West Bengal News Live : শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদ, বিকাশভবনে যাচ্ছেন না অভিজিৎ

যোগ্যদের চাকরি ফেরাতে ফর্মুলা নিয়ে আজ শিক্ষামন্ত্রীর কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ব্রাত্য মারফত চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানেই নির্ঘণ্ট নির্ধারণ।

ABP Ananda Last Updated: 09 Apr 2025 03:04 PM

প্রেক্ষাপট

তৃণমূলের সংসদীয় দলে গৃহযুদ্ধ! কীর্তি আজাদ থেকে শুরু করে সৌগত রায় ও এক মহিলা সাংসদ। একযোগে দলের তিন সাংসদকে নিশানা করলেন কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য, সোশাল...More

WB News Live : শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদ, বিকাশভবনে যাচ্ছেন না অভিজিৎ

কসবা DI অফিসে চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে আজ বিকাশভবনে যাচ্ছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিকাশভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা ছিল বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতির।