গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : কালীপুজোর আগে আবারও শিয়রে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আবহাওয়া দফতর ইতিমধ্যেই সতর্ক করেছে, মঙ্গলবার থেকে টানা শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বঙ্গের উপকূলে। সুন্দরবন উপকূলে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। তবে কোথায় আছড়ে পড়বে  যদি তৈরি হয় ঘূর্ণিঝড় ? 


আবহাওয়া অফিসের পূর্বাভাস, সমুদ্রে জলস্তর বৃদ্ধির পাশাপাশি উত্তাল হবে সমুদ্র । বাড়বে নদীর জল। ইতিমধ্যে জেলা প্রশাসনের কাছে সতর্কবার্তা পৌঁছে গিয়েছে। সুন্দরবন উপকূলে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে 'নবান্ন' থেকে। সুন্দরবন উপকূল থানাগুলির পক্ষ থেকে মাইকে সতর্ক করা শুরু হয়েছে। মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে ক্রমাগত। সতর্ক প্রশাসন। সুন্দরবন উপকূলে বিশেষ সতর্কতা জারি হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ, নামখানা, সাগর, গোবর্ধনপুর থানার তরফে মৎস্যজীবীদের সতর্ক করে মাইকিং শুরু হয়েছে।


বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর । দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোনও কোনও জেলায়। কলকাতাতেও বৃষ্টি হবে, তবে বিরাট দুর্যোদের আশঙ্কা এখনও নেই।  উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। 


সোমবার সন্ধের মধ্যে সব মৎস্যজীবী ট্রলারকে উপকূলে নিরাপদ আশ্রয়ে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন । মঙ্গলবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নবান্ন থেকে ঘূর্ণিঝড় সতর্কতার নির্দেশ আসার পরেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ব্লককে সতর্ক করা হয়েছে। 


নবান্ন থেকে নির্দেশ,  দুর্বল বাঁধের উপর সেচ দফতরকে নজর রাখতে হবে। প্রয়োজনে উপকূলের বাসিন্দাদের নিরাপদস্থানে তুলে আনা হবে। সেজন্য সুন্দরবনের বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়‌ কেন্দ্র ও স্কুলগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। ব্লকে ব্লকে  শুকনো খাবার, ত্রিপল,  পানীয় জলের পাউচ মজুত রাখা হচ্ছে। জেলা, মহকুমা ও ব্লকস্তরে কন্ট্রোলরুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। ব্লকে সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন থাকতে বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সব বিভাগের সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বিশেষভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেচ, বিদ্যুৎ, স্বাস্থ্য ও পঞ্চায়েত দফতরের কর্মীদের।   


 


আরও পড়ুন : লন্ডভন্ড হতে পারে উপকূল! ভয়ঙ্কর হতে পারে ঘূর্ণিঝড় 'ডানা', কেন এই নাম? কী অর্থ?