সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে প্রথমবার ব্রুসেলোসিস (Brucellosis) আক্রান্তের মৃত্যু হল। মৃতের নাম শরবিন্দু ঘোষ। ৫১ বছরের ওই রোগী পূর্ব বর্ধমানের (East Burdwan) ভাতারের বাসিন্দা ছিলেন। ৩০ নভেম্বর তাঁকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে (School of Tropical Medicine) ভর্তি করা হয়।                                                                                                                        


পরিবারের তরফে জানানো হয়েছে, গত অক্টোবরে বাড়ির গবাদি পশুদের ব্রুসেলা টিকা দেওয়া হয়। ওই ব্যক্তিই গবাদি পশুর পরিচর্যা করেন। তারপরেই জ্বর ও ডায়েরিয়া হয়। পিয়ারলেস হাসপাতালে আনা হলে ধরা পড়ে ব্রুসেলোসিস। তারপর থেকে হাসপাতালেই ভর্তি ছিলেন ওই রোগী।                                                  


আরও পড়ুন, লক্ষ্য পঞ্চায়েত ভোট, বড়দিনে কেক বিলি করে পঞ্চায়েত প্রচার শুরু তৃণমূলের


আগের ঘটনা


প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে চিন্তা বাড়াচ্ছে ব্রুসেলোসিস! এর আগে গবাদি পশুর রোগে আক্রান্ত হয়েছিলেন প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্মীরা। এই পরিস্থিতিতে ভিড় বাড়ছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। সূত্রের খবর, সেখানে ১৫ জন ভর্তি হয়েছেন এই রোগে আক্রান্ত হয়ে।                                                                                                


শুধু তাই নয়, নমুনা পরীক্ষা করতে গিয়েও হয়রানির শিকার হতে হচ্ছে বলে উঠছে অভিযোগ। ব্রুসেলা নামে ব্যাকটেরিয়া থেকে ব্রুসেলোসিস রোগ ছড়ায়। এই রোগে মূলত আক্রান্ত হয় গবাদি পশু। গত ২০ থেকে ২৫ সেপ্টেম্বর রাজ্যে গবাদি পশুর ব্রুসেলার ভ্যাকসিনেশন চলে।   

সেই সময় ভ্যাকসিনের সিরিঞ্জ শরীরে বিঁধে বা ভ্যাকসিনের তরল ছিটকে পড়ে বেশ কয়েকজন প্রাণিবন্ধু আক্রান্ত হন ব্রুসেলোসিসে। পাশাপাশি রোগাক্রান্ত গবাদি পশু থেকেও রোগ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্মী সংগঠনের দাবি, ইতিমধ্যে বিভিন্ন জেলায় ২৫০ জন ভর্তি রয়েছেন।