সন্দীপ সরকার, কলকাতা : রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৩১ জন।
রাজ্যে করোনা পরিস্থিতি
২৬ শে মে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২ জন। শেষ সাত দিনে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১৯ জন। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫৮ থেকে বেড়ে হয়েছে ৩ হাজার ৯৬১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা ২০৩ জন। ৪ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হল ৩২।
সারা দেশে এখন ক্রমেই বাড়ছে কোভিড-১৯র সক্রিয় কেসের সংখ্যা। আপাতত অ্যাক্টিভ সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৫৮। গত ২৪ ঘন্টায় ৩৬০ টি নতুন সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রবিবার (১ জুন, ২০২৫) দেওয়া তথ্য অনুসারে, কেরল, মহারাষ্ট্র এবং দিল্লিতে যথাক্রমে ১৪০০, ৪৮৫ এবং ৪৩৬ টি কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯ এ ২ জনের মৃত্যু হয়েছে। ভারতে এখন মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৩,৭৫৮ , যার মধ্যে শনিবার এবং রবিবারের মধ্যেই ৩৬৩ টি নতুন কেস ধরা পড়েছে।
এখন যে লক্ষণগুলি নিয়ে হানা দিচ্ছে কোভিড -
চিকিৎসকরা বলছেন, এখন কোভিড ১৯ সংক্রমিত হয়ে যাঁরা হাসপাতালে আসছেন, তাঁদের মধ্যে ক্রমাগত কাশি , গলা ব্যথা, বমি বমি ভাব এবং বমির মতো লক্ষণ দেখা যাচ্ছে। এর সঙ্গে কারও কারও কনজাংটিভাইটিসও হচ্ছে। তবে এখনও পর্যন্ত বেশিরভাগই বাড়িতেই ওষুধ-পত্র ও বিশ্রামে সুস্থ হয়ে উঠছেন। তবে যাঁদের অন্তর্নিহিত কোনও স্বাস্থ্যগত সমস্যা রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে কোভিডের লক্ষণগুলি আরও খারাপ দিকে যেতে পারে।
চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন -
আবার মাস্ক পরা অভ্যাসে পরিণত করুন মাস্ক পরা বাধ্যতামূলক করা উচিত। এটি কেবল আপনাকে ভাইরাস থেকে রক্ষা করে না বরং আপনার চারপাশের মানুষকেও নিরাপদ রাখে। বয়স্ক এবং শিশুদের মাস্ক ব্যবহার শুরু করা দরকার চিকিৎসককে জিগ্যেস করে।
হাতের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে খেয়াল রাখতে হবে বাইরে থেকে এসে হাত ধোয়া, হাত ধুয়ে খাওয়া, ইত্যাদি অভ্যাসগুলি ছাড়লে চলবে না। সাবান বা স্যানিটাইজার দিয়ে আপনার হাত ভালোভাবে পরিষ্কার করুন।
সামাজিক দূরত্ব বজায় রাখুন যতটা সম্ভবআপনি যেখানেই যান না কেন, রেস্তোরাঁ হোক বা বাজার-দোকান, ভিড় থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন। এটি একটি ছোট অভ্যাস যা আপনাকে বড় সমস্যা থেকে বাঁচাতে পারে।
সর্দি-কাশি উপেক্ষা করবেন নাযদি কারো কাশি, সর্দি, জ্বরের মতো লক্ষণ থাকে, তাহলে তার বাড়িতে থাকা উচিত এবং বিশ্রাম নেওয়া উচিত এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত।