রুমা পাল, কলকাতা : পঞ্চায়েত ভোটের পর শুরু লোকসভা ভোটের (Loksabha Election 2024) প্রস্তুতি। জরুরি বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মৃত ব্যক্তির নাম যেন কোনওভাবেই ভোটার তালিকায় না থাকে এবং প্রকৃত ভোটার যেন নাম তোলা থেকে বঞ্চিত না হন- বিষয়গুলি সুনিশ্চিত করার নির্দেশ দিলেন আরিজ আফতাব (Aariz Aftab)।
২৩-এর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) ঘিরে নজিরবিহীন সন্ত্রাসের সাক্ষী হয়েছে বাংলা। উঠেছে বুথ জ্যাম থেকে ছাপ্পার অভিযোগ। হয়েছে বোমাবাজি থেকে খুন। ভোটের দিন ঘোষণার পর থেকে ৩৯ দিনে মৃত্য়ু হয়েছে ৫৫ জনের। পঞ্চায়েত ভোটের অশান্তির এই রেশ পুরোপুরি কাটার আগেই শুরু হয়ে গিয়েছে ২৪-এর লোকসভা ভোটের প্রস্তুতি। তৎপরতা তুঙ্গে রাজনৈতিক দলগুলির। প্রস্তুতি শুরু জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India)।
সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের একটি দল। অগাস্টের শেষে, রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। তার আগে বুধবার আলিপুরে ভাষা ভবনে জরুরি বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। লোকসভা ভোটে যাঁরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন তাঁদের সঙ্গে আলোচনা হয় কলকাতা উত্তর ও দক্ষিণ, দুই ২৪ পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, দুই মেদিনীপুর জেলার ভোটার তালিকা নিয়ে।
বিরোধী দলগুলির অভিযোগ, সংশোধিত ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম থেকে যাচ্ছে। সূত্রের খবর, বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব নির্দেশ দেন, মৃত ব্যক্তির নাম যাতে কোনওভাবেই ভোটার তালিকায় না থাকে। বেশ কিছু জেলায় ভোটারের সংখ্যা বাড়েনি। এমনকী কোনও কোনও জেলায় ভোটারের সংখ্যাও কমেনি। অন্যদিকে, কয়েকটি জেলায় মহিলা ও পুরুষ ভোটারের আনুপাতিক হারের বিস্তর ফারাক রয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক এদিন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিষয়গুলি খতিয়ে দেখার নির্দেশ দেন।
সূত্রের খবর, দক্ষিণ কলকাতা ও হাওড়ার ক্ষেত্রে দেখা গেছে, অনেক ভোটার ফর্ম বাতিল হয়েছে। প্রকৃত ভোটার যাতে ভোটার তালিকায় নাম তোলা থেকে বঞ্চিত না হন, ভোটার কার্ড যাতে ভোটারের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় তাও সুনিশ্চিত করার নির্দেশ দেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আগামী ১ নভেম্বর সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ হবে। তাই আগে থেকেই এ সব বিষয়গুলির দিকে নজর দেওয়ার নির্দেশ দেন আরিজ আফতাব। আগামী ২২ জুলাই জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। অগাস্টের প্রথম সপ্তাহেই শুরু হবে EVM-এর প্রথম পর্যায়ের পরীক্ষা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial