উত্তর ২৪ পরগনা: সকাল এগারোটার খবর অনুযায়ী, নবম রাউন্ডের শেষে ২০ হাজার ৮৮৪ ভোটে  এগিয়ে বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। কীভাবে এত বড় ব্যবধান সম্ভব হল ? সাংবাদিকের প্রশ্নের উত্তরে মধুপর্ণা স্পষ্ট জানালেন , এটা দিদির জন্য সম্ভব হয়েছে। 


সাংবাদিক : কীভাবে এত বড় ব্যবধান সম্ভব হল ?


মধুপর্ণা:  বাগদাবাসী দিদি উন্নয়নকে দেখে বুঝতে পেরেছে, উনি ছাড়া কেউ থাকতে পারবে না। বিজেপির দ্বারা কোনও কাজ হবে না। দিদিই আছেন, দিদিই থাকবে। 


সাংবাদিক : আপনার প্রথম আন্দোলন-অনশন, তোপ দাগা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে..এটা কী কাজ দিয়েছে উপ নির্বাচনে ?


মধুপর্ণা: একদমই নয়। ওটা যা ছিল, ফ্যামিলি ম্যাটার ছিল।অধিকারের লড়াই ছিল। বিজেপির ক্ষমতাকে অপব্যবহার করে যেটা হয়েছিল, সেটা আলাদা ব্যাপার। এটা রাজনৈতিক ইস্যু। দুটো কোনও যোগাযোগ নেই। 


সাংবাদিক : বাগদা বিধানসভায় আপনাকে প্রার্থী করা হল, এটা কি তৃণমূল একটা চমক দিতে চেয়েছিল ?


মধুপর্ণা: কাকু তো আগেই বলে দিয়েছিলেন, আমি টিকিট নেব না। তাহলে তো উনি প্রথম প্রায়োরিটি ছিলেনই। তবে উনিও যদি দাঁড়াতেন, সিটটা এমনই   জয়লাভ করতাম। আসলে এই আসনটা আমরা আগে থেকেই জিতে আছি। 


সাংবাদিক : ২০১১ এর পর এই প্রথম এখানে তৃণমূল জিতছে চলেছে, কী বলবেন ?


মধুপর্ণা: আমরা তো জানি, মানুষ আমাদের পাশে আছে। কারণ বিজেপিরা এতদিন সবাইকে ভুল বুঝিয়েছিল।


আরও পড়ুন, মানিকতলায় ২ হাজারের বেশি ভোটে এগিয়ে সাধন পত্নী সুপ্তি, ৪ কেন্দ্রেই এগিয়ে TMC..


মতুয়া অধ্যুষিত উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচনে লড়াই ছিল এবার চতুর্মুখী। তৃণমূল এই আসনে প্রার্থী করে ঠাকুরনগরের মতুয়া বাড়ির সদস্য়, দলের রাজ্য়সভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। বীনাপানি দেবীর ঘরের দখল ছেড়ে দেওয়ার দাবিতে, নিজেরই কাকার ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অনশনে বসেছিলেন মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। মতুয়া প্রজন্মের নতুন মুখ, ২৫ বছর বয়সী সেই মধুপর্ণাকেই ভোট-রাজনীতিতে নামিয়েছে তৃণমূল। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বিনয়কুমার বিশ্বাস। বাগদা উপনির্বাচনের লড়াই ছিল এবার কার্যত ঠাকুর বনাম ঠাকুর। কংগ্রেসের হয়ে লড়াইয়ে ছিলেন অশোককুমার হালদার। ফরওয়ার্ড ব্লক প্রার্থী হয়ে এবার দাঁড়িয়েছিলেন গৌরাদিত্য বিশ্বাস। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।