কলকাতা: ডিভিসির ছাড়া জলে ভাসছে একের পর এক জেলা। তার মধ্যেই ত্রাণ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। বেশ কিছু জায়গায় দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। 



ত্রাণ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ: জলের তলায় চলে গেছে মাইলের পর মাইল এলাকা। ভেঙে গেছে ঘরবাড়ি, ভেসে গেছে গ্রামের পর গ্রাম। যতদূর চোখ যায় জল আর জল গ্রামের পর গ্রাম গৃহবন্দি মানুষ। একটু খাবার, পানীয় জলের জন্য হাহাকার করছে শয়ে শয়ে মানুষ। তারমধ্যেই ত্রাণ নিয়ে দুর্নীতি চলছে বলে অভিযোগ। হুগলির খানাকুলে এক নম্বর ব্লকে ত্রাণ না মেলার অভিযোগ পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ওই এলাকার বাসিন্দা নাজির হোসেন বলেন, "শুনলাম দেড়শোটা পঞ্চায়েতে ত্রিপল দেওয়া হয়েছে। ৫০ টা চুরি হয়ে গেছে। আর একশোটা দেওয়া আছে।'' আরেক বাসিন্দা শেখ মুজিবর রহমানের কথায়, "গ্রামের মানুষ ছাদের উপরে বাচ্চাদের নিয়ে আছে। এমন অবস্থা খাবার পাচ্ছে না, কিছু পাচ্ছে না। প্রায় এক মানুষ জলের মধ্যে তাঁরা আছে।''               

চারিদিকে শুধু জল আর জল। কিন্তু, খাওয়ার জল এক ফোঁটাও নেই। একটু খাওয়ার জল একমুঠো চিঁড়ে পেতে প্রাণ হাতে করে ছুটতে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা এলাকার বাসিন্দাদের। শুক্রবার নৌকা করে ত্রাণ দিতে যান পশ্চিম মেদিনীপুর জেলা শাসক, ঘাটালের মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এক গলা জলেই ত্রাণ নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ওই এলাকার বাসিন্দা উমা দলুই বলেন, "জলের ব্যবস্থা নেই। জল কল অনেক দূরে, তুলে নিয়ে আসতে হচ্ছে। এখন ত্রিপল, চিঁড়ে, বিস্কুট, জল নিলাম।''

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় রাস্তার ওপর দিয়ে জল বইছে। তারমধ্যেই বাঁশ হাতে দাঁড়িয়ে মহিলারা। দাবি একটাই, খাবার পানীয় জল চাই। এক বাসিন্দা নমিতা দলুই বলেন, "দিদি যে কালকে দেখে চলে গেল, দিদি কী দেখে গেল এখানে? কোনও একটা খাবারের ব্যবস্থা নেই, শুধু পুলিশ পাঠিয়েছে মানুষকে নিরাপত্তা দিতে, কীসের নিরাপত্তা দেবে মানুষকে?''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: R G Kar News: সন্দীপ ঘোষের নারকো টেস্টের আবেদন, চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় প্রশ্নবাণে জর্জরিত CBI