কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ। মিড ডে মিল থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় প্রকল্পগুলির অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে জেলায় জেলায় প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্রের মোদি সরকার। এই আবহে কেন্দ্রীয় দল নিয়ে ফের ঝাঁঝাল ভাষায় আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
ফের ঝাঁঝাল ভাষায় আক্রমণ: এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “ওরা আমাদের অনেক উন্নয়নের প্রকল্পও বন্ধ করে দিয়েছে। সরাসরি বলেছে। অনেক বিজেপির লোকই আমাদের বলেছে, ২০২৪ পর্যন্ত আমরা বাংলাকে টাকা দেব না। কেন না, তখন লোকসভা নির্বাচন।’’রাজ্যে মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখে সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে যে রিপোর্ট জমা দিয়েছে জয়েন্ট রিভিউ মিশন, তাতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। ৬ মাসে ১৬ কোটির বেশি অতিরিক্ত মিড ডে মিল দেখিয়ে তুলে নেওয়া হয়েছে ১০০ কোটি টাকা। এই অভিযোগ ঘিরে শোরগোলের মধ্য়েই, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দফায় দফায় রাজ্য়ে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ১০০ দিনের কাজেও দুর্নীতির অভিযোগ ঘিরে চরমে ওঠে সংঘাত। এই আবহে এদিন ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন তৃণমূলনেত্রী। তিনি বলেন, “উন্নয়নের কাজ ব্যাহত করার চেষ্টা হচ্ছে। উন্নয়নের টাকা থামিয়ে দিচ্ছে। কেন্দ্র আমাদের বকেয়া দিচ্ছে না।’’
এদিকে সামনে পঞ্চায়েত ভোট হলেও অমিত শাহ রাজ্য়ে এসে হুঙ্কার ছেড়েছিলেন লোকসভা ভোট এবং আগামী বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারের পতন নিয়ে। এবার তা নিয়ে পাল্টা সপ্তমে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লি থেকে বাংলায় এসে অমিত শাহ দাবি করেছিলেন, ২৪-এর লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি ৩৫টি আসনে জিতলেই ২০২৫-এর আগেই তৃণমূল সরকার পড়ে যাবে। পাল্টা মুখ্য়মন্ত্রীও এবার মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সরাসরি তাঁর পদত্যাগের দাবিতে সুর চড়ালেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তিনি কখনোই সংবিধানের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বলতে পারেন না ৩৫টা আসন পেলেই বাংলার সরকার চলে যাবে। এই কথার অর্থ স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করছেন। কোন আইনে তিনি নির্বাচিত সরকার ভাঙতে পারেন? গণতান্ত্রিক সরকার ভাঙতে চাইছে কেন্দ্র।’’
আরও পড়ুন: Tapas Saha: তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্তে আগ্রহী, হাইকোর্টে জানাল সিবিআই