কলকাতা: সোমবারের পর আজ অনেকটাই বাড়ল রাজ্যে করোনা সংক্রমণ। রাজ্যে স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭৫ জন। এ নিয়ে রাজ্যে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা হল ২০,১৬,৯১৭ জন।


সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯০ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৯১ শতাংশ। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। গতকাল মৃতের সংখ্যা ছিল ১ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মোট মৃত্য়ু হল ২১,১৯৭ জনের। 


 






দেশে গত ২৪ ঘণ্টায় সামান্য বাড়ল করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৪৯। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১। 


আরও পড়ুন: Money Laundering Case: আর্থিক তছরুপ মামলায় এবার ইডির নিশানায় উদ্ধব ঠাকরের আত্মীয়


এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৫৪৩ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ১০ হাজার ৯৭১। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০ লক্ষ ৯৩ হাজার ৫১৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৭ কোটি ২০ লক্ষ ৪৮ হাজার ৪৮৬।