নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীরের গান্ধেরবাল জেলায় জঙ্গি হামলায় প্রাণ হারালেন ৬ জন। রবিবার সন্ধ্যায় এক নির্মীয়মাণ টানেলে কাজের পর বিশ্রাম নিচ্ছিলেন কর্মীরা। সেই সময়ই ঘটে প্রাণঘাতী হামলা। চলে এলোপাথাড়ি গুলি । তাতেই প্রাণ হারান ৬ শ্রমিক ও ১ জন চিকিৎসক। নিহত শ্রমিকরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন নতুন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এই হামলাকে ‘জঘন্য ও কাপুরুষ’ বলেন তিনি। সেই সঙ্গে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, এলাকাটি নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনার নিন্দা করে লেখেন, ‘এই আচরণ কাপুরুষোচিত। যারা এই হামলা চালিয়েছে, তাঁদের যোগ্য জবাব দেবে আমাদের বাহিনী। ’
কেন এই হামলা ?
স্থায়ীয়দের ধারণা, এই টানেল তৈরি হলে মধ্য কাশ্মীরের গান্ধেরবাল জেলার দুই প্রান্ত সোনমার্গ ও গগনগীর যুক্ত হয়ে যাবে। যাতায়াত হয়ে যাবে সহজ। এটাই চাইছে না জঙ্গিরা। তাই এই জঙ্গি হামলা।
আরও পড়ুন, তুমুল বৃষ্টি, ১২০ কিমি বেগে বইতে পারে ঝড়! ঘূর্ণিঝড়ের চরম প্রভাব কোন কোন জেলায়?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে