কলকাতা: কোভিড আবহে শনিবার অনেকটাই উদ্বেগ কমল দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার, শুক্রবারের থেকে অনেকটাই কমল সংক্রমণ। বৃহস্পতিবার দৈনিক আটশোর ওপরে থাকলেও শুক্রবার তা কমে হয় সাতশোর ঘরে। শনিবারে তা আরও কমে হয় ছ'শোর ঘরে। এদিন স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে ৬৭২ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১০ হাজার ৩৮৯ জন। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু হয়েছে ২৫ জনের। রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৯৯০ জনের।
রাজ্যে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩ হাজার ৪৮৪। গতকালের তুলনায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৭০০। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ৮৪৮ জনের। রাজ্যে এখন পজিটিভিটি রেট ১.০৪ শতাংশ। সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ৮৯ জন। এরপর রয়েছে উত্তর ২৪ পরগণা। সে জেলায় আক্রান্তের সংখ্যা ৮৮ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ কমল, তবে অনেকটাই কমল দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮০৪ জনের। যেখানে গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৫৭। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০৭ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৭৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ১৩৭ জন। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৭ হাজার ৯৮১ জনের। দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৩ দশমিক ৪৮ শতাংশ।