West Bengal Live: ফের বর্ধমান স্টেশনে পদপিষ্ট, ট্রেন ঢুকতেই হুড়োহুড়ি, আহত ৭
WB News Live Update: রাজ্য, জেলা, শহরের বিভিন্ন প্রান্তের খবরের এক ঝলক ----
ABP Ananda Last Updated: 12 Oct 2025 11:11 PM
প্রেক্ষাপট
দুর্গাপুরে 'গণধর্ষণ', CC ফুটেজে উঠে এল চাঞ্চল্যকর তথ্য১০ অক্টোবর ৭.৫৮-মিনিটে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে দেখা যায় পড়ুয়াকে: পুলিশ সূত্র১০ অক্টোবর: রাত ৭.৫৮-মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে বের হন ছাত্রী ও তাঁর...More
দুর্গাপুরে 'গণধর্ষণ', CC ফুটেজে উঠে এল চাঞ্চল্যকর তথ্য১০ অক্টোবর ৭.৫৮-মিনিটে ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে দেখা যায় পড়ুয়াকে: পুলিশ সূত্র১০ অক্টোবর: রাত ৭.৫৮-মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে বের হন ছাত্রী ও তাঁর সহপাঠী১০ অক্টোবর: রাত ৮.৪২-মিনিটে সহপাঠী একাই ফিরে আসেন ক্যাম্পাসে১০ অক্টোবর: রাত ৮.৪৮-মিনিটে আবার ক্যাম্পাস থেকে বেরিয়ে যান সহপাঠী১০ অক্টোবর: রাত ৯.২৯-মিনিটে ক্যাম্পাসে ঢুকতে দেখা যায় নির্যাতিতা ও তাঁর সহপাঠীকে১০ অক্টোবর: রাত ৯.৩১-মিনিটে গার্লস হস্টেলে ঢুকে যান নির্যাতিতা, খবর পুলিশ সূত্রেদুর্গাপুরে ডাক্তারি পড়ুকে গণধর্ষণ, দোষীদের শাস্তির দাবিতে থানার বিজেপির বিক্ষোভআসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভ বিজেপিরআসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে ডেপুটেশন জমা বিজেপিরদুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ', ঘটনাস্থলে অভয়া মঞ্চের প্রতিনিধিরানির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলবেন অভয়া মঞ্চের সদস্যরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপের আর্জিসংগঠনের তরফে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে দেওয়া হল চিঠি ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণকাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবি ডক্টর্স ফোরামেরআজ ফের বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কলকাতা থেকে বিশেষ বিমানে আলিপুরদুয়ারের হাসিমারার পৌঁছলেন মুখ্যমন্ত্রীনীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী বৃষ্টি-ধসে বিপর্যস্ত পাহাড়ে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে প্রশাসনিক বৈঠক প্রশাসনিক কর্তাদের ক্ষয়ক্ষতি সংক্রান্ত রিপোর্ট তৈরির নির্দেশ দার্জিলিঙেও যাবেন মুখ্যমন্ত্রী, মিরিক ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে পুলিশের ভূমিকাকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর 'মেঘভাঙ্গা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময়ে...' 'কার্নিভালের উৎসব উদযাপনে নির্বিকার নৃত্যে মেতেছিলেন''এখন পাহাড়ে প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন''ওনার পুলিশবাহিনীকে প্রাকৃতিক দুর্যোগের সময়ে অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায়নি''তারাই মুখ্যমন্ত্রীর সফরের আগে তৃণমূলের ঝান্ডা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা, তা তদারকি করতে ব্যস্ত''পুলিশ এখন সম্পূর্ণভাবে শাসকের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে'ভিডিও-সহ সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রীমুখ্যমন্ত্রীর সফরের আগে আক্রমণ বিরোধী দলনেতারদুর্নীতির প্রতিবাদে কান ধরে ওঠবস, সেই তৃণমূল কাউন্সিলরকে খুনের হুমকির অভিযোগ দলেরই জেলা সভাপতির বিরুদ্ধে খুনের অভিযোগ তমলুকের তৃণমূল কাউন্সিলরের খুন হয়ে যেতে পারেন, আশঙ্কা তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতিরকাউন্সিলরের নিশানায় তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়দুর্নীতির প্রতিবাদ করায় হোয়াটসঅ্যাপ কলে খুনের হুমকি, অভিযোগ তৃণমূল কাউন্সিলরেরপাল্টা কাউন্সিলরের মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তুলেছেন জেলা সভাপতিএক বিড়ালকে নিয়ে তুলকালাম বাধল কুদঘাটের চণ্ডীতলায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে এল পুলিশ। অভিযোগকারীর দাবি, পেট ক্রেশ পোষ্য পার্সিয়ান ক্যাটকে রেখে তিনি বাইরে গেছিলেন। অভিযোগ, ফিরে এসে ক্রেশ থেকে যে বিড়াল দেওয়া হয়, সেটি তাঁর নয়। বিড়াল বদলে দেওয়া হয়। পেট ক্রেশের মালিক দম্পতির বিরুদ্ধে পার্সিয়ান ক্যাটকে মেরে ফেলার অভিযোগ করেছেন কুদঘাটের ওই বাসিন্দা। গতকাল ওই পেট ক্রেশে হাজির হন পশুপ্রেমী সুদীপা চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা দত্ত। বিড়ালের মালিক অভিযোগ তোলার পর স্থানীয়রা দাবি করেন, দীর্ঘদিন ধরেই পেট ক্রেশের নামে অবলা প্রাণিদের ওপর নারকীয় অত্যাচার চালানো হয়। রিজেন্ট পার্ক অভিযোগ দায়ের হয়েছে। ক্রেশের মালিককে আটক করেছে পুলিশ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Live Update: সাইকেল রাখাকে কেন্দ্র করে দক্ষিণ দমদমে ধুন্ধুমার
সাইকেল রাখাকে কেন্দ্র করে দক্ষিণ দমদমে ধুন্ধুমার
দক্ষিম দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বচসা, হাতাহাতি
প্রোমোটার তাপস রায় ও তাঁর ছেলে শঙ্কর রায়কে মারধরের অভিযোগ
প্রোমোটারের অফিস ভাঙচুর, বাড়িতে হামলা চালানোর অভিযোগ
তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের
মিথ্যা অভিযোগ, তৃণমূলকর্মীকে মারধর করেছে প্রোমোটারের ছেলে, পাল্টা দাবি তৃণমূল কাউন্সিলর তন্দ্রা সরকারের