Mamata Banerjee Health: পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, জানান এসএসকেএম অধিকর্তা

CM Mamata Banerjee Health Live Updates: সাংঘাতিক দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ABP Ananda Last Updated: 14 Mar 2024 11:03 PM
CM Health Update: পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, জানান এসএসকেএম অধিকর্তা

গুরুতর চোট মুখ্যমন্ত্রীর, পড়ল চারটে সেলাই। পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী, জানান এসএসকেএম অধিকর্তা। 'মুখ্যমন্ত্রীর কপালে ৩টি সেলাই এবং নাকে ১টি সেলাই। মুখ্যমন্ত্রীর চিকিৎসায় মেডিক্যাল টিম। পিছন থেকে ধাক্কা লেগে পড়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী', বলেন এসএসকেএম অধিকর্তা।

Mamata Banerjee Health: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট প্রধানমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন, 'মমতা দিদির দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করি।'


 





CM Health Update: এসএসকেএমে চিকিৎসার পর বাড়ি গেলেন মুখ্যমন্ত্রী

দ্রুত আরোগ্য কামনা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের। 'খবর শুনে উদ্বিগ্ন, দিদির দ্রুত আরোগ্য কামনা করি, ভগবান মঙ্গল করুন', এক্স হ্যান্ডেলে পোস্ট অরবিন্দ কেজরিওয়ালের। দ্রুত আরোগ্য কামনা এম কে স্টালিনের। 

Mamata Banerjee Health: এসএসকেএমে চিকিৎসার পর বাড়ির পথে মুখ্যমন্ত্রী

চিকিৎসকদের মতে, প্রাথমিকভাবে যে উদ্বেগের জায়গা তৈরি হয়, তা কাটানো গিয়েছে। রিপোর্ট যা এসেছে তা শঙ্কার নয়। এসএসকেএমে চিকিৎসার পর বাড়ির পথে মুখ্যমন্ত্রী। 

CM Health Update: হাসপাতাল সূত্রে খবর সামান্য প্রেসার বেশি রয়েছে মুখ্যমন্ত্রীর

হাসপাতাল সূত্রে খবর সামান্য প্রেসার বেশি রয়েছে মুখ্যমন্ত্রীর। বাঙ্গুর ইন্সটিটিউট অফ নিউরোলজিতে সিটি স্ক্যান সেরে ফেরত নিয়ে যাওয়া হল উডবার্নে। এমআরআইয়ের প্রয়োজন নেই বলে মনে করছেন চিকিৎসকেরা।

Mamata Banerjee Health: বাঙ্গুর ইনন্সিটিউট অফ নিউরো সায়েন্সেসে নিয়ে যাওয়া হবে মুখ্যমন্ত্রীকে

হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে বের করা হল মুখ্যমন্ত্রীকে। বাঙ্গুর ইনন্সিটিউট অফ নিউরো সায়েন্সেসে নিয়ে যাওয়া হবে তাঁকে।

CM Health Update: এমআরআই বা সিটি স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হবে মুখ্যমন্ত্রীকে

অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। এমআরআই বা সিটি স্ক্যান করার জন্য নিয়ে যাওয়া হবে। আঘাত কতটা গুরুতর তা বোঝার জন্যই রেডিও ইমেজিংয়ের উদ্যোগ। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নামানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে। 

Mamata Banerjee Health: সূত্রের খবর বাড়িতে পা পিছলে পড়ে গিয়ে শোকেসের কোণায় কপাল ঠুকে যায় মুখ্য়মন্ত্রীর

সূত্রের খবর বাড়িতে পা পিছলে পড়ে গিয়ে শোকেসের কোণায় কপালে লাগে মুখ্য়মন্ত্রীর। তৃণমূলের এক্স হ্যান্ডল থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ্যে আনা হয়। মুখ্য়মন্ত্রীর আহত হওয়ার খবর পেয়ে একের পর এক নেতা এসএসকেএমে হাজির হন।

CM Health Update: উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর VVIP কেবিনে ভর্তি মুখ্যমন্ত্রী, সম্পন্ন হয়েছে সেলাই

মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীকে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হতে পারে। ব্রেন হ্যামারেজ হয়েছে কিনা তা দেখা হবে। আপাতত হুঁশ রয়েছে মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee Health: উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর VVIP কেবিনে ভর্তি মুখ্যমন্ত্রী

এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর VVIP কেবিনে ভর্তি মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, বাড়িতেই পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই সেলাই সম্পন্ন হয়েছে, রক্তপাত বন্ধ হয়েছে। 

CM Health Update: ফের দুর্ঘটনার কবলে, গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর চিকিৎসায় বিশেষ মেডিক্যাল টিম গঠন। আহত মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 

Mamata Banerjee Health: ফের দুর্ঘটনার কবলে, গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ফের দুর্ঘটনার কবলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর আহত হয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতালে আনা হয় তাঁকে। গাড়িতে চেপে ফেরার সময় তিনি আহত হন বলে জানা যায় প্রথমে। আবার একটি সূত্রে দাবি করা হয়, গাড়ি বাড়িতে ঢোকার পরই দুর্ঘটনা ঘটে। হাঁটতে গিয়ে পড়ে যান। হাসপাতাল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে কপাল থেকে রক্ত পড়তে দেখা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের লোকজন মমতাকে হাসপাতালে নিয়ে যান বলে খবর। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। 

প্রেক্ষাপট

গুরুতর আহত মুখ্যমন্ত্রী, এসএসকেএম হাসপাতালে চিকিৎসার পর নিয়ে যাওয়া হল বাড়িতে। কপালে গুরুতর আঘাত, নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সামনের ঘর থেকে ভিতরের ঘরে যাওয়ার পথে দুর্ঘটনা, খবর সূত্রের। অনুষ্ঠান সেরে বাড়ি ফিরে পা পিছলে পড়ে শোকেসের কোণায় মাথা ঠুকে রক্তপাত, খবর সূত্রের। মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত স্থিতিশীল মুখ্যমন্ত্রী, মাথায় চারটি সেলাই পড়েছে, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


ফের দুর্ঘটনার কবলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুতর আহত হয়েছেন তিনি। এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) আনা হল তাঁকে। গাড়িতে চেপে ফেরার সময় তিনি আহত হন বলে জানা যায় প্রথমে। আবার একটি সূত্রে দাবি করা হয়, গাড়ি বাড়িতে ঢোকার পরই দুর্ঘটনা ঘটে বলেও জানা গিয়েছে। হাঁটতে গিয়ে পড়ে যান। হাসপাতাল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে কপাল থেকে রক্ত পড়তে দেখা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং পরিবারের লোকজন মমতাকে হাসপাতালে নিয়ে যান বলে খবর। তাঁর চিকিৎসা শুরু হয়েছে। (Mamata Banerjee Injured)


তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় মমতার আহত হওয়ার খবর জানানো হয়েছে। কপাল থেকে নাক বেয়ে রক্ত পড়ছে, হাসপাতালের শয্যায় শুয়ে রয়েছেন মমতা, এমন একটি ছবি প্রকাশ করা হয়। লেখা হয়, 'আমাদের চেয়ারপার্সন গুরুতর আহত হয়েছেন। ওঁর জন্য প্রার্থনা করুন আপনারা'। আবারও মমতার দুর্ঘনার খবরে উদ্বেগ ছড়িয়েছে। কারণ এই নিয়ে পর পর বেশ কয়েক বার দুর্ঘটনায় আঘাত পেলেন তিনি। (Mamata Banerjee)


দলীয় সূত্রে যে খবর মিলেছে, সেই অনুযায়ী, বালিগঞ্জে এদিন সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা। সেখানে যে পোশাক পরেছিলেন তিনি, হাসপাতালে পরিহিত পোশাকের সঙ্গে মিল নেই তার। দলীয় সূত্রে খবর, বাড়ি ফিরে পোশাক পাল্টেছিলেন মমতা। তার পর হাঁটা শুরু করেন। একটি শোকেসের কোনায় মাথা ঠুকে গিয়ে আঘাত পান। বাড়িতে পড়ে গিয়ে মমতা আঘাত পান বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রেও। তবে পা পিছলে পড়ে গিয়েছেন মমতা, নাকি এর নেপথ্যে অন্য কারণ রয়েছে, তা এখনও খোলসা হয়নি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.