কলকাতা: দীর্ঘদিন ধরে নানা টালবাহানার পর বৃহস্পতিবার আরও চারটি ভাষার সঙ্গে সঙ্গে বাংলাকে ধ্রুপদী ভাষার (Classical Language) স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপরই টুইট করে এই বিষয়ে একাধিক বার কেন্দ্রীয় সরকারকে আবেদন জানিয়ে চিঠি লিখে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় (West Bengal Chief Minister Mamata Banerjee) দাবি জানিয়েছেন বলে বৃহস্পতিবার টুইট করে দাবি জানান। 


শুক্রবার ফের একটি টুইটে নিজের পাঠানো চিঠির ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ২০২৪ সালের ১১ জানুয়ারি ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি চিঠি লিখে বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে ছিলাম। এই বিষয়ে প্রচুর তথ্য দিয়েছিলাম ওই চিঠির সঙ্গে। আমাদের সেই তথ্য নির্ভর আবেদন শেষপর্যন্ত মেনে নিয়ে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার। সেই চিঠিটি জনসাধারণের জানানোর জন্য আমার টুইটের সঙ্গে পোস্ট করলাম। দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার পর আমাদের প্রিয় বাংলা ভাষা শেষ পর্যন্ত ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল।  



প্রসঙ্গত উল্লেখ্য, জুলাই মাসে সাহিত্য অ্যাকাডেমির অন্তর্গত লিঙ্গুইস্টিক্স এক্সপার্টস কমিটি মারাঠি, পালি, প্রাকৃত, অহমিয়া ও বাংলা-কে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অনুমোদন দেয়। বৃহস্পতিবার সেই অনুমোদনে শীলমোহর পড়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন,"আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘ লড়াইয়ের পর আমাদের মাতৃভাষা বাংলাকে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। অনেকদিন ধরে আমরা কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের কাছে এই সংক্রান্ত গবেষণালব্ধ বিপুল তথ্য জমা দিয়ে দাবি করছিলাম যাতে বাংলা ভাষাকে এই স্বীকৃতি দেওয়া হয়। আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হলো। কেন্দ্রীয় সরকার আজ সন্ধ্যায় আমাদের দাবি মেনে নিয়েছে। অন্য কয়েকটি রাজ্যের ভাষা আগে এই স্বীকৃতি পেলেও বাংলাকে বঞ্চিত রাখা হয়েছিল। ভালো লাগছে, আমাদের লড়াইয়ে অবশেষে বাংলা ভাষা এই অভিপ্রেত এবং ন্যায্য স্বীকৃতি পেল।"


বাংলার মানুষকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "আমি অত্যন্ত আনন্দিত যে মহান বাংলা ভাষাকে একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। বিশেষ করে দুর্গাপুজোর শুভ সময়ে। বাংলা সাহিত্য বছরের পর বছর ধরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে। আমি সারা বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের অভিনন্দন জানাই।" 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।