সন্দীপ সরকার, কলকাতা: আতঙ্কের নাম ডেঙ্গি (Dengue)। স্বাস্থ্যভবন সূত্রে খবর, ৩ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫১। বেসরকারি হিসেবে এ বছর এখনও পর্যন্ত ১০ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর সামনে এসেছে। জ্বর হলেই সময় নষ্ট না করে শুরু করতে হবে চিকিৎসা, পরামর্শ চিকিৎসকদের।


আতঙ্কের নাম ডেঙ্গি: বর্ষার (Rain) জমা জলে বাড়ছে এডিস ইজিপ্টাই-এর সংসার।ঘরে ঘরে বাসা বাঁধছে জ্বর-সর্দি-কাশি। রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট। স্বাস্থ্যভবন সূত্রে খবর, ৩ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৫১। ৩ অগাস্ট শেষ হওয়া সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫০ জন। ২৭ জুলাই শেষ হওয়া সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৫। শুধু কলকাতা নয়, শহরের গণ্ডি ছাড়িয়ে জেলাতেও বাসা বেঁধেছে ডেঙ্গি। স্বাস্থ্যভবন সূত্রে খবর, চলতি সপ্তাহে সব থেকে বেশি ডেঙ্গি আক্রান্তের (Dengue affected) সংখ্যা উত্তর ২৪ পরগনায়। সেখানে আক্রান্ত হয়েছেন ৪০০ জন। নদিয়ায় ৩৫০ এবং হুগলিতে আক্রান্ত হয়েছেন ৯৫ জন।স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, এই মুহূর্তে ২৫০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। যার মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।


সূত্রের খবর, গত বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজারের বেশি মানুষ। সরকারি হিসেবে মারা গিয়েছিলেন ৩০ জন। তবে বেসরকারি মতে, সেই সংখ্যা ছিল ১০৫।  এই বছর এখনও পর্যন্ত ১০ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর সামনে এসেছে। এর মধ্যে ৫ জনই নদিয়ার। এই অবস্থায় জ্বর হলেই পরীক্ষা করানোর পরামর্শ চিকিৎসকদের।  চিকিৎসক জয়দেব রায় বলেন, “জ্বর হলেই সময় নষ্ট না করে টেস্ট করাতে হবে। ডাক্তারের কাছে যেতে হবে। সময় নষ্ট করার কোনও জায়গা নেই।’’ সব মিলিয়ে করোনা, ম্যালেরিয়ার আবহের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি।


জলপাইগুড়িতে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এই অবস্থায়, গত সপ্তাহে জলপাইগুড়ির পুর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডেপুটি রেজিস্ট্রার। ডেঙ্গি সচেতনতায় ইতিমধ্যেই প্রচার শুরু করেছে পুরসভা এবং জেলা স্বাস্থ্য দফতর। অন্যদিকে, ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরে মশার বাড়বাড়ন্ত। হাসপাতাল চত্বরেই আবর্জনার স্তূপ। আর তাতেই জমছে জল। এনিয়ে পুরসভার কোর্টে বল ঠেলেছেন হাসপতাল সুপার। পুরসভার দাবি, দ্রুত সমস্যার সমাধান হবে।  


আরও পড়ুন: Fraud Case: অনলাইনে ট্যাব কিনতে গিয়ে খোয়া গেল লক্ষাধিক টাকা, এবার প্রতারণার ফাঁদে চিকিৎসক