কলকাতা: রাজ্যে ১১ হাজারের কাছেই করোনার দৈনিক সংক্রমণ। রাজ্যে একদিনে ১০ হাজার ৯৫৯জন করোনা আক্রান্ত। রাজ্যে টানা ৬ দিন তিরিশের উপরেই করোনায় মৃত্যুর সংখ্যা রয়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সরকারি হিসেব অনুযায়ী উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় রেকর্ড ১৪ জনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় একদিনে ১ হাজার ৭৪৭ জন আক্রান্ত হয়েছেন। কলকাতায় একদিনে ১ হাজার ৭৫৯জন সংক্রমিত হয়েছেন এবং ৯ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, করোনার (Corona) তৃতীয় ঢেউয়ে (Third Wave) এই প্রথম দেশে দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা ৩ লক্ষ পেরোল। গতকালের তুলনায় ১২ শতাংশের বেশি বাড়ল দৈনিক সংক্রমণ। দেশে দৈনিক মৃত্যুর (Daily Death Toll) সংখ্যা ফের ৫০০ ছুঁইছুঁই। বাড়ল সংক্রমণ-হারও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health & Family Welfare) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। গতকাল দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা ছিল ২ লক্ষ ৮২ হাজার ৯৭০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৯১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৪১। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৮২ লক্ষ ১৮ হাজার ৭৭৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৭ হাজার ৬৯৩ জনের মৃত্যু হয়েছে। দৈনিক পজিটিভিটি রেট (Positivity Rate) বেড়ে হয়েছে ১৬ দশমিক ৪১ শতাংশ। দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ২৮৭। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩২৬ জন।
পনেরো ঊর্ধ্বদের ভ্যাকসিনেশনের (Vaccination) দেশের মধ্যে কি লাস্ট বয় বাংলা! সাংবাদিক সম্মেলন করে এমনই দাবি করা হল কেন্দ্রের তরফে। সাংবাদিক বৈঠকে কেন্দ্রের তরফে বলা হয়েছে, ‘‘১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশনে পিছনের সারিতে বাংলা (West Bengal)। এখনও পর্যন্ত বাংলায় ১৫ থেকে ১৮ বয়সীদের ৫৩% ভ্যাকসিনেশন (Corona Vaccination of 15 to 18 years old) হয়েছে। দাদরা নগর হাভেলির সঙ্গে দেশের মধ্যে সবচেয়ে পিছনে বাংলা।' ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিনেশন নিয়ে কেন্দ্রের রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৯১ শতাংশ ভ্যাকসিনেশন করে দেশের মধ্যে শীর্ষে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)। যার পর রয়েছে হিমাচল প্রদেশ (৮৩ শতাংশ) (Himachal Pradesh), মধ্যপ্রদেশ (৭১ শতাংশ) (Madhya Pradesh), আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ (৭১ শতাংশ) (Andaman Nad Nicovar Islands) ও গুজরাট (৮৬ শতাংশ) (Gujrat)।
পাশাপাশি দেশের মধ্যে অ্যাক্টিভ করোনা রোগীর (Active Covid Cases) সংখ্যা যে রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সবথেকে বেশি তাদের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। স্বাভাবিক ভাবেই কেন্দ্রের এই রিপোর্ট সামনে আসায় অস্বস্তিতে রাজ্য স্বাস্থ্য মহল। এদিকে, কেন্দ্রের তরফে ইঙ্গিত মিলেছে, টিকাকরণের প্রক্রিয়ায় জোর দিতে বিভিন্ন হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে এবার ওষুধের দোকান থেকেও করোনার টিকা দেওয়া হবে।