আশাবুল হোসেন, পশ্চিম বর্ধমান: ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমাধান থেকে চলচ্চিত্র উৎসব, অথবা শোকের মুহূর্ত, টলিউড তথা কলকাতার শিল্পী মহলের সঙ্গে সখ্য নিয়ে লুকোছাপা করেননি কোনও কালেই। সিনেমা, সিরিয়াল সম্পর্কে খোঁজখবর রাখেন বলেও জানিয়েছেন একাধিক বার। এ বার বাংলার পুলিশ প্রধানের মধ্যে 'মহানায়ক' উত্তম কুমারকে (Uttam Kumar) খুঁজে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মনোজ মালব্যকে (Manoj Malviya) উত্তম কুমারের মধ্যে দেখতে বলে মন্তব্য করলেন তিনি। 


ডিজি-র সঙ্গে উত্তম কুমারের মিল পেলেন মমতা


বুধবার দুর্গাপুরে (Durgapur News) প্রশাসনিক বৈঠকে যোগ দেন মমতা (Paschim Bardhaman News)। সেখানে কিছু বলার আছে কিনা, ডিজি-র কাছে জানতে চান তিনি। সেই মতো উঠে দাঁড়ান ডিজি। কিন্তু কথা শুরু করতেই তাঁকে মাঝপথে থামিয়ে দেন মমতা। বলেন, "আমাদের ডিজি খুব শান্তশিষ্ট। ডিজিকে দেখতে শুনতে...একেবারে উত্তম কুমারের মতো দেখতে দেখ!"



মমতার এই মন্তব্যে বৈঠকে উপস্থিত সকলেই হেসে ওঠেন। তাতে কার্যতই লজ্জায় পড়েন ডিজি মালব্য। তার মধ্যেই দুই এসপি ভাল কাজ করেছেন বলে জানান তিনি। তাতে সায় দেন মমতাও। 


আরও পড়ুন: Jhalda: "আমার স্বামীর রক্তের জয় হয়েছে", ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে ভাইপোর জয়ে মত তপনের স্ত্রীর


এ দিনের বৈঠকে, ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মমতা। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে, যাঁদের জব কার্ড রয়েছে, তাঁদের কাজের দায়িত্ব রাজ্যের দফতরগুলিকে নিতে নির্দেশ দেন। রাস্তাঘাটের হাল ফেরাতে হবে বলেও জানান মমতা। তিনি জানান, সামেন পঞ্চায়েত নির্বাচন। গ্রামের রাস্তা খারাপ থাকলে কেউ ভোট পাবেন না, সেটা মাথায় রাখতে নির্দেশ দেন।


রাস্তা সারাইয়ে কড়া নির্দেশ মমতার


এ দিন মমতা বলেন, "গ্রামের রাস্তা খারাপ থাকলে কেউ ভোট পাবেন না, মাথায় রাখবেন। রাস্তা ভাল হলে খুশি হয়ে ভোট দেবেন মানুষ।" নিজে দাঁড়িয়ে থেকে দরকার হলে মাথায় করে ইঁট বইবেন বলেও মন্তব্য করেন।  জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিগুলিকে সেই নিয়ে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।