থেকে মানুষকে তাড়িয়ে দিলে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। স্বরাষ্ট্রমন্ত্রী সব কিছু করতে পারেন, তাঁর দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর।'' পশ্চিমবঙ্গের ভোটের আগে, তৃণমূল-বিজেপি দু'পক্ষের মুখেই বিহারের ভোটের ফলের প্রসঙ্গ! বুধবার সংসদে অমিত শাহ, এবং আজ কৃষ্ণনগরের জনসভায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়, দুজনেই বিহারের কথা টেনে এনে পরস্পরকে আক্রমণ শানালেন।
এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় আরও বলেন, ''দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে DM-দের মাথার উপর ছড়ি ঘোরানোর জন্য। বলছে দেড় কোটি নাম বাদ দিতে হবে। যদি সত্যিই সত্যিই নাম কেটে দেওয়া হয়, তাহলে ধর্না দেবেন। না না তোলা পর্যন্ত ধর্না চালিয়ে যাবেন। যাঁরা ঠাকুরদা, ঠাকুমার নাম দিয়েছে, তাঁদের হিয়ারিংয়ে ডাকা হবে। DM-দের পাশে একটা করে কেন্দ্রের লোক বসিয়ে রাখা হবে। DM-BDO-দের ভয় দেখানো হচ্ছে? ২৯ পর্যন্ত ওদের দিল্লি চালাতে হবে না, তার আগেই মেয়াদ শেষ হয়ে যাবে।"
এর আগে এই SIR প্রক্রিয়াকে কেন্দ্রের চালাকি বলে খোঁচা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, ''SIR-এ সবাই নাম তুলবেন। কারণ এটা ওদের চালাকি ! সামনে নির্বাচন আছে। যদি এসআইআর না করতে পারেন, মানে এই জন্যই প্ল্যান করে করেছে, নির্বাচনের দু মাস আগে, যদি আমরা না মেনে চলি, তাহলে ওরা রাষ্ট্রপতি শাসন করে ভোট করবে। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে। আপনার অস্তিত্ব থাকবে না। আপনার ভাষা থাকবে না। আপনার সম্মান থাকবে না। বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। আমরা এনআরসি করতে দেব না। নিশ্চিন্তে থাকুন, এখানে কোনও ডিটেনশন ক্যাম্প এখানে হবে না। ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে চালু করে দিয়েছে, ডিটেনশন ক্যাম্প, আসামে ডিটেনশন ক্যাম্প।'তিনি আরও বলেন, মনে রাখবেন, চূড়ান্ত তালিকায় নামটা আছে কিনা দেখতে হবে। কেন্দ্রে বিজেপি চালাকি করেছে। চূড়ান্ত তালিকা তৈরি করেই, তারপর দিনই ইলেকশন ডিক্লেয়ার করে দেবে। যাতে কেউ কোর্টে যেতে না পারে।''