শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে হুমকি-হুঁশিয়ারি । এবার সেই তালিকায় নতুন সংযোজন নিশীথ প্রামাণিক (Nisith Pramanick)। কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের (CoochBehar) বিজেপি (BJP) নেতা পঞ্চায়েত ভোটে কোচবিহারে তৃণমূলকে (TMC) সাফ করে দেওয়ার হুমকি দিয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 


হুঁশিয়ারি নিশীথের


'যাঁরা বোমা, বন্দুকের রাজনীতি করছেন, তাঁরা সাবধানে থাকুন। ঘড়ির কাঁটা ঘুরছে, কোনও ঘটনার পুনরাবৃত্তি হলে অবাক হবে না। মানুষ প্রতিহত করে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবে', হুঁশিয়ারি দিয়েছেন নিশীথ প্রামাণিক। যার পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও। 


আদালতে হাজিরা নিশীথের


পাশাপাশি সোনার দোকানে চুরির মামলায়, আজ আলিপুরদুয়ার আদালতে হাজিরা দেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। বাম আমলে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগে মামলা দায়ের হয়েছিল, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। জবাব দিয়েছে বামেরাও। নিজেকে বাঁচাতে মিথ্যা বলছেন নিশীথ প্রামাণিক। মন্তব্য় করেছেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।


২০০৯ সালে আলিপুরদুয়ার শহরের দু’টি সোনার দোকানে চুরির ঘটনায় নিশীথ প্রামাণিক-সহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ২০১৯ সালে নিশীথ প্রামাণিক সাংসদ হওয়ার পর এই মামলা বারাসাতে স্থানান্তরিত হয়। পরে হাইকোর্টের নির্দেশে আবার মামলা ফেরে আলিপুরদুয়ার আদালতে। গত ১১ নভেম্বর চুরির মামলায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। হাইকোর্টের নির্দেশেই মঙ্গলবার আলিপুরদুয়ার আদালতে হাজিরা দেন নিশীথ প্রামাণিক। 


হুমকি তৃণমূল নেতারও 


এদিকে পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসেরও। 'আমরা মিটিং-মিছিল করতে দিচ্ছি, তাই তোমরা মিটিং-মিছিল করতে পারছো, যেদিন মনে করব, তোমাদের মিটিং-মিছিল করতে দেব না। সেদিন তোমরা বাংলায় কিছু করতে পারবে না', বিরোধীদের হুঁশিয়ারি বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের। 'বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, তৃণমূলই বিরোধী দল', অন্য কোনও বিরোধী দল বাংলায় নেই, হুঁশিয়ারি শাসক দলের বিধায়কের।                                                              


আরও পড়ুন- 'বাংলায় বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে' বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়