ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, কলকাতা : কোভিড পরিস্থিতিতে চিন্তা বাড়াচ্ছে ব্রুসেলোসিস! গবাদি পশুর রোগে আক্রান্ত হচ্ছেন প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্মীরা। এই পরিস্থিতিতে ভিড় বাড়ছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। সূত্রের খবর, সেখানে ১৫ জন ভর্তি হয়েছেন এই রোগে আক্রান্ত হয়ে। 


শুধু তাই নয়, নমুনা পরীক্ষা করতে গিয়েও হয়রানির শিকার হতে হচ্ছে বলে উঠছে অভিযোগ। ব্রুসেলা নামে ব্যাকটেরিয়া থেকে ব্রুসেলোসিস রোগ ছড়ায়। এই রোগে মূলত আক্রান্ত হয় গবাদি পশু। গত ২০ থেকে ২৫ সেপ্টেম্বর রাজ্যে গবাদি পশুর ব্রুসেলার ভ্যাকসিনেশন চলে।   

সেই সময় ভ্যাকসিনের সিরিঞ্জ শরীরে বিঁধে বা ভ্যাকসিনের তরল ছিটকে পড়ে বেশ কয়েকজন প্রাণিবন্ধু আক্রান্ত হন ব্রুসেলোসিসে। পাশাপাশি রোগাক্রান্ত গবাদি পশু থেকেও রোগ ছড়িয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাণিসম্পদ বিকাশ দফতরের কর্মী সংগঠনের দাবি, ইতিমধ্যে বিভিন্ন জেলায় ২৫০ জন ভর্তি রয়েছেন।


ব্রুসেলোসিসের উপসর্গ কোভিড-সহ অন্যান্য অনেক রোগের সঙ্গে মিলে যায়। ফলে এই রোগ চিহ্নিত করতে সমস্যা হয়।  বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো চিকিৎসা না হলে,মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। 
এই পরিস্থিতিতে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পরীক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ কিট এসেছে। 

আরও পড়ুন :


কোন লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গি হয়েছে? কীভাবেই বা চিকিৎসা করবেন?


ব্রুসেলা নামক ব্যাকটেরিয়া থেকে ব্রুসেলোসিস ছড়ায়। এই রোগে মূলত আক্রান্ত হয় গবাদি পশু। সংক্রমিত পশুর দুধ না ফুটিয়ে খেলে, কিংবা তাদের মাংস ধরলে, বা পশুপালনের সময় মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে। 



  • ব্রুসেলোসিসের উপসর্গ কাঁপুনি দিয়ে জ্বর

  • দুর্বলতা

  • পেশিতে ব্যথা

  • শিরদাঁড়ায় ব্যাথা

  • গাঁটে গাঁটে ব্যথা

  • মাথা যন্ত্রণা।



ব্রুসেলার সংক্রমণ দেখা যায় এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ ও মধ্য আমেরিকায়-সহ একাধিক জায়গায়। তবে এক্ষেত্রে প্রাণিবন্ধুরা পশুদের ভ্যাকসিন দেওয়ার সময়, দুর্ঘটনাবশত সেই সূচ ফুটে গিয়ে ব্রুসেলোসিসে আক্রান্ত হয়েছেন বলেই জানা গিয়েছে। পাশাপাশি প্রাণিসম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্রুসেলোসিসে আক্রান্ত কর্মীদের চিকিৎসার যথাযথ বন্দোবস্ত করা হবে।  গবাদি পশুর মধ্যে ব্রুসেলোসিস-সংক্রমণ নির্মূল করতে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে রাজ্যে টিকাকরণ শুরু হয়েছে।