নান্টু পাল, নলহাটি (বীরভূম) : বৃহস্পতিবার বীরভূমের (Birbhum) মহম্মদবাজার থেকে উদ্ধার হয়েছিল ৮১ হাজার ডিটোনেটর। একদিন পর শুক্রবারই, নলহাটি (Nalhati) থেকে প্রচুর পরিমান অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটর উদ্ধার করল STF!


শুক্রবার সকালে, ঝাড়খণ্ড লোগোয়া নলহাটির লখনামারা গ্রামে STF অভিযান চালায়। একটি গুদাম থেকে উদ্ধার হয় ৩০০ কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট ও ৩ হাজার ডিটোনেটর। বিস্ফোরক তৈরিতে কাজে লাগে অ্যামোনিয়াম নাইট্রেট।


বিরোধীদের আক্রমণ


বৃহস্পতিবার ডিটোনেটর উদ্ধার নিয়ে, ট্যুইটে তৃণমূলকে কটাক্ষ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছিলেন, 'এটা কি ২১শে জুলাই "জেহাদ দিবস" মানানোর প্রস্তুতি?' শুক্রবার বিস্ফোরক তৈরির সামগ্রী উদ্ধার হওয়ায়, তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক দলও।


বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেছেন, 'বীরভূম বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে, যে কোনও সময় বিস্ফোরণ হতে পারে। ধারাবাহিকভাবে বিস্ফোরক উদ্ধার হচ্ছে। বীরভূমবাসী হিসেবে আতঙ্কিত।তৃণমূল নেতাদের কাছে এই সব ধরনের বারুদ মজুত আছে।'


এদিকে, বীরভূমের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ত্রিদীব ভট্টাচার্য বলেছেন, 'বীরভূম জেলা পুলিশ সক্রিয়ভাবে গ্রেফতার করছে, যাতে কোনও ঘটনা না ঘটে।বীরভূম যদি বারুদের স্তূপে থাকে, সেটা যদি বিরোধীরা জানে, কোথায় আছে তা পুলিশকে বলুক বিরোধীরা। তারপর যদি পুলিশ কাজ না করে তখন বলবে।'


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেট ও ডিটোনেটরগুলি বেআইনি পাথর খাদানে ব্যবহার করার জন্য মজুত করা হয়েছিল। শুধুই কি তাই? নাকি এর পিছনে অন্য কোনও চক্র আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


আরও পড়ুন- রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের


কিছুদিন আগেই নকল সোনার কয়েনকে (Fake Gold Coin) আসল বলে চলছিল বিক্রি। প্রতারণা চক্রের এক দুষ্কৃতীকে হাতেনাতে ধরে পুলিশ। ঘটনাটি ঘটে বীরভূমের (Birbhum) সাঁইথিয়ায়। ইতিমধ্যেই ধৃতের কাছ থেকে বিপুল পরিমাণ নকল সোনার কয়েন ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।