Mamata Banerjee Health: পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, জানান এসএসকেএম অধিকর্তা

CM Mamata Banerjee Health Live Updates: সাংঘাতিক দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ABP Ananda Last Updated: 14 Mar 2024 11:03 PM

প্রেক্ষাপট

গুরুতর আহত মুখ্যমন্ত্রী, এসএসকেএম হাসপাতালে চিকিৎসার পর নিয়ে যাওয়া হল বাড়িতে। কপালে গুরুতর আঘাত, নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সামনের ঘর থেকে ভিতরের ঘরে যাওয়ার পথে দুর্ঘটনা, খবর সূত্রের। অনুষ্ঠান...More

CM Health Update: পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, জানান এসএসকেএম অধিকর্তা

গুরুতর চোট মুখ্যমন্ত্রীর, পড়ল চারটে সেলাই। পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, জানান এসএসকেএম অধিকর্তা। 'মুখ্যমন্ত্রীর কপালে ৩টি সেলাই এবং নাকে ১টি সেলাই। মুখ্যমন্ত্রীর চিকিৎসায় মেডিক্যাল টিম। পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী', বলেন এসএসকেএম অধিকর্তা।