সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: জেলায় জেলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি।গত বছরের তুলনায় এবার রাজ্যে আক্রান্তের সংখ্যা কম হলেও, এমন কয়েকটি জায়গায় সংক্রমণ বেড়েছে, যেখানে আগে এই হারে ডেঙ্গির প্রকোপ বাড়েনি। সবথেকে বেশি সংক্রমণ ছড়িয়েছে মুর্শিদাবাদে। তালিকার ৭ নম্বরে রয়েছে কলকাতা। 

পুজো মিটতেই লাফিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ

পুজো মিটতেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে ডেঙ্গির প্রকোপ। ফলে বাড়ছে চিন্তা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী,চলতি বছরের অক্টোবর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৬৩। সবথেকে বেশি সংক্রমণ মুর্শিদাবাদে। আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩২১। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। অক্টোবর মাস পর্যন্ত এই জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬৩ জন। সংক্রমণের নিরিখে তিন নম্বরে মালদা। আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯০৪। অক্টোবর পর্যন্ত তালিকায় সাত নম্বরে থাকা কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮৩১।

আক্রান্তর সংখ্যা অনুযায়ী কোথায় দাঁড়িয়ে কোন জেলা ?

জেলা আক্রান্তের সংখ্যা
মুর্শিদাবাদ ৪ হাজার ৩২১
উত্তর ২৪ পরগনা ১ হাজার ৯৬৩
মালদা ১ হাজার ৯০৪
কলকাতা ৮৩১

গত বছরের তুলনায় এবার রাজ্যে আক্রান্তের সংখ্যা কম হলেও, এমন কয়েকটি জায়গায় সংক্রমণ বেড়েছে, যেখানে আগে এই হারে ডেঙ্গির প্রকোপ বাড়েনি। বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের পরিসংখ্যান। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত শনিবার রাজারহাট গোপালপুর এলাকার বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত ৭০ বছরের এক মহিলার মৃত্যু হয়।গত ৭ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত ১১ বছরের এক বালকের মৃত্যু হয় বাগুইআটিতে। 

কোন কোন এলাকায় মৃত্যু ?

 ডেঙ্গি আক্রান্তের মৃত্যু বয়স
রাজারহাট গোপালপুর এলাকার বাসিন্দা  ৭০ বছরের এক মহিলার মৃত্যু
বাগুইআটি ১১ বছরের এক বালকের মৃত্যু

কোন কোন ক্ষেত্রে সতর্ক হতে হবে, উপসর্গ কী ?

শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নীলাঞ্জন ঘোষ বলেন, 'এখন জ্বর যেগুলি আসছে, আমাদের প্রথমে ডেঙ্গি আছে কিনা, দেখে নিতে হবে। অন্যান্য বছরের তুলনায় কম হলেও,  হচ্ছে কিছুটা। সতর্কবার্তা এটাই, জ্বর হলে কিন্তু রক্ত পরীক্ষা করে অবশ্যই দেখতে হবে। ডেঙ্গি এবং ম্যালেরিয়াটা রুটিন পরীক্ষা অনুযায়ী করতে হবে।'

আরও পড়ুন, RG করের নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট দেখে কেন 'চমকে' উঠেছিলেন শোভনদেব ? জানালেন শাসক নেতা

কখন বুঝবেন যে বিপদের মধ্যে যাচ্ছেন ? তখন কী করা উচিত

চিকিৎসক বলেন, কখন বুঝবেন যে বিপদের মধ্যে যাচ্ছেন ?এর বিপদজ্জনক উপসর্গগুলি জানা উচিত। ঘটনাটা কী হয়, ডেঙ্গিতে ? শিরার মধ্যে থেকে জল বাইরে চলে আসে। তাই আমাদের প্রচুর পরিমাণে জল ও ORS খেতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।