কলকাতা: বর্ষা এখনও সেভাবে জাঁকিয়ে আসেনি কিন্তু এর মধ্যেই শহরে বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ। চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৪১। যদিও এখন কারও মৃত্যুর খবর নেই বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে উল্লেখ।এপ্রিল মাসের শেষে এরাজ্যের ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ২১৬৪। এখনও পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ধীরে ধীরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পাশাপাশি ম্যালেরিয়ার প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। বিভিন্ন জেলায় বিশেষ নজরদারির নির্দেশ।


ডেঙ্গি সংক্রমণে এক নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় কে ?


 ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত। এক সপ্তাহের মধ্য়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেছে। গত ৬ মাসে রাজ্যে আক্রান্তের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি। ডেঙ্গি সংক্রমণে এক নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতায় আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে। বর্ষা আসতেই ফিরেছে ডেঙ্গি। পরিস্থিতি এখনও ভয়াবহ না হলেও আতঙ্ক ছড়িয়েছে।


ডেঙ্গি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা


স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে জুনের শেষ সপ্তাহ পর্যন্ত ১ হাজার ৩২৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, গতবারের মতো এবারও ডেঙ্গি সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১৭০ পেরিয়েছে। দু’নম্বরে মালদা, জেলায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যাও ১৭০ পার করেছে। মুর্শিদাবাদে মোট ডেঙ্গি আক্রান্ত দেড়শোর উপরে। হুগলিতে সংখ্যাটা প্রায় দেড়শো। কলকাতায় গত ৬ মাসে ১১৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। গতবছর ডেঙ্গি সংক্রমণ ভেঙে দিয়েছিল ১২ বছরের রেকর্ড।এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 


আরও পড়ুন, সুপ্রিম কোর্টে পিছোল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, ফের কবে উঠবে কোর্টে ?


 'বৃষ্টি হলে গতবারে যেমন প্রচুর ডেঙ্গি সংক্রমণ হয়েছিল, এবারও তার প্রাদুর্ভাব হতে পারে'


শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাতপ্রসূন গিরি বলেছেন, জমা জলের পরিমাণ যতটা কম করতে পারব, ততই কিন্তু ভেক্টর কন্ট্রোল করতে আমাদের সুবিধা হবে। বাড়ি বাড়ি গিয়ে নজরদারি করা দরকার পুর কর্মীদের। সেটা জোরদার না করলে তাহলে কিন্তু বৃষ্টি হলে গতবারে যেমন প্রচুর ডেঙ্গি সংক্রমণ হয়েছিল, এবারও তার প্রাদুর্ভাব হতে পারে। 
 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।