কলকাতা: জেনেলিয়া ডি'সুজা দেশমুখ (Genelia D'Souza Deshmukh)-র মুখে এবার বাংলা গান! শুধু বাংলা নয়, বলিউড অভিনেত্রীর মুখে বাংলা গান শুনে মুগ্ধ নেটদুনিয়া! বিষয়টা ঠিক কী?
আলেয়া সেন পরিচালিত ‘ট্রায়াল পিরিয়ড’ (Trial Period) ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা এবং মানব কউল (Manav Kaul)। আর সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির একটি গান। সেখানেই জেনেলিয়াকে দেখা গেল বাংলা, বাউল সম্প্রদায়ের গান ‘পিরিতি কাঁঠালের আঠা’ গানে।
কমেডি ঘরানার এই ছবিতে দিল্লির এক জন বাঙালি ‘সিঙ্গল মাদার’ (Single Mother)-এর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী জেনেলিয়া। সন্তানের আবদারে অভিনেতা মানবকে বাবা সাজিয়ে ১ মাসের জন্য পরিবারে নিয়ে আসেন তিনি। কিন্তু তারপরেই ঘুরে যায় গল্পের গতি। জেনেলিয়া ও মানবের জীবনে আসে এক নতুন মোড়। দীপাবলির প্রেক্ষাপটে পারিবারিক অনুষ্ঠানে শুটিং করা হয়েছে গানটির। লাল এবং সাদা রঙের ঘাঘরায় সজ্জিত অভিনেত্রীর হাতে একতারাও দেখা গিয়েছে। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) এবং দেব নেগী। সুর করেছেন কৌশিক এবং গুড্ডু। এই ছবিটি মুক্তি পাবে ২১ জুলাই।
২০০৩ সালে প্রথম 'তুঝে মেরি কসম' (Tujhe Meri Kasam) ছবির হাত ধরে বলিউডে পা রাখেন জেনেলিয়া। বক্সঅফিসে সাফল্যের মুখ দেখে এই ছবি। এর আগে অবশ্য মডেলিং করেছেন জেনেলিয়া। ১৫ বছর বয়স থেকেই মডেলিং শুরু করেন জেনেলিয়া। পার্কার পেন-এর বিজ্ঞাপনীতে অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) এর বিপরীতে অভিনয় করার জন্য বেছে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু যেদিন এই বিজ্ঞাপন শ্যুট হওয়ার কথা, তার ঠিক ২ দিন পরেই জেনেলিয়ার পরীক্ষা ছিল। পড়াশোনার কথা ভেবেই প্রথমে এই বিজ্ঞাপন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন জেনেলিয়া। কিন্তু প্রযোজকের অনুরোধে পরে রাজি হয়ে যান তিনি। সেই বিজ্ঞাপনে নজর কেড়েছিলেন জেনেলিয়া। 'তুঝে মেরি কসম' ছবির পরে তামিল ছবি বয়েজ (Boys)-এ অভিনয় করেছিলেন জেনেলিয়া। এই ছবির জন্য ৩০০ জন মেয়ে অডিশন দিয়েছিলেন। তাঁদের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছিল জেনেলিয়াকে। ছবিতে তাঁর নাম হয়েছিল হরিনি। এটি তাঁর কেরিয়ারের দ্বিতীয় ছবি ছিল। এরপর ২০০৪ সালে বলিউড ছবি 'মস্তি' (Masti)-তে অভিনয় করেছিলেন জেনেলিয়া।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial