কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: স্ত্রীকে খুনের ঘটনায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড (West Bengal Crime News) ।
নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হল স্বামী । এছাড়াও সাজাপ্রাপ্তকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে । জরিমানার টাকা অনাদায়ে আরও পাঁচ মাস কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত । ঘটনার ৩ বছরের মাথায় খুনের ঘটনায় শাস্তি পেল অপরাধী ।
শুক্রবার বর্ধমানের (Burdwan) বিশেষ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক এই সাজা ঘোষণা করেন । সাজাপ্রাপ্তের নাম গদাই লোহার। ভাতার থানার বসতপুরে তার বাড়ি ।
আদালত সূত্রে জানা গিয়েছে, গদাইয়ের সঙ্গে গ্রামেরই রীনা লোহারের ঘটনার ১৩ বছর আগে বিয়ে হয়েছিল । তাঁদের দু’টি ছেলে–মেয়ে রয়েছে । বিয়ের কিছুদিন পর থেকেই শ্বশুরবাড়িতে রীনার উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় । হামেশাই রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করত গদাই । এরপর ২০২১ সালের ১ নভেম্বর রাত নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করে গদাই । তারপর তাকে গলা টিপে খুন করা হয় বলে অভিযোগ । খবর পেয়ে বাপের বাড়ির লোকজন রীনার শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন, তাঁর মৃতদেহ বিছানায় পড়ে রয়েছে ।
আরও পড়ুন: সল্টলেক সেক্টর ফাইভে IT কর্মীর রহস্যমৃত্যু, বহুতলের নীচে রক্তাক্ত দেহ !
২ নভেম্বর মৃতার বাবা ভাতার থানায় অভিযোগ দায়ের করেন । তার ভিত্তিতে বধূ নির্যাতন ও খুনের ধারায় মামলা রুজু করে তদন্তে নামে ভাতার থানার পুলিশ । ৩ নভেম্বর গদাইকে গ্রেফতার করা হয় । তাকে হেফাজতেও নেয় পুলিশ । ২০২২ সালের ৪ নভেম্বর আদালতে চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার ।
ঘটনার তিন বছরের মাথায় খুনের ঘটনায় অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা হয় ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।