কলকাতা : বঙ্গের আকাশে ক্রমশ গাঢ় হচ্ছে করোনার (Corona) কালো মেঘ। রাজ্যে কার্যত লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য দফতরের শুক্রবারের (১ জুলাই) বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ১৭৩৯ জন। চিন্তার রেশ বাড়িয়ে পজিটিভিটি রেট (positivity rate) পৌঁছে গিয়েছে প্রায় ১৫ শতাংশে! বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে পজিটিভিটি হার ১৪ দশমিক ৭২ শতাংশ। তবে রাজ্যে লাফিয়ে সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য। যে তথ্য কিছুটা স্বস্তি দিচ্ছে। প্রসঙ্গত, শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ৬৭৩ জন। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় ৪৪১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৫৮ জন।


শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৮১১ জনের। যার মধ্যে ১ হাজার ৭৩৯ জনের রিপোর্ট পজিটিভ। গত কয়েকদিন ধরেই রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা ও পজিটিভিটি রেট বাড়ছে। সেই আশঙ্কার মাঝে আরও কিছুটা উদ্বেগই বাড়াচ্ছে ১৫-র দোরগোড়ায় পৌঁছে যাওয়া পজিটিভিটি রেট। এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ২৭৭। যার মধ্যে অবশ্য ৭ হাজার ৯৫০ জনই রয়েছেন হোম আইসোলেশনে। বাকি ৩২৭ জন রয়েছেন হাসপাতালে।


প্রসঙ্গত, দেশজুড়ে (India) ঊর্ধ্বমুখী করোনা (Coronavirus) সংক্রমণ। এই আবহে এবার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। রাজ্যগুলিকেও সতর্ক করেছে কেন্দ্র। সেই মর্মে একটি নির্দেশিকাও দিয়েছে কেন্দ্র সরকার। এছাড়াও করোনা পরীক্ষা এবং নমুনা টেস্ট নিয়ে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry)। 


কী কী জানান হয়েছে? 



  • বিদেশ থেকে আসা বিমানযাত্রীদের ২ শতাংশের আরটি-পিসিআর

  • রিপোর্ট পজিটিভ হলে নমুনা পাঠাতে হবে জিন পরীক্ষার জন্য

  • সংক্রমিত ব্যক্তিদের আইসোলেশনের পরামর্শ, করাতে হবে প্রয়োজনীয় চিকিৎসা

  • প্রত্যেক মাসে রাজ্যগুলিকে নিয়মিত সমীক্ষা চালিয়ে যেতে হবে

  • সংক্রমণের হার বুঝতে করতে হবে নিয়মিত সমীক্ষা

  • ইনফ্লুয়েঞ্জা আক্রান্তদের ৫ শতাংশর আরটি-পিসিআর টেস্ট বাধত্যামূলক

  • নিকাশি নালার জল পরীক্ষা করে জীবাণুর উপস্থিতি যাচাই করতে হবে

  • যাবতীয় তথ্য নিয়মিত স্বাস্থ্যমন্ত্রকে পাঠাতে হবে


আরও পড়ুন- ‘মহামারির রূপ বদল হচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না’, উদ্বেগপ্রকাশ করে মন্তব্য ‘হু’-প্রধানের